নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হ্যাবলা মিয়া ঢাকা গিয়েছে
মতিঝিলের মোড়ে
উঁচু একটা দালান দেখে
গুনছে জোরে জোরে।
গোনার পরে তাকিয়ে দেখে
মাস্তান একটা খাড়া
"দে টাকা দে ফাটিয়ে ফেলবো"
করছে বড় তাড়া।
কাঁপতে কাঁপতে বলল হ্যাবলা,
"কিসের টাকা দিব"?
"আমার বিল্ডিং তুই গুনেছিস
তিনশ’ টাকা নিব"।
হ্যাবলা বলে, "সব তালা তো
গুনতে পারি নাই
অর্ধেক গুনে এতো টাকা
কেমনে দিব ভাই"?
মাস্তান বলে, "যা গুনেছিস
তাই দিয়ে দে এখন
নইলে কিন্তু ডবল নেব
কাঁদবি পরে তখন"।
অমনি হ্যাবলা দেড় শ’ টাকা
মাস্তান হাতে দিলে
টাকা পেয়ে হাসতে হাসতে
যায় সকলে মিলে।
খুশির চোটে হ্যাবলা বলে,
"ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"।
(ছবি ইন্টারনেট)
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিসির আলী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসধারন!!!!!!!!!!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। আন্তরিক শুভেচছা রইল।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: জোক থেকে ছড়া! মজার
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। আন্তরিক শুভেচছা রইল।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
শামছুল ইসলাম বলেছেন: হা-হা-হা ............।
মজার ছড়া।
ভাল থাকুন। সবসময়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচছা রইল।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
কল্লোল পথিক বলেছেন: ভাই আপনি পারেনও বটে শোনা গল্পটা এত সুন্দর ছড়ায় রুপ দিলেন।
অসাধারন হয়েছে অসংখ্য ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। আন্তরিক শুভেচছা রইল।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪
পুলহ বলেছেন: প্রামানিক ভাই, আপনার ছড়া পুরাটা পড়লেও কি তিনশ' টাকা দিতে হবে ??
মজা পেয়েছি ভাই! হা হা হা ....
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: পুরোটা পড়ে যদি বলেন অর্ধেক পড়েছি তাইলে অর্ধেকই দিয়েন। ধন্যবাদ মজা করার জন্য।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
অন্তু নীল বলেছেন: সাহিত্যের নতুন ধারা ! সুন্দর।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্তু নীল। অনেক অনেক শুভেচছা রইল।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
শূণ্য পুরাণ বলেছেন: সালাম জানাই স্বভাব কবিকে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূণ্য পুরাণ। অনেক অনেক শুভেচছা রইল।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: মজার ছড়.........।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচছা রইল।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: কাঁপতে কাঁপতে বলল হ্যাবলা,
"কিসের টাকা দিব"?
"আমার বিল্ডিং তুই গুনেছিস
তিনশ’ টাকা নিব"।
আপনার লেখাগুলো পড়লে পুলক জাগে । অসাধারণ সব ছড়াদের মাঝে ডুব দিতে ভালো লাগেই ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনিন্দ অন্তর অপু। মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: হাহাহা...আসলেই হ্যাবলা !!
ভালো হয়েছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। বরাবরের মতই সাথে থাকার জন্য অনেক অনেক শুভেচছা রইল।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো মজা!!! হ্যাবলা।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনি পারেনও বটে
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
রক্তিম দিগন্ত বলেছেন: বহুল প্রচলিত একটি কৌতুক-গল্প। অনেকের কাছে অনেকভাবে শুনেছি। নিজেও এইটাকে বেশ কয়েক আলাদা আলাদা আঙ্গিকে বানিয়েছি।
কাব্য ধারায় এই প্রথম।
অস্থির লাগলো ভাই। মজাই মজা। ৬ষ্ঠ পিলাস।
আমগর আবার ছড়া পইড়া ট্যাকাটুকা দিতে হইবো না তো। দেওন লাগলে - আমি কিন্তু এইডা পড়ি নাই!!!
(কানে কানে কথা, আগে কেউ চা চায় নাই! আমিই পয়লা চাইলাম। দেন চা!)
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আপনার জন্য চা চুপে চুপেই বরাদ্দ থাকল। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০
আজমান আন্দালিব বলেছেন: জোক থেকে ছড়া!
হয়েছে কড়কড়া!!
প্রচেষ্টা অব্যাহত থাকুক।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজমান আন্দালিব। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: অসাধারণ
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আসাদুজ্জামান মিঠু। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: হেহে!
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
তৌফিক মাসুদ বলেছেন: মনে হয় এমন দিন আসতে বাকি নেই। চালাক লোকেরা এভাবেই ঠাকাবে সরল দের।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। এরকম দিন খুব দূরে নয় আবার বর্তমানেও যে চালু নেই তা্ও অস্বীকার করার মত নয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
গোধুলী রঙ বলেছেন: মতিঝিল সোনালী ব্যাংকের সামনে ভর দুপুরে গ্রাম থেকে আসা আমার এক খালুর পেটে ছুরি ঠেকিয়ে পকেটে থাকা হাজার ৫-৬ টাকা নিয়া ভাইগা গেলো, কেউ কিছু দেখলো না, করলো না, পেটে ছুরি ঠেকানোর সময় থেকে ছুরিধারী ভাইগা যাবার আগ পর্যন্ত তব্ধা খাইয়া ছিলো, এমুন ঘটনা জীবনের প্রথম কিনা!!
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
প্রামানিক বলেছেন: এরকম আমার জীবনেও নয়বার হয়েছে। কিছুই করার থাকে না। পথচারী দেখলেও কেউ এগিয়ে আসে না। ধন্যবাদ ভাই গোধুলী রঙ। খুব ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
আমিই মিসির আলী বলেছেন: খুশির চোটে হ্যাবলা বলে,
"ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"
ভালো লাগলো!