নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মফিজ গাড়ি

১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫১


শহীদুল ইসলাম প্রামানিক

মফিজ ভাইদের মফিজ গাড়ি
অনেক রাতে ছাড়ে
রংপুর যেতে সারা রাস্তায়
থামে বারে বারে।

সিট খালি নাই তারপরেতেও
বলবে খালি খালি
বাসের ভিতর চ্যাপ্টা হয়ে
যাত্রীরা দেয় গালি।

যাত্রী পেলেই খামছা দিয়ে
বাসের ভিতর তোলে
সারা রাস্তায় রডটা ধরে
বাদুর ঝোলা ঝোলে।

গাড়ি তো নয় মানুষ ভরার
যেন পাটের গাইট
ঘাড় বাজিয়ে ধাক্কা দিয়ে
আরোও করে টাইট।

হঠাৎ হঠাৎ ব্রেক কষাতে
হুড়মুড় করে পড়ে
জোয়ান মানুষ আধামরা হয়
বুড়ো মরে মরে।

ছাদের উপরও তুলবে মানুষ
শতেক যাত্রীর মত
যাত্রীর সংখ্যা বাড়লে পরে
বাঁধবে রশি তত।

কেউবা থাকে ছাদটা ধরে
কেউবা রশি ধরে
হঠাৎ করে ধাক্কা খেলেই
অর্ধেক যায় পরে।

মফিজ গাড়ি মফিজ নিয়মে
যাত্রী ভরার পর
রাত বারোটায় ছাড়বে ঢাকা
চলবে রাত্রীভর।

ভাড়া কিন্তু খুব বেশি নয়
মাত্র চল্লিশ টাকা
ইচ্ছে করলে মফিজ গাড়িতে
আসতে পারেন ঢাকা।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: অবশেষে পোষ্ট হলো। সঞ্চালককে ধন্যবাদ

২| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: মাত্র চল্লিশ টাকায় রংপুর থেকে ঢাকায় চলে আসা যায়?

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: এখনও চল্লিশ টাকায় মফিজ গাড়িতে ছাদের উপর যাওয়া যায়। ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

৩| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:২২

নাসরীন খান বলেছেন: +

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল।

৪| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর হয়েছে...

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: ভাই বংশী নদীর পাড়ে, অনেক দিন পরে আপনার দেখা পেলাম। কেমন আছেন?

৫| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০৮

কাবিল বলেছেন: ভাল লাগল কবিতা।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাবিল, শুভেচ্ছা রইল।

৬| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । চমৎকার মজার ছড়া ।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২৪

বংশী নদীর পাড়ে বলেছেন: প্রামানিক ভাই, ধন্যবাদ। আমি আপনাদের আশীর্বাদে ভালই আছি। আসলে ব্লগে আগের মতো ততটা আসা হয় না। আমি ফেইজবুকেই নিয়মিত আছি। ওখানে আমাকে পাবেন নিয়মিত। ধন্যবাদ বংশীর খোজখবর নেয়ার জন্য। ভাল থাকবেন।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪

প্রামানিক বলেছেন: ভাই, আপনি মমতাজের মধু মেলার ছবির উপরে মন্তব্য করেছিলেন সেটা এখনো আমি ভুলি নাই। আপনার বাড়ি যে বংশী নদীর পাড়ে এটা আমার মনে আছে। আপনি যেখানেই থাকেন ভাল থাকেন সুস্থ্য থাকেন এই কামনা করি।

৮| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:১৪

সুমন কর বলেছেন: চমৎকার

১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, শুভ্চেছা রইল।

৯| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জাকারিয়া জামান তানভীর বলেছেন: দারুন B-)

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তানভীর। শুভেচ্ছা রইল।

১০| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //হঠাৎ হঠাৎ ব্রেক কষাতে
হুড়মুড় করে পড়ে
জোয়ান মানুষ আধামরা হয়
বুড়ো মরে মরে।//


হাহাহা! প্রামাণিক ভাই, দারুণ! যথারীতি সুন্দর এবং ছন্দোময়।

১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। শুভেচ্ছা রইল।

১১| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯

শামছুল ইসলাম বলেছেন: যাত্রী পেলেই খামছা দিয়ে
বাসের ভিতর তোলে
সারা রাস্তায় রডটা ধরে
বাদুর ঝোলা ঝোলে।

ছন্দময় মজার ছড়া, ভাল লেগেছে!!

১৫ ই মে, ২০১৫ রাত ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভেচ্ছা রইল।

১২| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৭

বিদগ্ধ বলেছেন: ছন্দোময় মজার ছড়া। ধন্যবাদ!

১৫ ই মে, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ। শুভেচ্ছা রইল।

১৩| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫২

হামিদ আহসান বলেছেন: হা হা হা .....

১৫ ই মে, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই । শুভেচ্ছা রইল।

১৪| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ছড়া গুলো সবসময়ই মজার হয়। এটাও ব্যতিক্রম না।

১৫ ই মে, ২০১৫ রাত ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.