নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
কি শান্তি! যানজট নাই, বায়ু দুষণ নাই, মানুষের ধাক্কাধাক্কি নাই, হকারের চিল্লাচিল্লি নাই পুরাই ফাঁকা, আহা কি সুন্দর ঢাকা!!
**** ২৮ এপ্রিল ২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন-এর দিন দুপুর ১২টার চিত্র। পুরানা পল্টন, দৈনিক বাংলা, গুলিস্থান ও পীর ইয়েমেনী মার্কেট এলাকা ****
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। শুভেচ্ছা রইল।
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২
িবষন্নতা বলেছেন: ৬০-৭০ দশকের ঢাকার মতো লাগছে। আহা কি শান্তি। এমন যদি সবসময় হতো।
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: সত্যিই বলেছেন। ঢাকা ফাঁকা হওয়া মানেই ইচ্ছে মত ঘুরে বেড়ানো যায়।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোস্টের লিংক আপনার প্রথম পোস্টে সংযুক্ত করে দিন। অথবা পোস্টটি পরে আবার রিপোস্ট করুন। একজন ব্লগারের একটি পোস্ট নির্বাচিত থাকা অবস্থায় যদি তিনি অন্য আরো একটি ভালো পোস্ট প্রকাশ করেন, তাহলে তাকে নির্বাচিত পাতায় নেয়ার সুযোগ থাকে না। এতে পাঠকরা ভালো একটা লেখায় মতামত প্রদান থেকে বঞ্চিত হন।
এই ছবিগুলো হয়ত একসময় ইতিহাসের অমূল্য নির্দশন হবে। তাই সম্ভব হলে ছবির সাথে সাথে কিছু বর্ণনাও যুক্ত করে দিন।
ধন্যবাদ। শুভ সকাল।
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাল্পনিক ভাল বাসা। আপনার মন্তব্যে অনেক খুশি হলাম। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন আজ ঢাকায়!!!!!
শুভেচ্ছা প্রামানিক ভাই, ছবিগুলো কিন্তু চমতকার হয়েছে!!!