নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আমরা এখন রাজনীতিটা
দলের জন্য করি
ভাল মানুষকে পাশ কাটিয়ে
দলীয় স্লোগান ধরি।
প্রার্থী যদি চোর চোট্টা হয়
তবুও বলি ভাল
সিঁধকাটাকেও বলি মোরা
দেশটা করবে আলো।
বদ চরিত্র দেখার পরও
বলি ভাল স্বভাব
জনগণের রক্ত চুষলেও
চাই না কোন জবাব।
গণতন্ত্রের সংজ্ঞা এখন
উল্টে গেছে বুঝি
‘দল বাঁচলে পর দেশটা বাঁচবে’
এমন কথা খুঁজি।
‘ডেমোক্রাসি ফর দা পিপল’
চর্চ্চা এখন নাই
‘নেতার জন্য গণতন্ত্র’
দেখতে পাচ্ছি তাই।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
সুমন কর বলেছেন: নেতার জন্য গণতন্ত্র’
দেখতে পাচ্ছি তাই।
সুন্দর।
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
তুষার কাব্য বলেছেন: ‘ডেমোক্রাসি ফর দা পিপল’
চর্চ্চা এখন নাই
‘নেতার জন্য গণতন্ত্র’
দেখতে পাচ্ছি তাই।
দারুন বলেছেন ভাই।এমনটাই দেখা যায় এখন !!
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার কাব্য। শুভেচ্ছা রইল।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
জাতির পড়ালেখার লেভেল অনুসারে দেশ চলছে।
ড: এমাজুদ্দিন যদি আব্বাসকে সাপোর্ট করে, বাকীদের কি দোষ দেবেন?
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। কারো দোষ ধরা যাবে না সবাই ভাল মানুষ। শুভেচ্ছা রইল।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪
হাসান মাহবুব বলেছেন: প্রথম প্লাস। আপনার ছড়ার হাত খুব ভালো।
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১
প্রামানিক বলেছেন: মন্তব্য করেছেনঃ --
আরণ্যক রাখালঃ বলেছেন: কি আর করার আছে- মেনে নিতেই হবে
ভাল লেগেছে ছড়া
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। কি আর করা। বাধ্য হয়েই মানতে হচ্ছে।
মন্তব্য করেছেনঃ --
এম এ কাশেম বলেছেন: ‘ডেমোক্রাসি ফর দা পিপল’
চর্চ্চা এখন নাই
‘ডেমোক্রাসি ফর দা লিডার’
চালু এখন তাই।
লেখক বলেছেন: সুন্দর কথা বলেছেন কাশেম ভাই। খুব ভাল লাগল। খুশি হলাম। ধন্যবাদ।