নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
শিক্ষা ক্ষেত্রে ভ্যাট ধরেছে
করছে সবাই মিটিং
ছাত্ররা সব রাস্তা ঘাটে
ফুটপাতেতে সিটিং।
গলাবাজি বক্তৃতাতে
ফাটিয়ে ফেলছে মাইক
ফেসবুকেতে দিচ্ছে কেহ
হাজার হাজার লাইক।
“ভ্যাট দিমু না গুলি কর”
পোষ্টার লিখে বুকে
রাস্তা ঘাটে দাঁড়িয়ে আছে
সবাই মনের দুখে।
ছাত্রদের এই গরম কথায়
মন্ত্রী মশাই কয়,
“লক্ষ টাকায় ভ্যাট ধরলে
কয় টাকা আর হয়”?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদ। শুভ্চেছা রইল।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
রোষানল বলেছেন: দেহ চাইলে দেহ পাবি
মন চাইলে মন
ভ্যাটের কথা কইলে পরে
হইয়া যাবি খুন।।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
প্রামানিক বলেছেন: বিপদের কথা। ধন্যবাদ ভাই রোষানল।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: হাহা.....বেশ বলেছেন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচছা রইল।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
মুহিতকে দেশ ছাড়া করা দরকার।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
প্রামানিক বলেছেন: চাঁগগাজী ভাই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
সাদা মনের মানুষ বলেছেন: লক্ষটাকার ভ্যাট কয় ট্যাকা যেহেতু এটা ছেড়ে দিলেই হয়
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: আমাদের মন্ত্রী সাব তো ছাড়তে রাজী না।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩
আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
আমি এক অপদার্থ বলেছেন: আরে বাবা না দিলে রে ভ্যাট,
বাড়বে কি আর নেতাজীদের পেট।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন তো। ধন্যবাদ
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১
আমি এক অপদার্থ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
প্রামানিক বলেছেন: পাল্টা মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাজার টাকায় সাড়ে সাত পারসেন্ট
সাড়ে সাতশত মাত্র,
এই টাকা যদি না দিতে পারে
কিসের আবার ছাত্র?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০
প্রামানিক বলেছেন: এই টাকা তো কিছু না, ক্লাস মিস দিয়া দুইডা টিউশনি করলেই জোগাড় হইবো। তানা হলে বড় দলের সাথে দুই চার মাস মিছির করলেই যোগাড় হইবো।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
ঢাকাবাসী বলেছেন: টাকা কম বা বেশী সেটা কথা না কথা হল আমার কাছ থেকে ধোকা দিয়ে গায়ের জোরে ভ্যাটের নামে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অশিক্ষিত হাফ শিক্ষিত এমপি আমলা মন্ত্রীরা বিনা ট্যাক্সে পানির দামে বিএমডব্লিউ কিনবে সেটা সহ্য করা যায়না!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: এখানেই তো কবি নিরব - - - -
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
মো: আশিকুজ্জামান বলেছেন: “লক্ষ টাকায় ভ্যাট ধরলে
কয় টাকা আর হয়”?
---------অনেক কম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
প্রামানিক বলেছেন: এটা তো মন্ত্রীর কথা, কিন্তু মধ্যম আয়ের লোকদের কাছে অনেক সময় এক হাজার টাকা প্রদান করাও অনেক সময় কষ্টকর হয়।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
বিপরীত বাক বলেছেন: সরকার তার চাহিদা মোতাবেক পেশাজীবি গড়তে বিভিন্ন পেশার বিষয়ে তার স্থাপিত প্রতিষ্ঠানে পড়াচ্ছে।।। এর জন্যে প্রতিযোগিতা সৃষ্টি করে রেখেছে।। যেন তারা অধিকতর ভালো যোগ্যতা সম্পন্ন লোক পায়।।। এখন ধরেন,, " সরকারের মাষ্টার মেরিনার নাকি জাহাজচালক লাগবে ২০ জন প্রতিবছর।। সরকার প্রতিষ্ঠান খুলে ১০০ জনের পড়ার ব্যবস্থা করলো।। সিস্টেম লস, ঝরে পড়া,, ওয়েস্টেজ ইত্যাদি সবমিলিয়ে ৬৫ জন থাকলো না।।থাকলো ৩৫.... বাকি ৩৫ জনের মধ্যে তীব্র প্রতিযোগিতা করে ২০ জন সুযোগ পাবে।।।
ওই ১০০ টা সুযোগ নিতে হবে প্রতিযোগিতা।।। আর পরের ২০ টা সুযোগ নিতে হবে তীব্র প্রতিযোগিতা।।।
এখন ধরেন ওখানকার এক ব্যবসায়ী র অনেক টাকা।।। কিন্তু তার ছেলে প্রথম ১০০ তে ছিল না তাই পরের ২০ এর রাস্তায় তার থাকার কথা নয়।। কিন্তু তার এতই টাকা যে সে মাষ্টার তৈরির কারখানা খুলে সেটার অনুমোদন নিয়ে আসল যেন ঘুরাপথে তার ছেলে ২০ জনের রাস্তায় থাকে।।
কিন্তু এক্ষেত্রে যেহেতু টাকার যোগ্যতা তাই মুদির দোকানদার ভাবলো আমিও দেখি না ট্রাই করে।। সর্দারের ছেলে আসল বাপের জমি বেইচ্যা// এমনি করে ওই ব্যবসায়ী র মাষ্টার তৈরির কারখানায় ১০০০ জন আসলো ট্রাই করার ধান্দায়।।
তাহলে কি হলো??? পরের ২০ জনের রাস্তায় দৌড়ানো শুরু করলো ১০২০ জন।।। কিন্তু সরকারের জাহাজ তো ১৬ টা।।। সরকার তো সেভাবেই পরিকল্পনা করেছে।। সে বলল।।। আমার আর জাহাজ নাই।।।
পরের ১০০০ জন বলল জাহাজ নাই তো কি হইছে শালা।। জাহাজ বানায় ল।। আমরা চালামু না।।।
লেজে গোবরে অবস্থা
পুরো বাংলাদেশের সব ক্ষেত্রে আজ এই অবস্থা///
যদি কোনকিছু সবার জন্যে বরাদ্দ হয় তবে সেটা সুযোগ নয়।।।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কথাটি খাটে।।
এখানে আপনি পড়ছেন কারণ আপনি টাকা দিচ্ছেন তাই।।
এটা আপনার অর্জন নয় তাই এটা কোন সুযোগ নয়।।। এখানে আপনি কোন প্রতিদ্বন্দ্বিতা করেন নি।।
তাই এটা পণ্য কেনার মতই।। আপনি সরাসরি ভোক্তা।।। টাকা দিয়ে সার্ভিস কিনছেন।।। ভ্যাট প্রযোজ্য।।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কথার যুক্তি আছে।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাল সাহেব সেইরাম মাল
অংকে কাঁচা বেসামাল
হাজারে ৭.৫% ৭৫০ নাকি হয়
এই হিসাবে লক্ষ কোটি টাকার গাছ রোয়!!!
প্রাইমারীতে পাঠান তারে
শতকরার হিসাব করে
আসুক- বেহুশ হুশের পরে
বাঁচবে মানুষ আরাম করে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: দারুণ দারুণ ছন্দ মন্তব্য। ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
হানিফ রাশেদীন বলেছেন: অসাধারণ হয়েছে। কবিতাটা প্রকাশের জন্য দিতে পারেন :
http://www.somewhereinblog.net/blog/hrashedin/30070217
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। খুশি হলাম।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো লাগলো