নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

এ কেমন ভুল?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪


শহীদুল ইসলাম প্রামানিক

কাট-কপি-পেস্ট করে
প্রথম আলো ভুলেতে
লেখা পড়ে পাঠক সমাজ
হাত বুলায় চুলেতে।

স্বর্গেতে প্রেসিডেন্ট
তার বাণী এলো ভাই
খালেদা জিয়ার নামটাও
সাথে সাথে এলো তাই।

ভুল দেখে চুল ছিঁড়ে
কত মানুষ হাসছে
কত মানুষ খুশি হয়ে
মিছামিছি কাশছে।

এত বড় ভুল তারা
কি করে যে করল
গুরুর শিষ্য ব্লগার
সেই ভুলটা ধরল।

মতিঝিল
সকাল ১১টা ২০মিঃ
০৫-০৯-২০১৫ইং

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

কাবিল বলেছেন: কাট-কপি-পেস্ট করেছে ঠিকই, কিন্তু এডিট করতে ভুলে গিয়েছেন চায়ে চিনি কম অথবা বেশি হয়েছিল ওইদিকে নজর দিতে গিয়ে।
ভুলতো মানুষই করে আপাতত ক্ষমা করেদিন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: কাবিল ভাই, ক্ষমা আমি আগেই করে দিয়েছি। এই ভুল আমারো হয়।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

S.M. SHAIN ALAM বলেছেন: মজার তো....!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহিন আলম। শুভেচ্ছা রইল।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

লালপরী বলেছেন: কপি পেস্ট করলে এমনই হয় ভাই B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: ভুল বশতঃ তাই হয়েছে। ধন্যবাদ

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: মজা হিসেবে নিলে বলতে পারি, ভদ্রলোক বেহেস্ত হতে বাণী দিয়েছেন । আর যদি সিরিয়াসলি বলি, প্রথম অালোর কলাকুশলীরা কি গাঁজা খায়? দেশের বহুল প্রচলিত, শ্রেষ্ঠ দৈনিকের এমন একটা ভুল কেন কারো চোখে পড়লোনা?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ভাই সাংবাদিকরা অনেক সময় পুরানা নিউজ থেকে নিউজ করে এটাও তাই হইছে। ভুল বশতঃ কারেকশন করতে ভুলে গেছে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

আরণ্যক রাখাল বলেছেন: কাহিনী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ভুল কাহিনী।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

উর্বি বলেছেন: বেচারা মইর‍্যা ও মতি আলু র হাত থেকে রেহাই পাইলো না :v

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: মতি আলুর সাংবাদিক আরাম করতে গিয়া বেচারারে নিউজে নামায়া আনছে।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতায় +++

আর প্রথম আলো'র এই ভুল প্রসঙ্গে বলব, একটি দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে এমন ভুল কোন মতেই মেনে নেয়া যায় না। কপি-পেস্ট টাইপ লেখাই যেখানে অগ্রহণযোগ্য একটি প্রথম সারির দৈনিক পত্রিকার জন্য, সেখানে তা করতে গিয়ে এমন ভুল!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: সাংবাদিক একটু বেশি আরাম করতে গেছিল সেইজন্য এই দশা। এইটা প্রেসিড্ন্টে জিল্লুর রহমান মরার আগের নিউজ সেইটা কাট কপি করতে গিয়া এই অবস্থা হইছে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: একটি দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে এমন ভুল কোন মতেই মেনে নেয়া যায় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ভাই ক্ষমা কইরা দেন নইলে বেচারার চাকরী থাকবো না। ভুল তো করছে মনের অজান্তেই।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছড়া ভালো লেগেছে। তবে ভুলটুকুতে নিজেই লজ্জা পেলাম। সবার সব ভুল মানায় না।

শুভেচ্ছা জানবেন, প্রিয় ছড়াকার :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: মইনুল ভাই আপনি থাকেন কই? দেখা যায় না কেন?

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: কিছুই বলবো না, শুধু মেনে নেওয়া ছাড়া।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: কিছু করারো নাই। কাজেই মেনে নিতেই হবে। ধন্যবাদ

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কপি পেষ্ট বাণী এলো
জন্মাষ্টমীতে,
স্বর্গের প্রেসিডেন্ট
নেমে এলো ভূমিতে।
বালখিল ভুলচুক
কি করে যে হলো !!!
ফাঁপরের শেষ নেই
হায় প্রথম আলো......

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ ছন্দ জবাব। ধন্যবাদ

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

সাহসী সন্তান বলেছেন: আমার একটা গান গাইবার বড্ড শখ উঠছে.........(ভুল সবই ভুল..........)!

সম্ভাবত প্রথম আলো পত্রিকা এইটা আগের কোন লেখা থেকে কপি করছিল, কিন্তু এডিট করার সময় সেটা আর খেয়াল করেনি! তবে এগুলো যে মানুষ খুব একটা আগ্রহ নিয়ে দেখে না তার একটা প্রমাণ পেলাম আমার অফিসেই। গতকাল আমিই সর্ব প্রথম এই ভুলটা বের করে দেখিয়েছিলাম আমার অফিসের সবাই কে। অবশ্য তার ক্রেডিট আমার একার না। আপনার ও আছে। কারন আমিতো জানছি আপনার এই পোস্টটা পড়েই।

তবে আজকের পত্রিকা দেখলে বোঝা যবে প্রথম আলোর কাছেও এই ভুলটা ধরা পড়েছে কিনা। কারন অন্তত জাতীর কাছেতো তাদের ক্ষমা চাইতেই হবে!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ভুলটা তারা সেদিনেই অনলাইনে কারেকশন করেছে। প্রিন্ট কপিতে ধরা খেয়েছে। ধন্যবাদ

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা দায়িত্বশীল জাতীয় পত্রিকার এই ভুল , ক্ষমার আওতায় পড়ে না ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। এতবড় ভুল করা মোটেই উচিৎ হয় নাই।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

শামছুল ইসলাম বলেছেন: ছড়াটা চমৎকার হয়েছে!!!!
ভুলটা কি ইচ্ছাকৃত, না অনিচ্ছাকৃত?
যদি অনিচ্ছাকৃত হয় কোন কথা নাই, ইচ্ছাকৃত হলে ভানুর মত দুইখান কথা কইতে চাই।
............................!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ভূলটা অনিচ্ছাকৃত তবে লেখাটি ছিল পুরানো তার উপরে কাট কপি পেষ্ট করতে গিয়ে এই অবস্থা।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

মো: আশিকুজ্জামান বলেছেন: তিনি বেচেঁ থাকতে বাণী দিয়েছিলেন কিন্তু ছাপানো হয়েছে অনেক পরে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: হয়তো এমনই হয়েছে। ধন্যবাদ

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: ধরা খাইছে। এহন গণপিটুনি দেয়া হৌক :-B

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। ক্ষমা চাইলে গণপিটুনি দেয়া যাবে না। অনেক অনেক শুভ্চেছা ।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

অর্ধ চন্দ্র বলেছেন: চতুর বাটপার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অর্ধ চন্দ্র।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ডিজিটাল যুগে সব কিছু দ্রুত আপডেট হবার সাথে
সাংবাদিক সাহেব নিজেকে আপডেট করতে পারেনাই!!
তিনি এখনও প্রায়াত রাষ্ট্রপতির যুগে আছেন!! তার মেমোরী ও
RAM বাড়াতে হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, ভুলটাও ডিজিটাল। মেমোরী বাড়াতে হবে ঠিকই কইছেন।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

হাসান রাজু বলেছেন: প্রঃ আলো যা ই ছাপাক । আপনি লিখেছেন সুন্দর ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজু। শুভেচ্ছা রইল।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: প্রথম আলোর কারসাজিতে গোটা দেশ হাসছে
তাই বলে কি প্রথম আলোর সম্পাদক কাদছে?
লাজলজ্জা যার নাই তার আবার কান্না কি
জানরা লোকের ভুল করা তা আবার মানায় নাকী?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: সম্পাদক লজ্জা পাইলেও তো প্রকাশ করবে না। ধন্যবাদ ভাই নুর ইসলাম।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: এটা অনেক আগের কোন পত্রিকার কাটিং প্রামাণিক ভাই, আপনার পোষ্ট দেখে আমি প্রথম আলো চেক করে দেখলাম সবই বর্তমানের লেখা, সুতরাং আমি বলতে চাই আপনি ভুল জিনিস উপস্থাপন করেছেন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: কামালা ভাই পত্রিকাটা নষ্ট করি নাই। অফিসে কলম দিয়া দাগ দিয়া রাখছি। একডজন স্বাক্ষী আছে। এইটা নগদে লেখা। তবে জিল্লুর রহমানের আমলের নিউজ থেকে কপি করা।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: চৈত্র মাসের কথা মাঘ মাসে বলা হয়ে গেছে ভাই!!!! :)
এইতো আমাদের দেশের দায়িত্ববানদের নমুনা!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই কইছেন নাহার আপা। ধন্যবাদ

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: কামাল ভাই আপনার এই নিউজটা ৬ তারিখের ঘটনা ঘটেছে ৫ তারিখে প্রথম আলোর ৩-এর পাতায়।

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: নিউজে ভুল হয়েছে ৫ তারিখের পত্রিকায়। আপনার এই নিউজ ছাপা হয়েছে ৬ তারেখে।

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সাদা মনের মানুষ !! আপনিও যথাসময়ে আপডেট হতে পারেন নাই
আপনার মোমোরি, RAM বাড়ানোর বিকল্প নাই। আপনি পরবর্তী
দিনের পেপার কার্টিং দিলেন জন্মাষ্টমী পালনের পরের দিনের!!
আগের দিনের পত্রিকা দেখেন ঠিকই আপডেট লইতে পারবেন!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: হে হে হে নুরু ভাই ঠিকই ধরছেন। কামাল ভাইয়ের মেমোরি বাড়াইতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.