নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাল দিলে পাপ হয়

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫


শহীদুল ইসলাম প্রামানিক

মসজিদ মাঝে নামাজ পড়ছে
হাবুল, কাবুল, মজিদ
এ উহারে ধাক্কা মেরে
ভাঙছে তাদের নিদ।

হাবুল মিয়া রাগ করে কয়
ধরছে কি ভীম রতি
আমি হেথায় ঘুমিয়ে গেলে
হচ্ছে কি তোর ক্ষতি?

কাবুল মিয়া ধমকে উঠে
বলছে ভীষণ রেগে
ঘুমের ঘর মসজিদ নয়
থাকতে হয়রে জেগে।

এই কথাতে মজিদ মিয়া
ভীষণ চটে যান
গাল দিয়ে কয়, থামবি তোরা
কেমন মুসলমান?

হারামজাদা, কুত্তার বাচ্চা
তোরা বড় খারাপ
মসজিদ মাঝে ঝগড়া করা
বিশাল বড় পাপ।

এই না বলে উল্টাপাল্টা
দিল অনেক গালি
উভয় পক্ষের গালাগালিতে
শয়তান দিচ্ছে তালি।

চিন্তা করেন পাঠক সমাজ
আল্লাতে যার ভয়
সেই লোকেরা গাল দিয়ে কয়
গাল দিলে পাপ হয়।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


হক ! কথা কইছেন ভ্রাতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব্। এত তাড়াতাড়ি মন্তব্য করার জন্য খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

অগ্নি সারথি বলেছেন: চিন্তা করেন পাঠক সমাজ
আল্লাতে যার ভয়
সেই লোকেরা গাল দিয়ে কয়
গাল দিলে পাপ হয়।
- চ্রম হইছে প্রামানিক দা। চালায়া যান।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: (ঝগড়া) সুন্দর! ঘুমের মধ্যে ধাক্কা দিলে অামারও খুব বিরক্ত লাগে । শুনেছি নিদ্রা এবং পানাহার অপেক্ষা উত্তম কোন এবাদত নেই ।

ছড়া ভালো লেগেছে ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

প্রামানিক বলেছেন: কাঁচা ঘুম ভাঙলে সবারই বিরক্ত লাগে। নিদ্রা এবং পানাহার অপেক্ষা উত্তম কোন এবাদত নেই কথাটা ঠিক তবে সেটা এশার পরে ফজরের পূর্ব পর্যন্ত।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


চিটাগাং এর মোল্লারা ওয়াজের ভেতর গালি দেয়

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

প্রামানিক বলেছেন: মোল্লারা গালি দিলে দোষ নাই বেমোল্লারা গালি দিলে যত সমস্যা। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

নিমগ্ন বলেছেন: চিন্তা করেন পাঠক সমাজ
আল্লাতে যার ভয়
সেই লোকেরা গাল দিয়ে কয়
গাল দিলে পাপ হয়।



হায়! এ কি হাল?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: তাই ! স্বভাবকবি ভাল লাগল:)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতি কাজল। আপনার মন্তব্যতে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

ডার্ক ম্যান বলেছেন: চরম একখান জিনিস দেখাইলেন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডার্ক ম্যান। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সাহসী সন্তান বলেছেন: আগেই বলে রাখি, আমার মন্তব্যের প্রতি উত্তর সবার মত এক রকম দিলে চলবে না! বেশি তাড়া থাকলে আগে কাজ সারেন, তারপর প্রতি উত্তর করেন! :`>


কবিতা ভাল্লাগছে! পিলাচ সহকারে ভাল লাগাটা জানিয়ে গেলাম ভাই!


২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

প্রামানিক বলেছেন: আগেই বলে রাখি, আমার মন্তব্যের প্রতি উত্তর সবার মত এক রকম দিলে চলবে না! বেশি তাড়া থাকলে আগে কাজ সারেন, তারপর প্রতি উত্তর করেন!

কাজের তাড়ার ভিতরেই মন্তব্যের উত্তর দিয়ে থাকি, তাই ইচ্ছা থাকলেও অনেক সময় প্রতি উত্তরে ভাল কিছু লেখার সুযোগ পাই না। তবে আপনারা অনেকেই আমার আন্তরে আছেন তাদেরকে সবসময় আমি আন্তরিকতার সাথেই গ্রহণ করি। ধন্যবাদ ভাই সাহসী সন্তান। খুশি হলাম খোলামেলা কথা বলার জন্য।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

জনম দাসী বলেছেন: মোল্লারা ওয়াজের মধ্য গালি দেয়++++++++

ওই খানে আমার মত যদি একজন দর্শক থাকতো, তাইলে ওই মোল্লার গলাডা মাইকের মধ্যে চাইপ্পা ধরতাম যেন আর গালি দিতে না পারে, বছর খানেক আগে শতেক মাইনসের সামনে এক মন্ত্রির গালে বা হাতের পিঠ দিয়া কইসসা একখান থাপ্পর মারছিলাম... মোল্লাগো মত কথা কইছিল বইলা। কইছিল আমারে দেইক্ষা লইবো, উত্তরে কইছিলাম আমারে দেখতে হইলে তোর আগে আল্লার লগে বোঝা পড়া কইরা আহন লাগবো বেটা মুসলমানের কলঙ্ক। এবার আননেরাই বুইজ্জা লন কেঠাই সে।

ভাল এবং সত্য লেখা। ওটা নামাজ পড়া না লোক দেখানো ... ভাল থাকুন ভাই সাহেব।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। আপনার মন্তব্য পড়ে সবসময় অনেক উৎসাহিত হই। আপনার জন্য রইল আমার আন্তরিক শুভেচছা।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো হয়েছে B-) B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,


ফার্ষ্ট, সেকেন্ড এমনকি থার্ডও হতে পারিনি । চা মিলবেনা এটা শিওর ।
তবে চমৎকার একটি স্যাটায়ার মিললো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ১ম, ২য়, ৩য় না হলেও চলবে। আপনার জন্য চা সবসময় রেডি। মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা ভালো লেগেছে ধন্যবাদ প্রামাণিক ভাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নের ফেরিওয়ালা। খুব খুশি হলাম ব্লগে নিয়মিত পেয়ে।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত মন্তব্যের মাঝে আমি আর কি বলি প্রামানিক ভাই,ভালো থাকুন ভালো লিখুন সবসময় ।ধন্যবাদ ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনি আমার পোষ্টে হাজিরা দিলেই আমার বুকটা আনন্দে নেচে উঠে। শুভেচ্ছা রইল।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্য সুন্দর ছড়া। :) :(

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

রুদ্র জাহেদ বলেছেন: চিন্তা করেন পাঠক সমাজ
আল্লাতে যার ভয়
সেই লোকেরা গাল দিয়ে কয়
গাল দিলে পাপ হয়।
ভালো লেগেছে +

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভেচছা রইল।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

সুলতানা রহমান বলেছেন: ভাল্লাগছে+

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

কল্লোল পথিক বলেছেন: হাঃ হাঃ হাঃ চরম হইছে ভাইয়া।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

ধমনী বলেছেন: দারুণ ছড়া।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সইত্য , মজাক ও কম নিলাম না B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

আনোয়ার ভাই বলেছেন: দারুন লিখেছেন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

মিউজিক রাসেল বলেছেন: চরম হইছে, অসাধারণ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.