নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
মাতাল ড্রাইভার আরিচা থেকে
ঢাকার দিকে এসে
ব্রীজ ভেঙে পড়ল নিচে
মানিক গঞ্জের শেষে।
থানার পুলিশ ধরল তারে
করল জেরা শুরু
প্রশ্ন শুনে মাতাল বক্ষ
কাঁপছে দুরু দুরু।
বলছে মাতাল, কি বলব স্যার
বাস ছিল যে বায়ে
টেম্পু, রিক্সা সাইড দিয়েছে
মানুষ হাঁটছে পায়ে।
সব কিছুকে সাইড দিয়ে
সামনের দিকে যাচ্ছি
হঠাৎ করে ব্রীজ এলো
কি করবো তাই ভাবছি।
ব্রীজটাকে সাইড দিয়ে
ডাইনে গেছি যেই
তার পরেতে কি হয়েছে
আরতো মনে নেই।
মাতাল থাকায় ওই সময়ে
হুশ ছিল না স্যার
এখন দেখি হাসপাতালে
ভাঙা দেহের হাড়।
০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। শুভেচ্ছা রইল।
২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: মজার !
০৫ ই মে, ২০১৫ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
৩| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:৫৬
আমি সৈকত বলছি বলেছেন: মজার একটি ছন্দ বদ্ধ কবিতা।
বেশ লাগলো......
শুভ কামনা এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম
০৫ ই মে, ২০১৫ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সৈকত। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:১২
বটের ফল বলেছেন:
নতুন নতুন আরো চাই। +++++
০৫ ই মে, ২০১৫ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বটের ফল। চেষ্টা করবো। শুভেচ্ছা রইল।
৫| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:৫৩
হাসান মাহবুব বলেছেন: কৌতুককে কবিতায় রূপান্তর করাটা বেশ ভালো হয়েছে।
০৫ ই মে, ২০১৫ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
৬| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! হা!
কৌতুবিতা হেব্বি লেগেছে।
০৫ ই মে, ২০১৫ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইল।
৭| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৩
ঘনায়মান মেঘ বলেছেন: হাস্য কবিতা খুব ভাল লেগেছে…
ভাল থাকুন সবসময়…
০৫ ই মে, ২০১৫ রাত ১০:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঘনায়মান মেঘ। শুভেচ্ছা রইল।
৮| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
টপ
০৬ ই মে, ২০১৫ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভেচ্ছা রইল।
৯| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:৩০
অর্বাচীন পথিক বলেছেন:
খুব মজা পাইলাম
প্রামািনক ভাই
১১ ই মে, ২০১৫ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:২৫
জেন রসি বলেছেন: বাহ! মজার!
ভালো লেগেছে