নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গরম ভাতে বিলাই বেজার

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩


শহীদুল ইসলাম প্রামানিক

গরম ভাতে বিলাই বেজার
কুত্তা বেজার মারে
পিটন খেয়ে সাপে বেজার
যদি পিটাও ঘাড়ে।

কটু কথায় প্রেমিক বেজার
বন্ধু বেজার টাকায়
লাকরীর চুলায় গিন্নি বেজার
যারা থাকে ঢাকায়।

মুরগী ছাড়া শিয়াল বেজার
কাউয়া বেজার ঢিলে
মড়ক ছাড়া শকুন বেজার
বউয়ে বেজার কিলে।

বউয়ের কথায় স্বামী বেজার
বোঝায় বেজার গাধা
দাদার কথায় দাদী বেজার
দাদীর কথায় দাদা।

গরু ছাড়া রাখাল বেজার
গরুর চামড়ায় ভুতে
ছেলের প্রতি মায়ে বেজার
যদি বিছনায় মুতে।

পুজা ছাড়া ব্রাহ্মণ বেজার
মিলাদ ছাড়া মোল্লা
মিষ্টি ছাড়া ময়রা বেজার
না থাকলেরে গোল্লা।

জুতা ছাড়া মুচী বেজার
ঝাড়ু ছাড়া মেথর
বেজার ভাবটা সবার মাঝে
বাইরে কিংবা ভেতর।

হাকিম বেজার বিচার ছাড়া
চুরি ছাড়া চোরে
বেজরা বেজরির হিসাব করলে
মাথাই শুধু ঘোরে।

রুগী ছাড়া ডাক্তার বেজার
ঔষধ ছাড়া রুগী
বেজর কাব্য লিখতে গিয়ে
আমিও ভুক্তভুগী।

মন্দ হলে সবাই বেজার
পাগল কিংবা ভালো
চুন থেকে পান খসলে পরে
মুখ করে সব কালো।

বেজার বেজার বেজাররে ভাই
বেজার সবার মাঝে
হরেক রকম বেজার দেখবেন
উল্টাপাল্টা কাজে

(ছবি নেট)

মন্তব্য ৬৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । বেজার বেজার সবাই বেজার !!

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: ভারি সুন্দর ছড়া!

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

খোলা মনের কথা বলেছেন: কটু কথায় প্রেমিক বেজার
বন্ধু বেজার টাকায়
লাকরীর চুলায় গিন্নি বেজার
যারা থাকে ঢাকায়।[/sb
বেজারে বেজারে একাকার, আপনি কিসে বেজার সেটা কিন্তু এখনো খুজে পেলাম না প্রামানিক ভাই। অসাধারণ। ধন্যবাদ ভাই

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মানের কথা। বেজার ছাড়া তো কেউ নাই ভাই, আমিও কিছু না কিছুতে বেজার আছি। শুভেচ্ছা রইল।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

হাসান বিন নজরুল বলেছেন: হুম আমিও বেজার হলুম :-P

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসন বিন নজরুল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

দিগন্ত জর্জ বলেছেন: সংসারেতে বাপে বেজার
বাপের কথায় ছেলে,
উচিত কথায় সরকার বেজার
পুরবে ঠেলে জেলে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিগন্ত জর্জ। আপনার ছন্দও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: বেজার বেজার বেজাররে ভাই
বেজার সবার মাঝে
হরেক রকম বেজার দেখবেন
উল্টাপাল্টা কাজে
-------------

জব্বর হইছে বেজার বন্দনা !!
ব্লগার প্রামানিক কিসে বেজার, সেটা বললেন না যে!!! :) :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: আমার বেজারের শেষ নেই। অনেক কিছুতেই বেজার কয়টা বলবো। ধন্যবাদ নাহার আপা।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ছড়া অসম্ভব ভাল্লাগলো, কিন্তু নামটা যুতসই হলো না । বিভিন্ন শ্রেণির বেজার হওয়ার কারণ দেখানো হয়েছে; শুধু বেড়ালকেই অগ্রাধিকার দেয়া হলো কেন? সর্বশ্রেণি উপযোগি নাম প্রয়োজন ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ছড়ার নামটা ছিল বেজার কাব্য। পরবর্তীতে এই নামেই প্রচার হবে। এখানে সাময়িকভাবে নামটা পরিবর্তন করেছি। ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

মো: আশিকুজ্জামান বলেছেন: সবাই বেজার দেখলাম। খুশির কিছু নাই?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপু না কইলে ছাইয়া বেজার :P
মামা না কইলে মডু =p~


প্রামানিক ভাই কোবতে খানা সেই রাম হইছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

গেম চেঞ্জার বলেছেন: গরম ভাতে বিলাই বেজার কথায় যদি সরকারের বিষয়টা ইন্ডিকেট করে থাকেন তাইলে ফাটাফাটি হইছে।

১ম +

পুজা ছাড়া ব্রহ্মণ বেজার
< পুজা ছাড়া ব্রাহ্মণ বেজার

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। মন্তব্য পড়ে খুশিহলাম, তবে নির্দিষ্ট কাউকে টার্গেট করে ছড়া লেখা হয় না, যে কোন ঘটনার উপমা হিসাবে যাতে আমার ছড়ার উপমা তুলে ধরা যায় সেই দিকে খেয়াল রেখে ছড়া লেখার চেষ্টা করে থাকি। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ লিখেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: মজার মজার সব বেজার। ভালোই বেজার লাগলো বেজার।

স্যার আমার আজকের লিখাটা (Click This Link) পড়েছেন। ভালো লাগলে জানাবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ রাহীম উদ্দিন। মন্তব্য পড়ে খুশিহলাম। অবশ্যই আপনার লিখা পড়বো। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বেজারের তালিকা পড়তে পড়তে আমার কিন্তু বেজার ভাব চলে গেছে :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: হে হে হে তাইলে তো আমি সাকসেস। ধন্যবাদ মইনুল ভাই।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

কল্লোল পথিক বলেছেন: ছড়াটি কিন্তু খুব চমৎকার হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: স্বভাবকবি :) ছন্দবদ্ধ কবিতা :) অতুলনীয়

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

শিলা সুলতানা বলেছেন:

দারুণ পদ্য। মুগ্ধ হয়ে পড়লাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শিলা সুলতানা। মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

আরব বেদুঈন বলেছেন: অসাধারণ

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরব বেদুঈন। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: সাথে ব্লগারদের বেজারের পর্বটা হলে আরো ভাল হতো।।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। ব্লগারদের বেজারের পর্ব দিলে বেজরা-বেজরি শুরু হবে। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

পার্থ তালুকদার বলেছেন: বেজার কাব্য দারুণ হলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

লিও কোড়াইয়া বলেছেন: ভালো লাগলো। অনেকদিন পর আপনার জন্য আমার চার লাইন।

সত্যি বললে সবাই বেজার
মিথ্যা বললে খুশ;
কারণ আমরা সৃষ্টির সেরা
আমরা হলাম মানুষ!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া। সুন্দর ছন্দ মন্তব্য। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:

টপ

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: বেজার হওয়া যাবে না !! ছড়া চমৎকার হয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। বেজার কেউ হতে চায় না তারপরেও বেজার হতে হয়। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বেজার আমি ছড়া পড়ে
ভীষন বেজার! ক্যারে?
প্রামানিক ভাই কেম্নে লেখে
আমি পারিনা কেন্‌রে!!!

দারুন দারুন ছন্দ ছড়ায়
লিখছে কেমন করে
কত শত ভাবনা গুলো
এমন মজার করে?

;)
++++++++++++++

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। চমৎকার ছন্দ মন্তব্য। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: দাদা কাউকে আর খুশী রাখতে পারলেন না!!
এমন জামা্নার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে
কাউকে সালাম দিলেও তিনি বেজার হন!!
বলেন তো কেন? ভাবে আপনি মসকরা করছেন !!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: বেজরা-বেজরি শব্দটি ফাটাফাটি ভাই
ভাল লাগা রইল...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

রুদ্র জাহেদ বলেছেন: এমন করে বেজার লিখলে বেজার হয়ে থাকতে পারে? :)
দারুণ ছড়া

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ ছড়া , লাইক দিয়ে গেলাম ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *এত মন্তব্যে ভীড়ে আমার ঠাঁই কোথায় ভাই ? এত বেশি ভালো লিখেন না,পাঠকরা তো পাগল হয়ে যাবো ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

তৌফিক মাসুদ বলেছেন: ঘুষ না পাইলে অফিসার বেজার
পারসেন্ট না পাইলে পিওন,
এমন ছড়া না পাইলে আমিও বেজার
কবি শুভকামনা রাখিওন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘ ছড়া! বেজরা বেজরিদের নিয়ে কত কথাই না বলে গেলেন!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বাস্তবতার সাথে মজার কিছু মানেই প্রামানিক ভাইয়া :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডাইরেক্ট টু দ্যা হার্ট। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬

কিরমানী লিটন বলেছেন: বেজারের দুনিয়ায়,চমৎকার বেজার কাব্য, বাস্তবার খসখসে চিত্রটা নান্দনিক ছন্দে কবিতার নিপুণ তুলিতে এঁকেছেন - সত্যিই অসাধারণ বিষয়বস্তু,অভিবাদন শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন।। মন্তব্য পড়ে খুশিহলাম। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত +++

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। মহান বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

আফরীন সুমু বলেছেন: ছড়া কবিতা আমাকে খুব একটা টানে না। তবে এই ছড়াটা পড়ে বলতেই হল, এক কথায় চমৎকার।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আফরীন সুমু। আপনার খোলামেলা মন্তব্য আমার ভাল লাগল। ছড়া কবিতার বিমুখতার জন্য বর্তমান কবিদের কবিতার দুবোধ্যতা দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.