নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
(উৎসর্গ সহব্লগার রক্তিম দিগন্ত)
শহীদুল ইসলাম প্রামানিক
প্রবাদ আছে বাসর রাতে
বিড়াল মারতে হয়
এইটা দেখলে নতুন বউয়ে
পায় নাকি খুব ভয়।
সেই কারণে হ্যাবলা মিয়া
বাসর রাতে ঘরে
এক কোপেতে মারল বিড়াল
বউ পালালো ডরে।
চিৎকার শুনে বাড়ির লোকে
দৌড়ে এলো যখন
উঠান মাঝে নতুন বউয়ে
জ্ঞান হারালো তখন।
তাকিয়ে দেখে বাসর ঘরে
রক্ত দিয়ে ভরা
সেই ভয়েতে শ্বশুর মশাই
পালিয়ে গেল ত্বরা।
হইহুল্লোড়ে পাড়ার লোকে
উঠান গেল ভরে
রক্ত দেখে সব মানুষে
পড়ল বিষম ঘোরে।
কোপ দিয়ে কি নতুন বউটার
নামিয়ে ফেলল ঘাড়?
সেই সময়ে পুলিশ এসে
বলল, খবরদার!
পুলিশ দেখে হ্যাবলা মিয়া
থরথর করে কাঁপে
বিয়ে তো নয় জেল খানাতে
ঢুকিয়ে দিল বাপে।
বউ মেরেছে সেই খবরে
পুলিশ খোঁজে লাশ
হ্যাবলা মিয়া হচ্ছে তখন
বাসর রাতের ত্রাস।
সারা ঘরে পুলিশ খোঁজে
লাশের দেখা নাই
রক্ত মাখা দা’য়ের পাশে
মরছে যে বিলাই।
ভয় পেয়ে যে নতুন বউয়ে
এলো না তো আর
বলেন তো ভাই বিড়াল মেরে
বাসর ভাংগল কার?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। প্রথম মন্তব্যকারী হিসাবে চা পাওনা রইল।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
গেম চেঞ্জার বলেছেন: ইহা কি শুনাইলেন ভাই। কি শুধাইবো, মষ্তিষ্কে কিছুই ঠাহর করিতে পারিছি নাহঃ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: ইহা তো পুরানো কথা ভাই, বাসর রাতে বিলাই মারতে হয়, তাহাই হইয়াছিল।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
তাওহিদ হিমু বলেছেন: হাহাহা,,,
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাওহিদ হিমু। অনেক অনেক শুভেচছা রইল।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
জনম দাসী বলেছেন: ভাই এই বাসর আবার আপনার ভাঙ্গে নায় তো !!! আসলে এই কথাটা মানুষ কেন বলে। তবে হাসালেন অনেক। মনে হয় আপনার কারনে আরও বাঁচবো অনেক দিন... দারুন মজার ছড়া...
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনমদাসী। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনাদের আশীর্বাদ আমার ছড়া লেখার পাথেয়। শুভ্চেছা রইল।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!! আমারে এইডা কী উৎসর্গ করা হইল!!!!
পুরাই তব্দা খাইয়া গেছি!!!
পুরাই থ্রিলিং জিনিস!!!
পেলাস লন ভাই গেলাস ভইরা,। ++++++++++
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: এটা তো ভাই আপনার কাহিনীই মনে হইতাছে। কাজেই তব্দ না হইয়া শব্দ কইরা হাসেন। ধন্যবাদ
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: মজার............
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচ্ছা রইল।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
সাহসী সন্তান বলেছেন: আমি বাসর রাতের বিলাই মারার ব্যাপারটা ঠিক বুঝিনা, বুঝিয়ে বললে খুশি হইতাম.......?
কবিতা দূর্দান্ত হইছে! শুভ কামনা জানবেন!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: কোন ব্যাক্কেলে যে অতীতে বাসর রাতে বিড়াল মারার কথা কইছে, সেইডা যুগ যুগ ধইরা চালু আছে। আপনে না বুঝলে আপনার গ্রামের খুনখুনা বুড়া দাদা নানাদের সাথে আলাপ করেন, তারা আপনারে সুন্দর কইরা বুঝায়া দিব।
সবচেয়ে ভাল হয় রক্তিম দিগন্তরে জিজ্ঞাসা করেন। হেয় বাসর রাতে নাকি বিলাই মারছে।
নিচে লিংক দিলাম
আমার বিয়ে
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এত দেখছি ভয়াবহ ছড়া! ভাল্লাগলো । বেচারা হ্যাবলা মিয়ার জন্য সহানুভূতি!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: বাসর রাতে বেড়াল মারতে হয় জানা ছিল না ।
কিছুটা সময় হাসলাম
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। আপনার মন্তব্য পড়ে হাসলাম। এটা অনেকেই জানে না আগের দিনের বুড়োগুলো শুধু জানে।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
কিরমানী লিটন বলেছেন: বউ মেরেছে সেই খবরে
পুলিশ খোঁজে লাশ
হ্যাবলা মিয়া হ্েচছ তখন
বাসর রাতের ত্রাস।
"বাসর রাতের বিলাই" দারুণ মজা পেলাম। শুভকামনা প্রিয় প্রামানিক ভাই ...
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
প্রণব দেবনাথ বলেছেন: কি কান্ড!কি কান্ড!!বাসর কিনা লন্ডভন্ড!!!!!!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রণব দেবনাথ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
কল্লোল পথিক বলেছেন: অনেক মজার ছড়া
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। শুভেচ্ছা রইল।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। শুভেচ্ছা রইল।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
সুলতানা রহমান বলেছেন: +
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সলতানা রহমান। শুভেচ্ছা রইল।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল একটা থ্রিলার ছিল ভাই।
মজা পাইছি।
প্রিয়তে রাইখা দিলাম।
বিলাই খুনের তদন্ত - নাহ! চরম এক রহস্য এইটা।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। বিলাই খুনের তদন্ত করলে তো হ্যাবলার বারোটা বেজে যাবে।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহহাহা,,, চমৎকার!
+++++++++++++ যা প্লাস আছে সব আপনার
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। বলেন কি? সব প্লাস আমাকে দিলে অন্য ব্লগার ভাই বোনেরা তো শুন্য পাবে।
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
সজিব্90 বলেছেন: 14ই জানুয়ারি কি আমিও এরকম করব !!!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সজিব৯০। আগামী ১৪ই জানুয়ারী কি বিয়ের তারিখ? তবে এখন পুরানো বিড়াল নয় আধুনিক বিড়াল মারতে হবে।
১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩
আরণ্যক রাখাল বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেয়া ঘাট। অনেক অনেক শুভেচছা রইল।
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
বিপরীত বাক বলেছেন: দারুণ তো ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিপরীত বাক। অনেক অনেক শুভেচছা রইল।
২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহারে বিলাই মারার বাসর
বিড়াল মেরে ভাংগল শেষে ঘর!
হা হা হা
অনবদ্য ছড়া।
++++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচছা রইল।
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
আজমান আন্দালিব বলেছেন: মজারু...
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচছা রইল।
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
মিউজিক রাসেল বলেছেন:
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো। +++
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: হাহাহা....মজার হইছে !!