নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মুরগী চোরের প্রশ্ন

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯


শহীদুল ইসলাম প্রামানিক

মুরগী চোর ধরা পরেছে
রক্ষা নাই তো আর
সবাই মিলে ওই চোরকে
দিল ভীষণ মার।

মার খেয়ে সেই মুরগী চোরে
কাঁদতে কাঁদতে কয়
এই সমাজে চুরির বিচার
কেমনে এটা হয়?

ছোট্ট একটি মুরগীর বাচ্চা
করেছিলাম চুরি
তাতেই তোমরা ঘাড়টা ধরে
দিলে লাত্থিগুরি।

কিন্তু যারা এই সমাজের
অনেক বড় চোর
দেশের সম্পদ লোপাট করে
কোটি টাকা খোর।

চুরি করার পরেও কেন
উপর তলায় থাকে
চোর নামেতে কখনও কি
ডাকতে পারো তাকে?

কিংবা কভু কানটা ধরে
দিয়ে লাত্থিগুরি
জিজ্ঞেস করতে পারো তারে
কেন করলি চুরি?

তাই তো আমার প্রশ্ন রইল
সবার কাছে ভাই
মুরগী চোরের কঠিন শাস্তি
বড়দের ক্যান নাই?

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:

চোরেরা বাংলাদেশ দখল করে ফেলেছে; মুক্ট করতে হবে আবার; ১৯৭১ সালের বুড়োদের ডাকতে হবে!

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভেচ্ছা রইল।

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

এম এ কাশেম বলেছেন: তাই তো আমার প্রশ্ন রইল
সবার কাছে ভাই
মুরগী চোরের কঠিন শাস্তি
ভোট চুরির ক্যান নাই?

ভোট চুরির পর এখন বুঝি
মুরগী চুরির খাতায় নাম লেখালেন?

শুভেচ্ছা শহীদ ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২০

প্রামানিক বলেছেন: হু কাশেম ভাই কি আর করা। শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

সোহেল আহমেদ পরান বলেছেন: খুব সুন্দর

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পরান। শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬

আফরান মোল্লা বলেছেন: :) :)

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আফরান মোল্লা। শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: জনগণের মুখের ভাষা বন্দুকের নলে বন্দি,
তাইতো বড় চোরের সাথে করেছি আমরা সন্ধি।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আংশিক ভগ্নাংশ জামান। শুভেচ্ছা রইল।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছড়া । মজা লেগেছে । বাস্তবিক ।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। শুভেচ্ছা রইল।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬

ভাবুক বিড়াল বলেছেন: ছড়া ভালু হয়েছে, মুরগী আমার ভালু লাগে

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভাবুক বিড়াল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: +++

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহমুদ। শুভেচ্ছা রইল।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: হাসান মাহমুদ না।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: হাসান মাহমুদ না।

ধন্যবাদ;

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: হাসান মাহমুদ না।

বুঝেছি হাসান মাহবুব হবে।

ধন্যবাদ

১০| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভেচ্ছা রইল।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.