নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

উল্টো চলা

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

উল্টো চলে উল্টো বলে
উল্টো খায় যে ভাত
খাওয়ার পরে উল্টো করে
ডান দিকে হয় কাত।

রাম ছাগলরে গরু বলে
গরুরে কয় ছাগল
পাগলরে কয় বড়ই চালাক
চালাকরে কয় পাগল।

ঘাসেরে কয় গাছের কান্ড
কান্ডরে কয় ঘাস
হাঁসেরে কয় মুরগী-মোরগ
মোরগরে কয় হাঁস।

মাছেরে কয় জীবজন্তু সে
জন্তুরে কয় মাছ
পিছনটাকে সামনে বলে
সামনেরে কয় পাছ।

মরারে সে জ্যান্ত বলে
জ্যান্তরে কয় মরা
এসব কথা ধরলে পরে
মেজাজ হয় তার চড়া।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

খেলাঘর বলেছেন:

সেই ব্যাটা বাংলাদেশের রাজনীতিবিদ

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেলাঘর। আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

নুর ইসলাম রফিক বলেছেন: hahaha moja pelum vai

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর ইসলাম। শুভেচ্ছা রইল ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

নীল আতঙ্ক বলেছেন: হাসির ছলে দারুণ কিছু কথা না বলেও বলে দিয়েছেন ভাইয়া......... ভালো লাগলো :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নীল আতঙ্ক। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন:

খেলাঘর বলেছেন:

সেই ব্যাটা বাংলাদেশের রাজনীতিবিদ


হা হা হা, হাসতেই আছি

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রফেসর মরিয়ার্টি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৮

তাশমিন নূর বলেছেন: আপনার দেখাদেখি আমারও ছড়া লিখতে ইচ্ছে করছে। আমি ছড়া লিখতে পারি না। ভালো লেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তাশমিন নূর। অনেক অনেক শুভেচ্ছা রইল। চেষ্টা করেন অবশ্যই ছড়া লিখতে পারবেন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতার ভিত্তিতে ছড়াটি ভালই লেগেছে।।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

রাফা বলেছেন: খুব চমৎকার লাগলো ছড়। :) ;)

ধন্যবাদ,প্রামাণিক☆★☆★☆★

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাফা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: এই বেডা পুরাই আফনার মতো উল্টা চলে। আফনার বন্ধু নাকি প্রামাণিক ভাই? =p~
খুব মজা পাইছি। স্ক্রু ডিলা পাবলিক মনে হয় এমনি হয়। :P

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০

প্রামানিক বলেছেন: হ বাঙালী ভাই, এই রকম চরিত্র এদেশের নেতাদের। বক্তৃতায় কয় একটা কাজ করে আরেকটা। আমি তো ভাই নেতা না কাজেই এই চরিত্র হইলেও হইতে পারে।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো ছড়া ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য। শুভেচ্ছা রইল।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

কহেন কবি কালিদাস বলেছেন: ভাই শহীদুল,আপনি ৩০ ডিসেম্বর একটা পোস্ট দিয়েছিলেন -পোড়াবাড়ির চমচম ও ভাসানীর বেগুন টালের কাহিনী (পর্ব-১)

আপনি জয়কালী আর গোপাল, এই দুই দোকানের ঠিকানা জানতে চেয়েছিলেন। দোকান দুইটা পাঁচ আনির বাজারে ।এরপর যদি আবার যান তাহলে নিজে খেয়ে আসবেন । যদি ভালো লাগে আমাদের জন্য নিয়ে আসবেন ;)

আর দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত ।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ !

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন ছড়া ! ++++

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

মহান অতন্দ্র বলেছেন: ভীষণ ভীষণ ভাললাগা। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.