নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অভিনব প্রতারণা এবং ধন্যবাদ ব্লগার অর্বাচীন পথিক

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১


শহীদুল ইসলাম প্রামানিক

আজ দুপুরে বাজারে গিয়েছি। আমার মোবাইলে হঠাৎ একটা ফোন এলো। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে বিনয়ের সুরে এক লোক বলল, ভাই আপনার মোবাইলে আমার দোকানের ছেলেটা ভুল করে ১০০০/- টাকা পাঠিয়েছে দয়া করে যদি টাকাটা আমার নাম্বারে বিকাশ করে পাঠান তাহলে খুব উপকার হতো। আমি খুব গরীব মানুষ, এইটার উপর আমার সংসার চলে।
আমি বললাম, আপনার নাম কী?
সাথে সাথে সে তার নাম এবং বাবার নাম বলল, বাজারের সোরগোলের কারণে নামটা পুরোপুরি শুনতে পাইনি।
বললাম, ভাই, আমি পাঠাবো কি আপনে এসে টাকাটা নিয়ে যান, আমি ঢাকায় আছি।
সে বলল, আমি তো ঢাকার বাইরে।
জিজ্ঞেস করলাম, আপনার দোকান কোথায়?
বলল, আমার দোকান তো কুষ্টিয়ায়।
প্রথমে আমি তার কান্নাকাটি শুনে বিশ্বাস করেছিলাম। পরক্ষণেই আমাদের ব্লগার বোন অর্বচীন পথিকের একটি পোষ্টের কথা মনে পড়ল। সেই পোষ্টে তার এক ছোট ভাই এইরকম প্রতারণার ফাঁদে পড়ে ২৩৫০/- টাকা ধরা খেয়েছে।
ঘটনাটি মনে পড়তেই আমি পরীক্ষা করার জন্য বললাম, ভাই আপনি তাহলে এক কাজ করেন, এখনই টাকাটা পেয়ে যাবেন, আপনি একটু কুষ্টিয়া থানায় যান, সেখানে আমার ছোট ভাই দারোগা, তাকে আমি টেলিফোনে বলে দিচ্ছি আপনি গেলেই টাকাটা দিয়ে দিবে।
থানার কথা শুনেই লোকটি বলল, ভাই, আমার আত্মীয় অসুস্থ্য আমার টাকার খু্ব জরুরী দরকার, আর আপনি আমাকে থানায় পাঠাচ্ছেন।
আমার তখন মেজাজ বিগড়ে গেল, গাল দিয়ে বললাম, এই হারামজাদা, এই রকম প্রতারণার ব্যবসা কবে থেকে শুরু করছোস।
গাল দিয়ে কথা বলার সাথে সাথেই অপর প্রান্ত থেকে টেলিফোন কেটে দিল।

অফিসে এসে ঘটনাটা বলতেই আমার এক কলিগ বলল, প্রামানিক ভাই, আমারেও তো দুপুরে টেলিফোন দিয়েছিল এক ব্যক্তি, খুব কান্নাকাটি করল, তার নাকি একহাজার টাকা আমার মোবাইলে ভুলে এসেছে কিন্তু মোবাইল চেক করে নতুন কোন ব্যালেন্স পেলাম না সেই জন্য টাকা পাঠাই নাই।

খানিক পরেই শুনি আমাদের এক সিনিয়র কলিগ অলরেডি একহাজার টাকা পাঠিয়ে হায় হায় করতেছে।

প্রতারণার খপ্পর থেকে রেহাই পাওয়ার জন্য ধন্যবাদ জানাই ব্লগার অর্বাচীন পথিককে। সে যদি ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০ মিনিটে "প্রতারণার তালিকায় আর একটা নাম নতুন সংযোজন হল "বিকাশ"" শিরোনামে পোষ্টটা না দিত তাহলে হয়তো আজকে আমিও প্রতারিত হতাম।

বিঃদ্রঃ কিছু প্রতারক এই প্রতারণায় নেমেছে। এই বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

ধন্যবাদ জানাই ব্লগার অর্বাচীন পথিককে

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা রইল।

২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাদের দু'জনকেই!! এদের ফাদে যেন না আটকে যাই।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অল্পের তেকে প্রতারণার হাত থেকে রেহাই পেয়েছি। এরজন্য অর্বচাচীন পথিক ওরফে আরিফাকে ধন্যবাদ জানাই।

৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: এই প্রতারণার কথা আগে জানতাম না ।ভাই ধন্যবাদ পোষ্টের জন্য।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। সবাই সতর্ক থাকেন এরা যে কারো সাথেই প্রতারণা করতে পারে।

৪| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

গোধুলী রঙ বলেছেন: বঙ্গদেশের আজব মানুষ, ঠকাইতে যেমন ওস্তাদ ঠকতেও তেমন ভালোবাসে। চারিদিকে এত এত প্রতারনার কথা শুনবে তাও এই হাভাতে বাঙালের হুশ হবে না, হইলে জ্বীনের বাদশাও আজকাল এইদেশে না থেকে গ্রিনল্যান্ডে গিয়া বরফের ভিতরে আত্মহত্যা করতো।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: বাংলার মানুষের হৃদয় দুর্বল, কেউ কান্নাকাটি করলে অল্পতেই সব দুর্বল হয়ে যায়, তখন তাদের কান্নাকাটি প্রতারণা হলেও মানুস সাহয্য করে। এ কারণেই মানুষ প্রতারিত হয়। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

আমির হোসেন বলেছেন: প্রতারক থেকে সব সময় সাবধান থাকুন।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: সাবধান থাকার কারণেই তো আজ আমি রেহাই পেয়েছি। ধন্যবাদ

৬| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০২

অর্বাচীন পথিক বলেছেন: জেনে খুব খুশি হলাম আপনি প্রতারকের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। আমার পোস্ট টা তাহলে সত্যি উপকার দিয়েছে।

অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
সাবধানে থাকুন :)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরিফা। আমি সবাইকে ঐ পোষ্টের কথাই বলেছি। ঐ পোষ্টটা না পড়লে আমিও হয়তো ঠকে যেতাম।

৭| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

ব্লগার মাসুদ বলেছেন: সতর্কমূলক পোস্ট ।
সবাইকে সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ ভাই ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগার মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

আজাদ মোল্লা বলেছেন: অনেক সাবধানে থাকতে হবে ভাই ,
নয়লে আর রক্ষা নাই ।

সাবধান সাবধান চিটার বাটপার থেকে ।
ভালো পোস্ট ভাই ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: সব ডিজিটাল চিটার বাটপার। ধন্যবাদ ভাই আজাদ মোল্লা।

৯| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


নতুন বুদ্ধি বের করতে হবে, এগুলো তেমন কাজ দিচ্ছে না!

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: কি বুদ্ধি বের করবেন ভাই? আগেই একটু আওয়াজ দিয়েন।

১০| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, অর্বাচিন সাহেবের ভাগটা পার্টনাররা দেয়া বন্ধ করেছে!

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: না ভাই ভাগের জন্য নয়, তার এক ছোটভাই প্রতারিত হয়েছিল। সেই কারণে মনের দুখে পোষ্ট লিখেছিল। ঐ পোষ্টের কারণেই আমি সতর্ক হয়েছিলাম। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

১১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

শায়মা বলেছেন: আমার কাছে কোনোদিন কেউ ফোন করে টাকা চাইনি।:)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: তাইলে তো সৌভাগ্যের কথা। ধন্যবাদ বোন শায়মা।

১২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: যাক, বেঁচে গেলেন...... B-)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই সুমন কর। আজ প্রতারনার হাত থেকে বেঁচেই গেলাম।

১৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

আমি মিন্টু বলেছেন: প্রামানিক ভাই বেঁচে যাওয়া উপলক্ষে পোস্ট স্টিকি করা হোক । :)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: আসলেই এরকম পোষ্ট স্টিকি করা দরকার যাতে সবাই সতর্ক হতে পারে।

১৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জানা থাকলো । ধন্যবাদ । ভবিষ্যতে কাজে লাগবে । আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না; ব্যালেন্স চেক না করে একজনের (প্রতারকের) কথায় মানুষ কেন টাকা পাঠিয়ে দেয়?

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: এর কারণ হলো অনেকেই জানে না মোবাইল মেসেজ ফেইক হতে পারে। মেসেজ দেখে এবং টেলিফোনে কান্দাকাটি শুনে অনেকে চেক করার কথা ভুলে যায়। অথবা চেক করতে জানে না। এসব পরীক্ষা না করেই মোবাইলে অনুরোধ শুনে টাকা পাঠিয়ে দেয়। ধন্যবাদ

১৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:২০

অর্বাচীন পথিক বলেছেন: আবার ও এই পোস্টা দিলাম প্রামানিক ভাই

http://www.somewhereinblog.net/blog/Ahsnan/30060668

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৪

প্রামানিক বলেছেন: আমি দেখে আসলাম এবং মন্তব্যও করেছি। ধন্যবাদ

১৬| ১১ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: জানা থাকলো । ধন্যবাদ । ভবিষ্যতে কাজে লাগবে । আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না; ব্যালেন্স চেক না করে একজনের (প্রতারকের) কথায় মানুষ কেন টাকা পাঠিয়ে দেয়?
আমারো একি কথা,চারিদিকে এতো প্রতারনার খবর যখন শুনা যাছে তখন কষ্ট করে ব্যালেন্স চেক করলেই তো সহজেই নিশ্চিত হওয়া যায়।
প্রামানিক ভাইয়ের কৌশলটা অভিনব।ব্যপক লেগেছে।
আমার বেলায় ঘটলে ঠিক তাই করব
ভালো কথা আপনার নাম্বারে ভুল করিয়া ১০০০টাকা পাঠাইয়াছি,রিটার্ন করিলে কৃতজ্ঞ থাকিব
হা হা হা

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই। আপনি রসিকতার মাধ্যমে চমৎকার কথা বলেছেন। ব্যালেন্স চেক না করে টাকা পাঠায় কেন? অনেক সময় তাদের টেলিফোনে কান্নাকাটি দেখলে ব্যালেন্স চেক করার কথা মনেই থাকে না। কান্নাকাটি আর মেসেজ দেখেই টাকা পাটিয়ে দিয়ে পরে হায় হায় করে।
টাকা রিটার্নের দরকার নাই এমনিই না হয় ১০০টাকা পাঠিয়ে দিব। ধন্যবাদ

১৭| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

অগ্নি সারথি বলেছেন: কখনো এদের খপ্পরে পরি নাই তবে জানানোর জন্য ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। আপনার ভাগ্য ভালো তাই প্রতারকের খপ্পরে পড়েন নাই। পড়লেই বিপদ।

১৮| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭

জাহিদ ২০১০ বলেছেন: আমি কয়েকদিন আগে একটা মোবাইল নাম্বার থেকে একটা মেসেজ পাইলাম ১০ টাকায় ৫০০ এমবি ফ্রি। তখনই সন্দেহ হলো তাই দিলাম ঐ নাম্বারে কল। বেটা কয় তার এই নাম্বারে ১০ টাকা ফ্লেক্সি করলেই নাকি ৫০০ এমবি ফ্রি পাওয়া যাবে। অনেক গালাগালি করলাম শালারে

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: আপনার ঘটনা জেনে আরেকটু সতর্ক হলাম। মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

১৯| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ১০ হাজার গেছে , অনেক দেন দরবার করে রিফানড করতে পেরেছি ।
একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

প্রামানিক বলেছেন: প্রতারকরে আপনি চিনলেন কেমনে? যাক আপনি তাও রিফান্ড করতে পেরেছেন। শুণে খুশি হলাম। ধন্যবাদ

২০| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

সাইলেন্স বলেছেন: "ভাই আপনার মোবাইলে আমার দোকানের ছেলেটা ভুল করে ১০০০/- টাকা পাঠিয়েছে"

আমি অবশ্যই টাকাটা ফেরত দিতাম যদি টাকা টা আমার মোবাইলের একাউন্ট এ জমা হত।
ফ্লেক্সিলোড বা এ ধরনের রিচার্যের সময় এস, এম , এস পাঠিয়ে কোম্পানী গুলো আপনাকে নিশ্চিত করে যে আপনার একাউন্টে টাকা জমা হয়েছে।

তাই কেউ যদি এমন দাবি করে আপনি আপনার ব্যালেন্স দেখলেই বুঝতে পারবেন সে সত্য না মিথ্যা বলছে।

ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: ভাই সরলতার কারণে অনেকে ব্যালেন্স চেক করে দেখে না তখনই এই সমস্যা হয়। ধন্যবাদ

২১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: কমনসেন্স থাকা খুব জরুরী।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: সেন্স যখন থাকে তখন তো আর প্রতারিত হয় না যখন কমনসেন্স থাকে না তখনই প্রতারিত হয়। ধন্যবাদ

২২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

অশ্রুত প্রহর বলেছেন: আসলেই ভয়ানক বেপার। কিন্তু সবচেয়ে ভয়ানক বেপার হল যদি কেউ ফোন করে বলে , আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যিনি লটারি জিতে গিয়েছেন। :P :D

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: ডিজিটাল প্রতারণার আরো অনেক কাহিনী কানে আসতেছে। শুনে থ হয়ে যাচ্ছি। ধন্যবাদ

২৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

ফয়েজুল হাসান বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: কমনসেন্স থাকা খুব জরুরী।
আপনার সাথে আমি একমত। যাদের কমনসেন্স কম তাদের ধাক্কা খেয়ে পাক্কা হওয়া দরকার। টাকা কি গাছে ধরে কান্নাকাটি করে চাইলো আর কিছু যাচাই না করে দিয়ে দিলাম!

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: যাদের কমনসেন্স কম তাদের ধাক্কা খেয়ে পাক্কা হওয়া দরকার।
ধাক্কা খাওয়ার আগেই মানুষ যাতে পাক্কা হয় তার জন্য ঘটনাটা সবাইকে জানিয়ে দিন তাহলে আর কেউ ধাক্কা খাবে না বরঞ্চ প্রতারকরাই ধাক্কা খাবে। ধন্যবাদ

২৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন:
অর্বাচিন আপু পোষ্ট পরে সতর্ক হওয়ার কথা ভাবছিলাম, আপনার পোষ্ট পড়ে ডাবল এলার্ট জারি করে রাখলাম

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ডাবল এলার্ট হওয়ার জন্য ধন্যবাদ।

২৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এক হাজার টাকা সেফ হলো, ৫০০ টাকা খাওয়ান।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ৫০০ টাকা না ১০০০ টাকাই আমি আপনারে খাওয়ামু আপনি সকালেই আমার বাসায় চইলা আইসেন।

২৬| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

মনুমনু বলেছেন: ফয়েজুল হাসান বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: কমনসেন্স থাকা খুব জরুরী।

াাআমি অন্যভাবে বলতে চাই-- আমার দেশের মানুষের মাঝে এখনও অন্যের জন্য মায়া রয়েছে। এই মায়া'র সৎগুনকে ভাংগার বা দূর করার কৌশল এগুলো। একটু হাইথট হয়ে নাকি !!!

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মনুমনু। আপনি চমৎকার বক্তব্য তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.