নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আজব দেশের মানুষগুলোর
জংগলে দিন কাটে
গরু ছাগল তোষক পেতে
ঘুমায় নাকি খাটে।
রাম ছাগলে কথা বলে
মানুষ থাকে বোবা
গাধাগুলো চালাক চতুর
শিয়াল হাবাগোবা।
হরিণ নাকি মাংস চাটে
বাঘে চাটে ঘাস
কুমির থাকে গাছের ডালে
হাতীর জলে বাস।
চুপচাপ থাকে মশামাছি
ইঁদুর করে গান
ব্যাঙের ভয়ে পালায় সাপে
চিকায় ধরে কান।
পাখিরা সব সাঁতার কাটে
কচ্ছপ নাকি উড়ে
সব প্রাণীর উল্টা চলন
সারা রাজ্য জুড়ে।
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নু্র ইসলাম রফিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:৩৩
এম এম করিম বলেছেন: বাঃ, বেশ ভাল লাগল।
++
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এম করিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছড়া। অবশ্য বিষয়বস্তুটি পুরোনো।
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল। জি ভাই বিষয়টি পুরোনো।
৪| ০২ রা মে, ২০১৫ বিকাল ৩:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ছড়া!! বহু দেশ ঘুরলাম! এমন দেশ পেলে ঘুরে আসতাম
০২ রা মে, ২০১৫ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা, এমন দেশ আমাদের কাছেই আছে। একটু চিন্তা করলেই পাবেন।
৫| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা অতিশয় ভাগ্যবান! না দুর্ভাগা!!!
সেই রাজত্বের অধিবাসীরা কি বলবে????
দারুন লিখেছেন। হিরক রাজা আর মগের মুল্লুক ছাড়িয়ে গেল পরে এই রাজ্যের দেখা মেলে!!!!
০২ রা মে, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন:
( হিরক রাজা আর মগের মুল্লুক ছাড়িয়ে গেল পরে এই রাজ্যের দেখা মেলে!!!! )
চমৎকার কথা বলেছেন। ধন্যবদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
সুন্দর ছড়া
০২ রা মে, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:২৯
ভ্রমরের ডানা বলেছেন: হাসতে হাসতে পেটে খিল ধরে গেল প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: উল্ট রাজার উল্ট দেশের কান্ড গুলি খুব সুন্দর উঠে এসেছে।
অনেক ভালো লাগলো.........।