নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হ্যাবলা মিয়ার ইন্টারভিউ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩


শহীদুল ইসলাম প্রামানিক

হ্যাবলা মিয়া চাকরী খোঁজে
ইন্টার ভিউয়ের বোর্ডে
ক্যাবলা মিয়া ছিলেন বসা
সব জান্তার মোডে।

প্রথম প্রশ্ন করেই ক্যাবলা
হ্যাবলার পানে চায়
কোন প্রশ্নটা দিয়ে তাকে
আটকে রাখা যায়।

‘তিনে তিনে তের হলে
তিন তেরোতে কত’?
হ্যাবলা বলে, ‘হবে হয়তো
তিরানব্বইয়ের মতো’।

‘মতিঝিলের রাস্তা দিয়ে
জাহাজ চলে কত’?
‘সদর ঘাটের নদীর জলে
টেক্সি চলে যত’।

‘বাজ পাখিরা পানির নীচে
কেমন করে উড়ে’?
‘তিমি মাছরা আকাশ পথে
যেমন করে ঘুরে’।

‘সাগর জলে গরু ছাগলে
কেমনে দৌড়ে যায়’?
‘পানির মাছ ডাঙ্গায় এসে
যেমনে আছাড় খায়’।

‘পুকুর জলে লাউ গাছেতে
কেমন ঝিঙা ধরে’?
‘চৈতী রোদে শুখনা মাঠে
যেমন শেওলা পরে’।

‘কোন কারণে ব্যাঙের সর্দি
আষাঢ় মাসের জলে’?
‘যেই কারণে শুকনা কালে
থাকে মাটির তলে’।

যেমন প্রশ্নের তেমন উত্তর
সবাই খুশি শুনে
ভাইভা বোর্ডে নাম্বার দিল
উল্টা-পাল্টা গুনে।

নাম্বার দেখে হ্যাবলা বলে,
চাকরীটা কি হবে?
ক্যাবলা বলে, আজই নিয়োগ,
বিনা বেতনে তবে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: বর্তমানে এ+ পাওয়া স্টুডেন্টদের এভাবেই ইন্টারভিউ নিতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

খেলাঘর বলেছেন:



টপ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেলাঘর। শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

েশখ রািজব বলেছেন: ভাল লেগেছে...

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেখ রাজিব। শুভেচ্ছা রইল।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরাই উরাধুরা ছড়া এবং চাকুরী! :P
অনেক মজা পেয়েছি প্রামাণিক ভাই।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

নীল আতঙ্ক বলেছেন: এটাও অনেক ভালো লাগলো :)
++++++

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল আতঙ্ক । শুভেচ্ছা রইল।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা .................। সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক। শুভেচ্ছা রইল।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

কাবিল বলেছেন: নচিকতার একটা গান মনে পড়ে গেল
( কোন এক উলটো রাজা উলটো বুঝলি প্রজার দেশে ------)


খুব ভাল লেগেছে

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

আবাব বলেছেন:
ননসেন্স রাইম ভাইটি,
সহজ নয় লেখাটি।

আরো, আরো ভালো করেন। আপনার ব্লগকে খুলে F5 উপরে একটি পাথর দিয়ে রাখলাম।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





খুশি হলাম জেনে যে, অবশেষে চাকরিটি হয়েছে....
বেতন একদিন হবেই.... ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বাবলা ভাই। আমাদের দেশেও অনেক কোম্পানী আছে ছয়মাস এমনি এমনি খাটায় তারপরে বেতন ধরে।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






আমি আপনার ‌'বাবলা ভাই' নই.... আহারে ছড়াকাররাও আজকাল বেভুলা দার্শনিক হয়ে যাচ্ছেন.... কই যাই B-)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: আপনার দার্শনিকের চুটকি পড়েই তো আমার এই দশা। তাই পরখ করে দেখলাম আমি ঠিক আছি না আপনি ঠিক আছেন। ধন্যবাদ মইনুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.