নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আমাশা এবং নুরুল গাজী

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

নূরুল গাজী ভীষণ পাজি
পড়াশুনায় ভালো
পড়ার কথা জিজ্ঞেস করলে
মুখ করেনা কালো।

দুষ্ট কাজের জন্য সে যে
প্রত্যহ খায় কিল
তার পরেতেও সবার সাথে
রাখে মনের মিল।

সন্ধি-বিচেছদ না পারাতে
কিল খেল যে পাশা
এই না দেখে পাশেই নুরুল
বলল, ‘আমাশা’।

এই কথাটা শোনার পরে
শিক্ষক দিল ছুটি
দৌড়ে গিয়ে গাছে উঠে
হাসছে কুটি কুটি।

কান্ড দেখে শিক্ষক মশায়
গেল ভীষণ ক্ষেপে
বেত্র নিয়ে সেথায় যাওয়ায়
উঠল নুরুল কেঁপে।

মিথ্যা বলার জন্য তাকে
বেত্র মারবে যেই
অমনি নুরুল সন্ধি বিচেছদ
করল নিমেষেই।

“আমি তো স্যার আমের আশায়
আমাশা বলার সাথে,
পেটের অসুখ মনে করে
দিলেন ছুটি তাতে”।

“তাই তো আমি আম গাছেতে
গেলাম ত্বরা ছুটে,
আম খাওয়াতে আমের আশা
‘আমাশা’ গেল টুটে”।

এসব শুনে অন্য শিক্ষক
হেসে মরে তাই
নুরুল গাজী ভীষণ পাজি
তুলনা তার নাই।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ভাল লাগলো

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সজল রহমান। শুভেচছা রইল।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার হাস্য রসাত্মক ছড়া।
আমাশা নিয়ে কাব্যিক তামাশাঃ
“আমি তো স্যার আমের আশায়
আমাশা বলার সাথে,
পেটের অসুখ মনে করে
দিলেন ছুটি তাতে”।

ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

সচেতনহ্যাপী বলেছেন: হেসে ফেললাম নিজের অজান্তেই।। মনখোলা.. দু'একবছর আয়ু বাড়লে সবটুকু কৃতিত্বই আপনর।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

প্রামানিক বলেছেন: হে হে হে আপনি মনখোলাভাবে হাসতে পারছেন এইডা শুইনাই তো আমারো হাসি পাইল। এতে যদি আমার আয়ু বাড়ে সে কৃতিত্বও আপনার। ধন্যবাদ

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো। :) :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমিও এই আসরে উপস্থিত ছিলাম, জানিয়ে গেলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউ করিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে প্রামানিক ভাই। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

কালের সময় বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ভাই ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

সুমন কর বলেছেন: মজার হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আন্তরিক শুভ্চেছা রইল।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কামরুন নাহার বীথি বলেছেন: নুরুল গাজী আসলেই ভীষণ পাজি!!!!! :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: হে হে হে আপা তাইলে বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

রোষানল বলেছেন: দারুন লিখছেন প্রামানিক ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোষানল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

গেম চেঞ্জার বলেছেন: আপনার ছড়া চালিয়ে যাওয়া দেখে বেশ ভাল লাগছে । এইরকম একটু আধটু তামাশারও দরকার আছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। শুভেচছা রইল।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো। তবেএকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার প্রতিটা ছড়াই ভালো হয়, কিন্তু প্রতিটাই একই রকম ছন্দবিন্যাসে লেখা। আরেকটু পরিবর্তন হলে ভালো লাগতো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন ভাই। ছন্দ বিন্যাস পরিবর্তন করতে হবে, আগামী কালকেই চেষ্টা করে দেখন।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

এফ.কে আশিক বলেছেন: সাধারণ......

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এফ কে আশিক। শুভেচ্ছা রইল।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

মেজদা বলেছেন: ভীষন সুন্দর হয়েছে প্রামানিক ভাই। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কোহিনূর ভাই। শুভ্চেছা রইল।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: অ--নে--ক মজা পাইলাম =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.