নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বেতন বৃদ্ধির মাইনকা চিপায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০


শহীদুল ইসলাম প্রামানিক

সরকারীদের বেতন বেড়েছে
মরিচ দুইশ’ টাকা
বাজার করতে গিয়ে রে ভাই
পকেট হলো ফাঁকা।

পিয়াজ কিনতে মিয়াজ মিয়া
মাথায় দিল হাত
এই কয়দিনে বাজার মূল্যে
বিশাল বড় তফাৎ।

মুদীদোকানীও বেজায় খুশি
বেতন বৃদ্ধি শুনে
দাম বাড়িয়ে গদীর পরে
দ্বিগুণ মুনাফা গুণে।

কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস
আরো বিপদ কৃষক ভাইদের
যাদের নির্ভর চাষ।

আয় বাড়েনি ব্যয় বেড়েছে
পড়ছে তারা ফাঁদে
বাজার মূল্যের চিপায় পরে
মুহুর্মুহু কাঁদে।

বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁদছে সাড়া বিশ্ব।

(ছবি নেট)

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

আমি আবুলের বাপ বলেছেন: এখন জনগনের চামড়া দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুতা বানাবেন।

http://www.somewhereinblog.net/blog/abulerbap/30068375

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: ৫০% পার্সেন্ট ৬০% বাড়ানো উচিৎ ছিল হুট করে ১০০% বেতন বাড়ানো উচিৎ হয়নি। এতে সাধারণ জনগণ বিপদে পড়বে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

বিদ্রোহী সিপাহী বলেছেন: প্রকৃতই মাইনকা চিপায় আছি ভাই
বেরোনোর কোনো উপায় কি নাই?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

প্রামানিক বলেছেন: উপায় হবে যদি সরকারী উদ্যোগে বাকীদেরও চলার ব্যাবস্থা করে দেয়।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

কাবিল বলেছেন: চমৎকার হয়েছে দাদা। +++++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল, শুভেচ্ছা রইল।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

আমজাদ মামা বলেছেন: বেতন বৃদ্ধির মাইনকা চিপায় আছি ,বের হওয়ার উপায় কি ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: সরকার চাইলে বের হওয়া যাইবো না চাইলে উপায় নাই।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল লাগলো ..........
http://www.somewhereinblog.net/blog/hasanzakir7171/30068682

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। শুভ্চেছা রইল।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

এফ.কে আশিক বলেছেন: প্রামানিক ভাইয়া কেমন আছেন? অনেক দিন পর আপনার লেখা পরলাম, বাস্তব সত্য সত্যি আমরা এখন মাইনকা চিপায়, চমৎকার লিখেছেন, অনেক অনেক ভালো লাগা রইল........

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আশিক ভাই, ভাল আছি, আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনাদেরকে পেয়ে ভাল লাগছে। শুভেচ্ছা রইল।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস
আরো বিপদ কৃষক ভাইদের
যাদের নির্ভর চাষ।


চমৎকার এবং প্লাস।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আন্তরিক শুভেচ্ছা রইল।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অথঃপর আমি বলেছেন: তবুও দেখবো বেঁচে থাকা যায় কিনা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অথঃপর আমি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সাহসী সন্তান বলেছেন: জনগন বুঝুক পাবলিক কি জিনিস! দারুন কবিতা!

শুভ কামনা রইলো!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: জনগন বুঝুক পাবলিক কি জিনিস!

হাড়ে হাড়ে বুঝতেছে। ধন্যবাদ ভাই সাহসী সন্তান।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: কঠিন মাইনকা চিপায় পড়লাম ভাই। ভাবছি ঢাকা ছেড়ে গ্রামে চলে যামু!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: ভাই ডিজিটালের যুগে গ্রামে গিয়া লাভ নাই সেখানেও জিনিসের দাম একই। শুধু শাকসব্জিটা টাটকা পাওয়া যায়।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:

পাগলকে অর্থমন্ত্রী বানায়েছেন শেখ হাসিনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: পাগলের নাচানাচিতে তো কর্ম সারা।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: যেদেশে প্রাইভেট (পাবলিক বিশ্ববিদ্যালয় সরকার করে পারে না বলে নন্ ভ্যাটেবল প্রোপার্টিজেও হামলে পড়ে) বিশ্ববিদ্যালয়ও রক্ষা পায় না সেখানে!!
অনেকে শুধু.........।।। পুরো সরকারের প্লান ছাড়া অর্থমন্ত্রনালয় কিভাবে....!!
ভাল লাগাতো বুঝিয়েই দিয়েছি।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: কি আর করবেন ভাই, এই ভাবেই চলতে হইবো।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: বেতনও নেই বাড়েও না, শুধু নিঃস্বই হচ্ছি দিনে দিনে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ভালই বলেছেন, চাকরীও নাই, বেতনও নাই, বাড়েও নাই। ধন্যবাদ কামাল ভাই।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

শামছুল ইসলাম বলেছেন: সাম্প্রতিক সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি নিয়ে চমৎকার ছড়া!!!
আসল কথাটা বলেছেন শেষে:
বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁদছে সাড়া বিশ্ব।


ভাল থাকুন, আরো সুন্দর সুন্দর কবিতা/ছড়া, মজার মজার বিষয় নিয়ে লিখুন!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তেল বেড়েছে,গ্যাস বেড়েছে
বাড়লো আরো বেতন,
রাণী-উজীর জয়ধ্বনি
উড়ছে তাদের কেতন।
আলু,পেয়াজ,কাঁচা মরিচ
মরছি এদের ঝালে,
বাড়ছে যে দাম হু হু করে
ঝাঁটার কপালে।
রিক্সঅলাও ফাঁপর মারে
হাইট্টা বাড়ীত যান,
সকল কষ্ট বুকে চেপে
গাহি জয় বাংলার গান।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চমৎকার ছড়া মন্তব্য। বাস্তব কথাই বলেছেন। শুভেচছা রইল।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

রাসেল আহমেদ মাসুম বলেছেন: বাড়ছে বেতন কি হয়েছে
বাড়ুক আরো দিগুন,
বাংলাদেশে নাই কো মানুষ
আছে মানুষ নামের বাবুন
গরিব হতে কে বলেছে?
আর চাকরি ছাড়া চলতে
মরগে ব্যাটা বাজার গিয়ে
তাও কি হবে বলতে?
কৃষক শ্রকিম মরেক নারে
নাই কো তোদের দরকার
তোদের ভোটে পাস করেনি
গণতান্ত্রিক সরকার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

মো: আশিকুজ্জামান বলেছেন: কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস

----------কিভাবে চলি। কেমনে চলি। ভেবে পাই না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। ঠিকই বলেছেন ভাই আমরা খুবই বিপদে আছি।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: হুম

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ভিটামিন সি বলেছেন: আমার চাকরি ও নেই, ব্যবসাও নেই। কেউ আমারে গলা টিউপ্প্যা মাইরালানা কেরে???

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: তাইলে তো বাইচা থাইকাও আধা মরা। ধন্যবাদ

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস
আরো বিপদ কৃষক ভাইদের
যাদের নির্ভর চাষ।

আয় বাড়েনি ব্যয় বেড়েছে
পড়ছে তারা ফাঁদে
বাজার মূল্যের চিপায় পরে
মুহুর্মুহু কাঁদে।

বাড়ী ভাড়া বাড়ছে
স্কুলের বেতন বাড়ছে
গ্যাসের দাম বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ছে...

:-/ :( X(( X( B:-) :((

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা রইল।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

আমি মিন্টু বলেছেন: উচিৎ ছড়া লেখছেন প্রামানিক ব্রাদার । ++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। শুভেচ্ছা রইল।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:
বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁদছে সাড়া বিশ্ব!
-------------
------------- অস্বাধারণ!!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.