নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নাম পদবী উল্টে গেছে

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

আগের দিনে ‘চাষার বাচ্চা’
ছিল ভদ্রের গালি
এখন কিন্তু ‘চাষারা’ ভাই
উল্টো পায়রে তালি।

আগের দিনে ‘জমিদারদের’
বলতো বড় লোক
এখন কিন্তু আলসে বুঝায়
বললে পায় সে শোক।

আগের দিনে রাজনীতিতে
সবাই ছিল সাচ্চা
এখন কিন্তু কঠিন গালি
‘রাজনীতিকের বাচ্চা’।

আগের দিনে ‘নবাব’ ছিল
অনেক তালুক যার
এখন কিন্তু ‘নবাব’ বললে
হয়রে তিরস্কার।

আগের দিনে ‘লাট বাহাদুর’
পেত অনেক মান
এখন কিন্তু ‘লাট ভাই’ বললে
চমকে উঠে প্রাণ।

নাম পদবী উল্টে গেছে
আগের দিন আর নাই
ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।

(ছবি নেট)

মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

কাবিল বলেছেন: আই কি প্রথম?

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: আন্নারে শুভেচ্ছা।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

কাবিল বলেছেন: তাইলে চা দেন।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: আন্নে ঢাকায় চলি আইয়েন। আই আন্নেরে গরম চা খওয়ামু।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

লেখোয়াড়. বলেছেন:
আপনার ছড়াগুলি আধুনিক ক্লাসিক্যাল হয়। ভাল লাগে।

ছবিটা সরিয়ে অন্য ছবি দিন।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। খুব খুশি হলাম। আমিও তাই চিন্তা করতেছিলাম। শুভ্চেছা রইল।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

কাবিল বলেছেন: আমি দুধ চা খায় না।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: আন্নে চলি আইয়েন, আন্নেরে আই রঙিন চা খাওয়ামু।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

সুমন কর বলেছেন: এবার মোটামুটি লাগল। !:#P

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনার কাছে মোটামুটি লাগলেই আমি খুশি।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: চরম সত্য কথা৷'রাজনীতিকের বাচ্চা', 'নবাবজাদা' ইত্যাদি শব্দগুলো গালিতে পরিণত হয়েছে৷

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। আপনি ঠিকই বলেছেন। অনেক নামকরা পদবীগুলো এখন গালি হিসাবে ব্যবহার হয়।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

গেম চেঞ্জার বলেছেন: ভাল্লাগছে। অনেক। আসলেই তাই?

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। আপনার ভাল লাগায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: 'নাম পদবী উল্টে গেছে
আগের দিন আর নাই
ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।'

'দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না, সেই যে আমার নানান রঙের দিন ।' আগের দিনগুলিই বোধহয় ভালো ছিল ।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: যতই দিন যাচ্ছে ততই আমরা খারাপের দিকে যাচ্ছি। সব কিছুই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আগের দিনে ‘নবাব’ ছিল
অনেক তালুক যার
এখন কিন্তু ‘নবাব’ বললে
হয়রে তিরস্কার।
-----------

আমিও নবাব বলে গালি দেই!! জানি বাজে অভ্যেস এটা!! :(

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: হ আপা ঠিকই কইছেন। অনেকেই পোলাপানরে গাইল দিয়া দাঁত কিরমির কইরা কয়, "ওই নবাবের বাচ্চা নবাব এই দিকে আয়"।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হে হে হে
নাম পদবী যাইহোক। আপনার পদবীর সাথে আমার পদবীর মিল আছে শহীদুল ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: হে হে হে তাইলে তো কথাই নাই। ধন্যবাদ

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হানিফ রাশেদীন। শুভেচ্ছা রইল।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

হামিদ আহসান বলেছেন: আগের দিনে রাজনীতিতে
সবাই ছিল সাচ্চা
এখন কিন্তু কঠিন গালি
‘রাজনীতিকের বাচ্চা’।


হা হা হা.......ভাল লাগল দারুন ছড়াটি৷ ধন্যবাদ......

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: এখন কিন্তু কঠিন গালি
‘রাজনীতিকের বাচ্চা’। পড়ে হাসছি =p~ ।।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। আপনি হাসছেন জেনে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯

ক্রিবিণ বলেছেন: অন্যরকম বাস্তবতা,,,

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্রিবিণ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


ক্রমেই পদবী'র অবমাননা করে আসছিল পদবীধারীরা।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। আপনি ঠিকই বলেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগের দিনে ধার্মিক হলে
বলতো ঈমানদার;
আজকাল সবে পাইকারীতে
বলছি যে রাজাকার।

মুক্তিযোদ্ধা শুনলে আগে
ভেতর থেকে সালাম;
আজকাল এ নাম শুনলে লোকে
দুরুদ পড়ে পালান।

শিক্ষক এবং চিকিৎসকের
ছিল যে দাম খাশা;
আজকাল এ'দুটোই হলো
সবচে' ঘৃনিত পেশা।

সুশীল দেখলে লোকে আগে
করতো কতো শ্রদ্ধা;
এখন দেয় যে দুয়োধ্বনি
উঁচিয়ে আঙ্গুল বৃদ্ধা।

মোদ্দাকথা পাশার দানটি
গেছে পুরো উলটে;
দুর্জনই সুজন আজ
সুজনেরা কূলটে।

(নিশান হাঁকায় পতাকা তোলে
চিন্হিত যত চোরাকারবারী;
প্রামানিক আর আমি টং এর চা খাই
ম্যারম্যারে দুই ছড়াকারবারী) :) :D B-) :-B =p~

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: হে হে দারুণ হইছে। ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে ছড়া।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

মো: আশিকুজ্জামান বলেছেন: এখন কিন্তু কঠিন গালি
‘রাজনীতিকের বাচ্চা’।

-----ভালভাবে এখনো চালু হয়নি। জনপ্রিয়তা বাড়েছ......

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , ছড়ার এইসব অভিনব থিম আপনি কোথায় পান ?
B-) :D :)

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। এইসব থিম বর্তমান সমাজের দিকে তাকালে অনেক ঘটনার প্রেক্ষিতে মাথায় আসে। সুন্দর প্রশ্ন করার জন্য শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

জুন বলেছেন: ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।

আমার পদবী রহমান ।
এটা দিয়ে কি বোঝায় প্রামানিক ভাই :-&
তবে আপনার ছড়া মারাত্মক হয়েছে ।
+

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন আপা। রহমান কোন পদবী নয় এটা একটা ইসলামী নাম । যেমনঃ- আব্দুর রহমান, রহমান আলী, গোলাম রহমান ইত্যাদি। রহমান অর্থ প্রকৃত পক্ষে আল্লার নাম, যে দয়া করে। মানুষের নামের সাথে শুধু রহমান হয় না। এই নামের আগে পিছে কিছু থাকতে হয়। যেমনঃ আব্দুর রহমান, অর্থ আল্লার গোলাম।

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

শামছুল ইসলাম বলেছেন: পদবী নিয়ে ছড়া চমৎকার হয়েছে।
ভাল বলেছেনঃ
//নাম পদবী উল্টে গেছে
আগের দিন আর নাই
ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।//

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম খাঁটি কথা... প্রামানিক ভাই।
সবকিছু জায়গা বদলাচ্ছে...

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। আপনি খাঁটি বললে তো কথাই নাই আমি বড় ধরনের সমর্থন লাভ করি। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৩

কিরমানী লিটন বলেছেন: ছন্দের তালে
সত্যের জালে ...
চমৎকার ...

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯

গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাই কই গেলা? ৩ দিন ধরেই নিখোঁজ। :|

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: নিখোঁজ থেকে খোঁজে এসে পড়েছি। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভাই লাট বাহাদুর মানুষ এখন পুরাই গালি বুঝে :(

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ভাই লাট বাহাদুর মানুষ এখন পুরাই গালি বুঝে ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হানিফ রাশেদীন। শুভেচ্ছা রইল।

২৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকদা কোথায় তুমি
দেখছি না যে আজকাল;
তুমি বিনে ছন্দপতন
ছড়ায় বড্ড আকাল।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: আমি আইসা পড়ছি ভাই
আর চিন্তা নাই।

৩০| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

হালি্ বলেছেন: জমিদাররা বেবাকতে এহন গরীবের খাতায় নাম লেখাইছে ভাই :( আপনে গেছেন কনে! উত্তরগুলা পইরা আছে ।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: আমি আইসা পড়ছি। ধন্যবাদ ভাই।

৩১| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: অনেক মজার ছড়া। বাস্তবিক রস আছে। ধন্যবাদ প্রামাণিক ভাই

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



প্রমান করুন "প্রামানিক " বললে কোনও পদবী উল্টে যায় না ।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: এই নামটারও এখন আগরে মত মূল্য নাই। আগে সামাজে প্রামানিকরা মাতব্বরী করতো। এখন কার মতুব্বরী কে দাম দেয়?

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন: ভালো ভালো পদবীগুলো
গালি বুঝায় তাই।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অপু দ্যা গ্রেট। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
এইটা চমৎকার ছড়া হইছে, প্রামানিক। ভালোলাগা।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩

সাহসী সন্তান বলেছেন: ভাই প্রায় পাঁচদিন হতে চলল আপনার কোন কবিতা পাচ্ছি না? এটা কেমন হলো? পাঠক কিন্তু ধৈর্য্য হারা হয়ে পড়লে হরতাল অবরোধ ও ডেকে ফেলতে পারে? :P জলদি জলদি নতুন কবিতা ছাড়েন?

এইটাও অনেক মজার হয়েছে! আপনার কবিতা গুলো আসলেই অনেক মজার এবং সুন্দর হয়!

কবিতায় ভালালাগা রেখে গেলাম!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আমি একটু ঝটিকা সফরে পঞ্চগড় গিয়েছিলাম, এসে পড়েছি। আপনারা আমাকে স্মরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.