নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

লেডিস ফার্স্ট

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০


শহীদুল ইসলাম প্রামানিক
(সপ্তম ব্লগ দিবসে আমার তিন শততম পোষ্ট।)

শ্যামাচরণ পাতলা গড়ন
থুত্থুরো এক বুড়ো
গঞ্জে যাবেন বেলা পড়েছে
করছে তাড়াহুড়ো।

খেয়ার মাঝি ভীষণ পাজি
বসল সে যে বেঁকে
গাই গরুটা নিবেন শুধু
তাদের সবাই রেখে।

বলছে শ্যামা, “ওরে মাঝি,
বিবেক কি তোর নাই,
মোদের সবাই বসিয়ে রেখে
পার করবি ঐ গাই”?

বলছে হেসে খেয়ার মাঝি
ফুলিয়ে বুকের ছাতি,
"গরু হলেও ফেলনা নয় তো,
ও যে নারী জাতি"।

কথা শুনে সবাই যখন
করছে গালাগাল
তখন মাঝি গরু নিয়েই
খাটিয়ে দিল পাল।

ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
‍"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”।

মন্তব্য ৯৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

প্রবাসী ভাবুক বলেছেন: লেডিস ফার্স্ট সবখানেই!!! অনেক মজার ছড়া!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

জনম দাসী বলেছেন: কি দিলেন গো প্রামানিক... হাসিতে তো আর আগের মত মুক্ত ঝরেনা... চা পান করিতে ছিলাম... সব চা ল্যাপটপে গিয়ে পড়লো হাসি আটকাতে পাড়িলাম না বলে... বহু দিন পর এমন হাসি হাসলাম, অনেক অনেক দোয়ার সাথে এক তোরা গোলাপ রেখে গেলাম আপনার কবিতাতে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জনম দাসী আপা। আপনার হাসির মন্তব্য আশীর্বাদ পেয়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: "ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”।" ঠিক! লেডিস ফার্স্ট ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

দিগন্ত জর্জ বলেছেন: লেডিস ফার্স্টের বিড়ম্বনায়
পড়েছি যে কত !
লাইনটা যে ভাই ছাড়তে হয়
তাড়া থাকুক শত।

আপনার কথার জবাব নাই
পাঞ্চটা দিলেন বেশ,
পুরুষ কবে মুক্তি পাবে
এই রীতির হবে শেষ??

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: নারী ছাড়া পুরুষ কি আর
চলতে পারে ভাই
এই জন্য তো লেডিস ফাস্ট
তুলনা বিহীন তাই।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ

১ম প্লাস দিয়ে আপনার ৩০০তম পোস্টের জন্য অভিনন্দন জানাই। :) :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। ১ম প্লাস দেয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় লাইক সাথে অভিনন্দন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। লাইক অভিনন্দনের জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

বাউল আলমগী সরকার বলেছেন: প্রামানিক দা
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা নিবেন-
আজ কে পালন হচেছ -দিবস তা কথায় -
একটু তারাতারি বলেন ----

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: বাংলা ব্লগ দিবস পালন হচ্ছে অন লাইনে। বাস্তবে হচ্ছে না তাই ঠিকানা নাই।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

বাউল আলমগী সরকার বলেছেন: অন লাইনে কি ভাবে দেখবো

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: আপনি আমি ব্লগে শুভেচ্ছা দিলাম এটাই ব্লগ দিবস পালন। কোন অনুষ্ঠান হচ্ছে না।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

খোলা মনের কথা বলেছেন: অনেক সুন্দর হয়েছে। তিন শততম পোষ্টে আপনাকে অভিনন্দন ভাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

নেক্সাস বলেছেন: তিনশত তম পোষ্টে শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নেক্সাস। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

ধমনী বলেছেন: ৩০০ তম পোস্টের জন্য অভিনন্দন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

জুন বলেছেন: "গরু হলেও ফেলনা নয় তো,
ও যে নারী জাতি"।

ভালো বলেছেন প্রামানিক ভাই আর ৩০০ তম পোস্টের জন্য অভিনন্দন।
+

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: মজাদার কবিতা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

মেহেদী হাসান শীষ বলেছেন: প্রামানিক ভাই তিনশতম পোস্ট করার জন্য অভিনন্দন চমৎকার লিখেছেন আপনার পোস্টের জন্য সবসময় অপেক্ষায় থাকি

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মেহেদী হাসান শীষ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

সাধারণ আমি আমার বলেছেন: দারুন!!!!! ফেইজবুকে শেয়ার না করে পারলাম না ভাইয়া।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাধারণ আমি আমার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ৩০০ তম পোস্টের জন্য অভিনন্দন। B-) B-)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

নির্বাসিত কবি বলেছেন: হা হা হা, লেডিস ফাস্ট আগে। বেশ লিখেছেন। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নির্বাসিত কবি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
‍"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”।
--------

---হে হে হে --------

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সুলতানা রহমান বলেছেন: প্রামাণিক ভাই, কেউ সম্মান না করলে ও মাঝি তো করলো।
শুভকামনা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

রাবার বলেছেন: হা হা হা দারুন মজা পাইলাম ভাই B-)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: ৩০০ তম পোস্টের জন্য আমার পক্ষ হতে অনেক অনেক অভিনন্দন জানবেন প্রামানিক ভাই :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

কিরমানী লিটন বলেছেন: ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
‍"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”। হা হা হা, অনেক মজার ছড়া, প্রামানিক ভাইয়ের মাঝেই সম্ভব, তিনশতম পোষ্টের অভিনন্দন, নিরন্তর শুভকামনা জানবেন ...

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা রইল।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: হাহাহা....মজার হয়েছে।

তিনশত পোস্টের জন্য শুভেচ্ছা রইলো...

আরো লিখুন, আমাদের জন্য।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

শাহাদাত হোসেন বলেছেন: তিনশতম পোষ্টের জন্য অভিন্দন ।আর সত্যিই বলছি ছড়াটা মজার ছিলো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদত হোসেইন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



নারীবাদী প্রামানিক
তার ৩০০তম পোষ্ট,
‘লেডিস ফার্স্ট’ ?
ওকে , ওয়েলকাম মোষ্ট .... :P

( চমৎকার ....... চমৎকার................. চমৎকার )

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। নারীবাদী নারী বিদ্বেষী কোনটাই নই, তবে লেখার সময় যখন যেমন লেখা দরকার তাই লেখি। তবে রসিকতা করার জন্য শুভেচ্ছা।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

ডার্ক ম্যান বলেছেন: লেডিস অলওয়েজ ফার্স্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডার্ক ম্যান। অনেক অনেক ধন্যবাদ।

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যথারীতি ছন্দময় ছড়া....

তিনশ' পোস্ট একটি বিশাল মাইল ফলক... প্রামানিক ভাই!

অভিনন্দন কবুল করুন :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

সাহসী সন্তান বলেছেন: ও প্রামানিক ভাই, এইটা আপনি কি পোস্টাইলেন? আনলিমিটেড হাসির মধ্যে আছি ভাই! কিছুতেই আর থামাইতে পারি না........!!



৩০০ তম পোস্টের শুভেচ্ছা এবং এই তিন শত পোস্ট আগামী বছর তিন হাজার হবে, প্রিয় প্রামানিক ভাইয়ের কাছে সেই প্রত্যাশা.......!


চমৎকার কবিতায় ভাল লাগা রেখে গেলাম! শুভ কামনা জানবেন!

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনি আমার ছড়া পড়ে হেসেছেন জেনে খুব ভাল লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক ভালো লাগলো ভাই।

তিন শততম লেখার জন্য বিশেষ শুভেচ্ছা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

হামিদ আহসান বলেছেন: হা হা হা .....

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

হামিদ আহসান বলেছেন: তিন শততম পোস্টে অভিনন্দন

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: একদম ৩০০তম পোষ্টের মত মজাদার।।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

একুশে২১ বলেছেন: রম্য কবিতার শতভাগ রস আজকে বোধকরি পাইলাম। চমৎকার।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই একৃশে। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

মানসী বলেছেন: ''পড়ল কথা সবার মাঝে
যার কথা তার গায়ে বাজে।''

অনেকক্ষণ ধরে ভেবেই চলেছি কথার চড়টা ঠিক কোথায় পড়ল !!


লেখা দারুণ হয়েছে। নিদারুণও বটে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানসী। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

সজিব্90 বলেছেন: ++++

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সজীব, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

লালপরী বলেছেন: হা হা হা লেডিস ফাস্ট। দারুন মজার কবিতা ভাইয়া =p~

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাল পরী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

লিও কোড়াইয়া বলেছেন: তিনশতম পোস্ট উপলক্ষে আপনার জন্য আমার আট লাইন!




মস্তক আমার করছে না কাজ
পাচ্ছি না খুঁজে ছন্দ;
ছড়া টা ভাই বস হয়েছে
পেয়েছি খুব আনন্দ!

তিনশ খানা পোস্ট করা
মোটেও সহজ কাজ নয়
দোয়া করি এই পোস্ট করা
কোনদিনও যেন শেষ না হয়!


২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া। ছন্দ মন্তব্যে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

শামছুল ইসলাম বলেছেন: তিনশততম পোস্ট উপলক্ষ্যে অভিনন্দন।

ছড়া বরাবরের মত চমৎকার।

ভাল থাকুন।সবসময়।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত মন্তব্যের ভীড়ে আমি কি আর বলবো ভাই,এত ভালো হয়েছে যে-আমার লেখার ভাষা নাই।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আপনবার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! যথারীতি চমৎকার। মজার ছড়া। তিনশতম পোস্টের জন্যে অভিনন্দন। কোয়ালিটি বজায় রেখে এত পোস্ট করতে পারাটা একটি বিশেষ ব্যাপারই বটে। শুভ ব্লগিং।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মোঃ জুনায়েদ খান বলেছেন: এ কেবল আপনাকে দিয়ে সম্ভব! তুলনাহীন ছড়া!

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুনায়েদ খান, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

কল্লোল পথিক বলেছেন: অনেক মজার ছড়া!তিন শততম পোস্টে অভিনন্দন

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইএর ছড়ার বিষয় নির্বাচন বরাবরই অভিনব ।

ত্রিপল সেঞ্চুরির শুভেচ্ছা ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। আপনার মন্তব্যে বরাবরের মতই অনুপ্রাণিত হলাম। শুভেচছা রইল।

৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

অগ্নি সারথি বলেছেন: আইচ্ছা, সাধুর কবিতাৎসোর্গ বিষয়ডা এখন কিলিয়ার। কবিতায় ভাললাগা।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: আপনি কিলিয়ার হইলেই তো সব ফকফকা। ধন্যবাদ

৪৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

আলোরিকা বলেছেন: অভিনন্দন প্রামানিক ভাই ! অনেক অনেক শুভ কামনা । কইবত্যা ভালই হয়িছে :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই,


অসাধারণ ছড়া। খুব ভাল লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.