নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গরুর দামে মাছ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫


শহীদুল ইসলাম প্রামানিক

আরিচা ঘাটে ঘুরতে গিয়ে
করতে গেলাম বাজার
মাছের দাম জিজ্ঞেস করতেই
বলল,‘ চৌদ্দ হাজার’।

বললাম হেসে মাছওয়ালাকে,
‘এতো দাম কেউ চায়,
ওই টাকাতে হাট-বাজারে
গরুও কেনা যায়’?

মাছওয়ালা কয়, ‘মাছ না কিনে
গরু কিনে খাবেন,
গরুর গোস্তে কভু কি আর
মাছের স্বাদটা পাবেন’?

বললাম তখন মাছওয়ালাকে,
‘কেমনে মাছটা খাবো,
এত টাকায় কিনলে পরে
মাছের স্বাদ কি পাবো’?

‘অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৮৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:

১৪ হাজার টাকায় রেল লাইনের পাশে বস্তিতে বিয়ে করা যায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: বস্তিতে বিয়ে করতে এত টাকাও লাগে না। চার পাঁচ হাজার টাকায় প্রায়ই বিয়ে হচ্ছে। ধন্যবাদ ভাই চাঁদ গাজী।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: সুপার হিট ।।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বেদজ্যোতিকাজল। অনেক অনেক শুভেচছা রইল।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ‘অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’। হুম । চিন্তার বিষয়!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: সৎ রোজগারে চলা খুব কঠিন হয়েছে। ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

আজিজার বলেছেন: ভাই যাদের দু নম্বরী টাকা আছে তারা ১৪ হাজার টাকায় মাছ কিনবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: যারা দু'নম্বরী ইনকাম করে তাদের বাজার দেখলে টাসকি লাগতে হয়। বাজারে গেলেই বোঝা যায়। সুন্দর মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার একটা রম্য পোস্ট ছিল - যার অংশ বিশেষ ---
'' তিন চার মাস আগের ঘটনা , নিজাম মিয়া গেছে তার নানীর জন্য সুপারি কিনতে । দোকানদার এক হালির দাম চাইল চল্লিশ টাকা । নিজাম বলল, * * * * * এইমাত্র এক হালি কমলা কিনলাম বত্রিশ টাকা দিয়ে আর আপনি এক হালি সুপারি চাইছেন চল্লিশ টাকা ? দোকানদার নির্বিকার ভাবে বলল, কমলা যখন সস্তা আপনি আরও এক হালি পান খাওয়ার জন্য কিনে নিয়ে যান । ''

হাহাহাহা আপনার ছড়া পড়ে লিখাটির কথা মনে পড়লো ।( লিঙ্ক - Click This Link )

আপনাকে লিঙ্ক দেয়ার জন্য লিখাটা খুঁজতে গিয়ে দেখি , আমার লিখাটি হুবহু অন্য একটা সাইটে ছাপিয়ে দিয়েছে -

http://amader-kotha.com/page/82382 ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: ভাই গিয়াস উদ্দিন লিটন, আপনার মত আমার লেখাও চুরি হচ্ছে। গোগুলে সার্চ দিলে অনেক জায়গায় আমার লেখা পাই অথচ ঐ লেখা ছাপার ব্যাপারে আমাকে জানানো হয় না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

জনম দাসী বলেছেন: মাছের স্বাদ টাকা টাকা লাগবে এটাই তো স্বাভাবিক। সৎ মানুষের তাই লাগে, আর সুদ ঘুষদের কাছে সেই অনেক টাকায় কেনা মাছই মুখে মাছি মাছি লাগে। কারন ওদের যে শূরা আর নারী ছাড়া অন্য কিছুর স্বাদ নাই। বস্তির অনেক ময়েরই সেই মাত্র পাঁচটা হাজার টাকার জন্য বিয়ে হয়না। অনেক দেখেছি এই পোড়া দুই নয়নে ঘুরে ঘুরে। দেখে দেখে , করে করে আজ নয়ন পোড়া নয়, হৃদয় নয়ন দুটোই তবু এখন আড়ও খোঁজে ব্যাকুল হয়ে থাকে। আহারে না জানি কার ঘরে খাবার নেই, কার পরনে শীতের কাপড় নেই... লেখাটির জন্য +++++++++++++++++++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: বোন জনম দাসী, আপনার মন্তব্য পড়ে অনেক কথাই মনে পড়ে গেল। কিন্তু সত্য কথা বলতে গেলে বিপদ বেশি তাই অনেক কিছু বলতে চেয়েও বলা হয় না। আমার ব্স্তব জীবনেও অনেক নাজেহালের গল্প আছে। সময় হলে এক সময় সেসব কথা লিখব। তবে আপনার সমাজ সেবামূলক মনোভাব আমার কাছে খুব ভাল লাগে, এরকম মানসিকতার লোক আছে দেখেই সমাজ এখন পর্যন্ত ঠিক আছে। ধন্যবাদ

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

ধমনী বলেছেন: মজার।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ধমনী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

ধমনী বলেছেন: চায়ের কথা বললে আপনি স্থান পরিবর্তন করেন কেন?
একবার মতিঝিল, একবার বায়তুল মোকাররম আবার সেগুনবাগিচা!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ভাই আপনি তিন জায়গার যে কোন এক জায়গা থেকে ডাক দিলেই আমাকে পাবেন। রসের মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: ‘অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে আঁকা বাঁকা
হয়েছে ঝাকানাকা

একদম পিলাস

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই। মন্তব্যের জন্য শুভেচছা রইল।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: ১৪০০০ টাকায় মাছ?
খাইলাম না হয় মাছ।

ছড়া খাসা হইছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

প্রামানিক বলেছেন: আমিও খাই নাই তারপরেও তো মনে হয় কেউ না কেউ খেয়েছে। ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

কামরুন নাহার বীথি বলেছেন: ‘অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’।
--------

ভাল লাগল প্রামানিক ভাই!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। আপনার দেয়া এ্যাওয়ার্ড আমি সাদরে গ্রহণ করলাম। আপনার প্রতি রইল আমার প্রাণঢালা শুভ্চেছা।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’
---

মজার হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
মাছের স্বাদ- টকা টাকা !!
হিঃ হিঃ

কবি প্রামানিক আমাদের মুগ্ধ পাঠক-পাঠীদের হাসির যোগান।
কবির প্রতি সুভেচ্ছা রহিল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজাউল করিম। আপনার মন্তব্যে অত্যান্ত খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: মজার হয়েছে । ধন্যবাদ প্রামাণিক ভাই

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আগে কন আপনি আরিচা ঘাটে মাছ কিন্তে গেলেন ক্যান?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: মাছ কিনতে যাই নাই তো ঘুরতে গেছিলাম। মাছের চেহারা দেইখা লোভ লাগল তাই দাম করতে গিয়া আহম্মক হইলাম। ধন্যবাদ

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:
সুন্দর ছড়ার জন্য আপনাকে এক বাগান ফুল দিলাম :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: ফুল না হয় এক বাগান দিলেন বুঝলাম এইডা আবার পপি ফুল না তো?

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রামানিক ভাই স্বাগতম

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

প্রামানিক বলেছেন: আপনার সম্পাদনায় আলমগীর কবীর-এর উপর লেখাটি সাতলা নিউজ ডট কমে দেখে এলাম। খুব ভাল হয়েছে। অভিনন্দন জানাই্। ধন্যবাদ নুরু ভাই।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: মাছ খাওয়া ভুলে যেতে হবে দেখছি #:-S

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: মাছ খাওয়া ভুলে না গেলেও না খেতে খেতে অনেক মাছের স্বাদ এখন ভুলে যেতেই বসেছি। ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

মিউজিক রাসেল বলেছেন: অনেক মজা পেলাম, ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই এবারের ছড়ারাও বেশ মজার হয়েছে । B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

শাখাওয়াত হোসেন রবিউল বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাখাওয়াত হোসেন রবিউল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

অন্তু নীল বলেছেন: খুব সুন্দর হয়েছে। মজা পেলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্তু নীল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়া, 'লাইক'।
১৪০০০ টাকায় এখনো গ্রামে গঞ্জে ছোটখাট একটা গরু কিনতে পাওয়া যায়।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, উত্তরাঞ্চলে এখনও ১৪হাজার টাকায় ছোট খাটো গরু কিনতে পাওয়া যায়। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: এখনতো গরুর দামে মাছ পাচ্ছেন, কয়দিন পর ফ্ল্যাট এর দামে কিনতে হবে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। দারুণ একটা অভিমত প্রকাশ করেছেন। ভবিষ্যতে কিছু মাছ হয়তো ফ্লাটের দামেও পাওয়া যাবে না। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

লেখোয়াড়. বলেছেন:
বিষয় বটে!! বিষয় বটে!!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

ভীমরুলের হুল বলেছেন: স্বল্প শব্দে বাস্তবতার প্রকাশ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভীমরুলের হুল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

লালপরী বলেছেন: হা হা হা +++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাল পরী। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: ‘অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’।

ঠিকই বলেছেন, মাছের চেয়ে টাকাই সস্তা এখন...

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। আপনি ঠিকই বলেছেন বর্তমানে মাছর চেয়ে টাকা সস্তা। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
গরুর দামে মাছ
একি দিন আইলো ভাই
রানার' বলেন ফ্লাটের দামে মাছ
শুনে মুর্ছা যাই!

গুরুজনের কথাই হলো সত্যি
ব্যাগ ভরে টাকা নিয়ে
পকেট ভরা বাজার
মিছে নয় এক রত্তি!

আহা সেকি দিন ছিলো
এক টাকায় আটমন চাল পাওয়া যেত!
শায়েস্তা খা আর আসবে না
আমাদের দু:খ ঘুচবে না! ;)

+++++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। আমাদের আমল তো দূরের কথা পর জনমেও হয়তো শায়েস্তা খার আমল আসবে কিনা সন্দেহ। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: অধিক টাকায় কেনার পরে
পকেট হবে ফাঁকা
খাওয়ার সময় স্বাদটা তখন
লাগবে টাকা টাকা’।

অসাধারন হয়েছে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শ্রী অভিজিৎ দাস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যব্রদ।প্রামানিক ভাই । আপনার সব লেখাই ভালো, এই লেখাটা আরও ভালো । যথেষ্ট হয়েছে আপনাকে আর লিখতে হবে না । এত মন্তব্যের উত্তর দেয়ার সময় পান কোথায় । এত ভালোবাসা রাখেন কোথায় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার উৎসাহমূলক মন্তব্য সব সময় আমাকে উৎসাহ যোগায়। আজকের মন্তব্যও এর ব্যতিক্রম নয়। অনেক ভাল লাগল আপনার মন্তব্য। শুভেচছা রইল।

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: কী মাছ ছিলো?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ১৪/১৫ কেজি ওজনের বাঘাইড় মাছ।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

রানা আমান বলেছেন: আসলেই ঠিক কথা । দামী কিছু কিনে খেতে নিজের কাছেই অসস্তি লাগে , অপচয় বলে মনে হয় । আরিচা ঘাটের মাছ কিনলুম , এই আত্মতৃপ্তির value addition করে দাম নিয়ে না ভেবে অনেকেই অবশ্য কেনেন । তা সেটা তাদের বিষয় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: বৈধ ইনকামের পয়সা দিয়ে এত দামের মাছ কেনা কষ্টের ব্যাপার। যাদের অবৈধ আয় আছে তাদের কাছে ১৪ হাজার কিছু না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: ছড়ার সাথে বাস্তবতা মিলে একাকার ! ভাল লাগা গ্যারান্টেড !

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুর রব শরীফ। মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন: মাছওয়ালা কয়, ‘মাছ না কিনে
গরু কিনে খাবেন,
গরুর গোস্তে কভু কি আর
মাছের স্বাদটা পাবেন’?
অসাধারন হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি এত বাস্তবধর্মী লেখা ছড়ার মাধ্যমে উপস্থাপন করেন ভাবতে অবাক লাগে৷

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুন। আন্তরিক শুভেচ্ছা রইল।

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

ঢাকাবাসী বলেছেন: বাস্তব জীবনের কাহিনী নিয়ে ছড়া, অপুর্ব! খুব ভাল লেগেছে আর এটার ভাবটা আরো ভালো লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকা বাসী। কি আর বলবো ভাই মাছের দাম শুনে আহাম্মক হয়েছিলাম। শুভেচছা রইল।

৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সাহসী সন্তান বলেছেন: চমৎকার বাস্তবধর্মী ছড়া অনেক ভাল লাগলো প্রিয় প্রামানিক ভাই.......!!



শুভ কামনা জানবেন!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

লেখোয়াড়. বলেছেন:
এই পোস্ট জনপ্রিয় ছড়াকার প্রিয় প্রামানিক ভাইকে অভাববোধ করছে।

শায়মার বিয়েতে আপনার ছড়া থাকবে না তা কি করে হয়??

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: সত্যি সত্যি যদি বিয়ে হয় তাহলে বিয়ের দাওয়াতের অপেক্ষায় আছি। দাওয়াত দিতে দেরি হলেও যাইতে দেরি হবে না। ধন্যবাদ ভাই লেখোয়াড়।

৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।

তবে এতে দামে মাছ কেনার পর গিন্নির বিরাগ ভাজন হওয়ার সমূহ সম্ভাবনা !!!

ভাল থাকুন। সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, গিন্নির মনমতো শাড়ি না দিয়ে এত দামের মাছ কিনলে কপালে দুর্ভোগ হওয়ার কথাই বেশি। ধন্যবাদ

৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনার কোন লেখাকি আমি
আমার অনলাইন পত্রিকায়
প্রকাশ করতে পারি?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: অবশ্যই, ধন্যবাদ নুরু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.