নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হ-য-ব-র-ল

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২


শহীদুল ইসলাম প্রামানিক

মিট মিটে চেহারা
পিট পিটে ভাব
চিট চিটে চামড়া
খিট খিটে স্বভাব।

ঘুট ঘুটে কালো রং
কুট কুটে কালো
চক চকা সাদা রং
ফক ফকা আলো।

পুট পুটে পাটখড়ি
মুট মুটে ডাল
থই থই নদী নালা
ভরা ভরা খাল।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমি প্রথম চা দেন!!!!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: চলে আসেন চা রেডি আছে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

সাহসী সন্তান বলেছেন: আহরে ফাঁক দিয়া কবীর ভাই ঢুইক্কা গেলু? মুখভার করা ইমো হবে!



আমি দ্বিতীয়! আমারে কফি! কোত্থাও যাইতারুম না কিন্তু?

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: আপনে না আইতে পারলে তো চা বুড়িগঙ্গায় ঢাইলা দিতে হবে, আর আপনি বরিশাল বইসা নদীর পানি খাইতে থাকবেন, তাতে যদি দুই চার ফোটা কফি মুখের মধ্যে ঢুকে, তাছাড়া কফি পাঠানোর মত আর ভাল উপায় খুঁজে পাচ্ছি না।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

গুরুর শিষ্য বলেছেন: শীতের দিনে ভরা ভরা খাল দিয়ে কি হবে...?

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: জোয়ারে ভরে যায় করার কিছু থাকে না। ধন্যবাদ ভাই গুরুর শিষ্য।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: আমি তৃতীয় হইছি। আমি চা কফি দুইডাই লমু! /:)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই শীতের রাতেই চলে আসেন, গরম গরম পাবেন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শ্রী অভিজিৎ দাস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সাহসী সন্তান বলেছেন: দিগন্ত ভাই ফেল মারছে......!! :`> মাঝখান দিয়া গুরুর শিষ্য ভাই ঢুইক্কা গেছে এইটা উনি খেয়ালই করেন নি? উনার জন্য আপাতত বরফ জলের ব্যবস্থা করা হোক! (ভুল করার শাস্তি আরকি)!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ঠান্ডার ভিতর বরফ জলের ব্যবস্থা করতে হয় না এমনিতেই জল ঠান্ডা থাকে। ধন্যবাদ রসিকতা করার জন্য।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

রানার ব্লগ বলেছেন: মজাদার কবিতা

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

সাহসী সন্তান বলেছেন: অসুবিধা নেই ঢাকার যত্ত দোকান আছে সব গুলো থেকে চা নিয়ে বুড়িগঙ্গা ঢালেন! আর আমি এইখান চুমুক দেওয়া শুরু করি.....!




প্রিয় প্রামানিক ভাইয়ের পাঠানো চা বইলা কথা না?

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি যে বরিশাল বসে চা খেতে রাজি হয়েছেন তাতেই আমি খুশি। ধন্যবাদ

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: মাঝখান দিয়া ক্যামনে ঢুইক্কা গেল!!!!! X(
কয়ডা সেকেন্ডের লাইগা আমার চা-কফি দুইডাই বরফ হয়া গেল!!!! /:)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: হোক বরফ তারপেরেও তো নাম চা আর কফি। ধন্যবাদ

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

নিমগ্ন বলেছেন: ভাল্লাগলো ছড়াকার প্রামানিক ভাই। ++++

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: এতো দেখি আসলেই হযবরল

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফেরদৌসী রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছড়া। শিরোনামটা যথার্থ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: কাল দেখলাম না ৷
ভাল লাগল ৷
আমাদের জীবনও হজবরল হয়ে গেছে

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: কাল গ্রামের বাড়ি গিয়েছিলাম। ধন্যবাদ

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন ছড়া । পড়ে অনেক ভালো লাগল ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগ সার্চম্যান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২

উর্বি বলেছেন: সুন্দর

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এই মালটাকে (যার বর্ণনা দিয়েছেন) গ্রামের বাড়ির রাস্তা থেকে দেখে এসেছেন নাকি? অাপ্নারে একখান ছড়া উৎসর্গ করলাম, একবার চাইয়াও দেখলেন না!

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। আপনার ছড়া পড়েছি এবং মন্তব্যও করেছি। তবে কথা হলো সামুতে প্রিয়দের তালিকায় কাউকে রাখলে সেটার সংক্ষিপ্ত আকারে তালিকা পাওয়া যায় না, তার কারণে ব্লগে আমার ঘনিষ্ঠদের লেখা অনেক সময় ইচ্ছা থাকলেও চোখে পড়ে না। ক্যাটাগরি অনুযায়ী লেখা না পাওয়ায় অনেক খুঁজে খুজে পড়তে হয় এটাও একটা সমস্যা।

খুব খুশি হলাম আমার নামে আপনার ছড়া উৎসর্গ করার জন্য।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: মজার ছড়া।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রামাণিক ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: অনেক দিন পরে দেখা হলো। কেমন আছেন? আইডি খোলার পরে আমার পোষ্টেই প্রথম মন্তব্য করার জন্য আন্তরিক অভিন্দন জানাই।

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আমি ভালো আছি ভাই। আমি নতুন ব্লগার ........

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: আপনার ব্লগ থেকে ঘুরে এসেছি। আপনি প্রথম আমার লেখায় মন্তব্য করেছেন।

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

তুষার আহাসান বলেছেন: মজার । ভাল লাগল।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তুষার আহাসান। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.