নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জন্মের পরেই ঋণের বোঝা

০৫ ই মে, ২০১৫ রাত ১১:১২


শহীদুল ইসলাম প্রামানিক

প্রত্যেক শিশু জন্ম নিচ্ছে
ঋনের বোঝা  নিয়ে
দেশের সকল দায় দেনা যে
পড়ছে ঘাড়ে গিয়ে।

জন্মের আগে যে শিশুরা
খায়নি খাবার কিছু
তারপরেতেও ঋণের বোঝা
পরলো মাথা পিছু।

ভোগ বিলাসে থাকলো যারা
তাদের ভোগের ঋণ
আতুর ঘরেই সব শিশুদের
বাড়ছে প্রতিদিন।

সুখের ভাগী না হতে রে
ঋণের ভাগী হলো?
বিনা কারণেই জন্ম নিয়ে
ঋণের বোঝায় ম’লো।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমকপদ , সত্য কথা উটে এল কবিতায় ।

০৫ ই মে, ২০১৫ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পরিবেশ বন্ধু। শুভেচ্ছা রইল।

২| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর একটা বিষয়ের উপর ছড়া লিখেছেন।

আসলে ড: এমাজুদ্দি, ড: আলী আকবর, ড: বদিউল আলম, ড: কামাল এটার জন্য বিপ্লব করার কথা; কিন্তু ওগুলো পশ্চিমের প্রভুভক্ত পালিত।

বাংলাদেশ ২৭ বিলিয়ন ঋণ নিয়েছে; সম পরিমান টাকা চুরি হয়ে গেছে; ঢাকার অর্ধেক বাড়ী সেই টাকায় উঠেছে; সেই টাকা চুরি হওয়ায় আজ ২৫ বছর গড়ে ৭০ লাখ বাংগালীকে আরবে ও মালয়েশিয়ারয় ক্রীতদাস হয়ে রুটি যোগাড় করতে হচ্ছে।

০৫ ই মে, ২০১৫ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী। ভয়াবহ একটি তথ্য দেয়ার জন্য শুভেচ্ছা রইল।

৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: +++

০৬ ই মে, ২০১৫ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসাব মাহবুব। শুভেচ্ছা রইল।

৪| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪১

কাবিল বলেছেন: অনেক ভাল লাগল ভাই।

০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভ্চেছা রইল।

৫| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:৪০

জুন বলেছেন: জন্মের আগে যে শিশুরা
খায়নি খাবার চায়নি কিছু
তারপরেতেও ঋণের বোঝা
পরলো গিয়ে মাথা পিছু।


সত্যি বলেছেন ভাই ।
+

০৮ ই মে, ২০১৫ রাত ২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগছে আপনার কবিতাগুলো । সুন্দর +

০৮ ই মে, ২০১৫ রাত ২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভ্চেছা রইল।

৭| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লিখেছেন।

০৮ ই মে, ২০১৫ রাত ২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রফেসর শঙ্কু। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.