নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বলতো দেখি এই শহরে,
কাক বেশি না কবি বেশি?
এই নিয়ে যে দুই বন্ধুতে
চলছে মহা রেশারেশি।
একজন বলছে বিজ্ঞ সেজে,
‘এই শহর যে কাকের শহর,
ভোর বেলাতে রা¯তায় গেলে
বিদ্যুৎ পোলে দেখবি বহর’।
ডাস্টবিনের ঐ ময়লাগুলো
ছড়ায়-ছিটায় ঠোকর দিয়ে,
ছাদের পরে রাখলে খাবার
উড়াল কাকে যাচ্ছে নিয়ে।
ফুটপাত দিয়ে চলার সময়
উপর থেকে বিষ্ঠা ছাড়ে,
গরম লাগলে তাকিয়ে দেখি
পড়ছে মাথায়, নয়তো ঘাড়ে।
শহর মাঝে গাছে গাছে
সব সময় যে থাকছে কাক
একটি কাকের বিপদ হলে
হাজার কাকে দিচ্ছে ডাক।
ঘুরলে ফিরলে রা¯তা-ঘাটে
সদাই পাবে কাকের দেখা
কবিদের তো হিসাব থাকে
কাকের হিসাব যায় কি লেখা?
মুচকি হেসে বলছে বন্ধু,
‘কাকের হিসাব নয়রে ঠিক,
কাকের চেয়ে কবি বেশি
ছড়িয়ে আছে চতুর্দিক’।
বর্তমানে কবিতা লিখতে
হয় না কোন ছন্দ পতন,
সবাই লিখছে গদ্য করে
কবির মনের ইচ্ছে মতন।
কার কবিতায় কি লিখেছে?
যায় না কিছু অর্থ বোঝা।
বললে পরে বলছে হেসে,
‘গদ্য কবিতা নয়তো সোজা’।
কবিতা এখন অর্থে নয়রে
কবিতা এখন হবির হবি,
পেঁচিয়ে কথা লিখলে পরে
সেই তো বড় কবির কবি।
শিশু বাচ্চা মায়ের কোলে
‘গিবিজি গিবিজি’ কি সব বলে
শিশুদের ঐ প্যাঁচের কথায়
মা জননীর হৃদয় টলে।
বিচার সালিস চললে পরে
প্যাঁচের কথায় হয়রে বিচার
মিথ্যা কথার যুক্তি-তর্কে
সঠিক বিচার হয় কি রে আর?
রাজনীতিকরাও কয় যে কথা
পেঁচিয়ে পেঁচিয়ে মাইক দিয়ে
প্যাঁচের কথায় প্রেম করাতে
অনিচ্ছাতেও হচ্ছে বিয়ে।
চোর-পুলিশ আর জজ-উকিলে
সহজ কথাও পেঁচিয়ে বলে
তাইতো বলি এই শহরে
সবাই এখন কবির দলে।
(ছবি ইন্টারনেট)
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। নতুন বছরের শুভ্চেছা রইল।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
সুলতানা রহমান বলেছেন: আমার মনে হয় সমানে সমান।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা রহমান। সমান সমান হতেও পারে বিচিত্র কিছু নয়। নতুন বছরের শুভ্চেছা রইল।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
প্লাবন২০০৩ বলেছেন: "ফুটপাত দিয়ে চলার সময়
উপর থেকে বিষ্ঠা ছাড়ে,
গরম লাগলে তাকিয়ে দেখি
পড়ছে মাথায়, নয়তো ঘাড়ে"।
-এই না হলে আমাদের প্রামাণিক ভাই!!! একেবারে মনের কথা বলেছেন, অতিষ্ঠ, অতিষ্ঠ।
-আর কবিতার কথা বলছেন! অপরিচিত কারও আধা পাতা বহরের লেখা দেখলেই ভয় লাগে পড়তে, অর্থোদ্ধার তো দূরের ব্যপার।
সবশেষে কি আর বলা, এক কথায় চমৎকার!
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন। অনেক দিন পরে পেলাম। এখন মানসিক অবস্থা কেমন? নতুন বছরের শুভেচ্ছা রইল।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
শামছুল ইসলাম বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা।
আপনার ছড়ার কয়েকটা লাইন, নিয়ে ব্যাপক আলোচনার দাবী জানাচ্ছিঃ
//কার কবিতায় কি লিখেছে?
যায় না কিছু অর্থ বোঝা।
বললে পরে বলছে হেসে,
‘গদ্য কবিতা নয়তো সোজা’।//
//কবিতা এখন অর্থে নয়রে
কবিতা এখন হবির হবি,
পেঁচিয়ে কথা লিখলে পরে
সেই তো বড় কবির কবি।//
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। নতুন বছরের শুভেচ্ছা রইল।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
লেখোয়াড়. বলেছেন:
হা হা হা .............
যায়গা মতো ধরেছেন।
এই না হলে প্রামনিক ভাই!!
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। নতুন বছরের শুভ্চেছা রইল।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
রাবার বলেছেন: আমার মনে হয় কবি
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। পাগল মুর্খ সবার মাঝেই তো কবির ভাবধারা আছে সেই দিক দিয়ে সবাই কবি। নতুন বছরের শুভ্চেছা রইল।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
রক্তিম দিগন্ত বলেছেন: এহেম! এহেম! ভাইয়ে জায়গামত খোঁচা দিছে!!!
মজা পাইলাম!!!
কাক বেশি না কবি বেশি - সেইটা জানার লাইগা পোষ্টের সাথে লাইগা রইলাম।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। মন্তব্যর জন্য আন্তরিক অভিনন্দন। নতুন বছরের শুভ্চেছা রইল।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
আজমান আন্দালিব বলেছেন: চরম কবিতা।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজমান আন্দালিব। নতুন বছরের শুভেচ্ছা রইল।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
কিবরিয়াবেলাল বলেছেন: আসল কবি দুঃসাহসী
সত্য বলে সহজ করে ,
প্রামাণিকে দেখলনা যে
কাকেরা সব কেমন করে ।
এক জনার বিপদ এলে
সব কাকেরা ঝাঁপিয়ে পড়ে
কবিরা তো ঐক্যহীন
বিপদ এলে ভয়ে মরে ।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিবরিয়া বেলাল। আপনি দারুণ একটা কথা বলেছেন কাকেদের ভিতর ঐক্য আছে কিন্তু মানুষ কবিদের ভিতর ঐক্য নাই।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: "বর্তমানে কবিতা লিখতে
হয় না কোন ছন্দ পতন,
সবাই লিখছে গদ্য করে
কবির মনের ইচ্ছে মতন।
কার কবিতায় কি লিখেছে?
যায় না কিছু অর্থ বোঝা।
বললে পরে বলছে হেসে,
‘গদ্য কবিতা নয়তো সোজা’।
কবিতা এখন অর্থে নয়রে
কবিতা এখন হবির হবি,
পেঁচিয়ে কথা লিখলে পরে
সেই তো বড় কবির কবি।" চমৎকার বলেছেন । কেউ এখন অার কষ্ট করে ছন্দ, মাত্রা, পর্ববিন্যাস নিয়ে মাথা ঘামায় না । কঠিন কঠিন কিছু শব্দমালা সাজিয়ে (যা হয়তো নিজেও বোঝেনা) ওগুলোকে কবিতা দাবি করে । এইসব খামখেয়ালীতে কবিতা অাগের অাবেদন হারিয়েছে ।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে ভাল লাগল। বর্তমানে কবিতার দুর্বধ্যতার কারণে কবিতার পাঠক কমে গিয়েছে।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
আবু শাকিল বলেছেন: শিরোনাম টা বেশ
প্রামাণিক ভাই ছাড়া কাক বেশি না কবি বেশি? খোঁজে পাওয়া মুস্কিল ।
প্রামাণিক ভাই রকস
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
আরণ্যক রাখাল বলেছেন: ঠিক জায়গায় হাত দিয়েছেন| গল্পকারের বেলাতেও এই কথাটা খাটে| ফেসবুকে প্রচুর গল্পকার| কে যে গল্পকার নয়, সেটা বোঝাই দুষ্কর|
ছড়ার কথা কী বলব! চরম
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল, আপনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। নতুন বছরের শুভ্চেছা রইল।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
ছড়াতো সাংঘাতিক সুন্দর হয়েছে আমি কিন্তু কবি না ভাইয়া
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: সব কবির কবিতা দুর্বোধ্য নয়। আপনি কবি না হলেও আপনার ভিতরে কাব্যিক ভাব আছে। নতুন বছরে শুভ্চেছাসহ ধন্যবাদ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
কামরুন নাহার বীথি বলেছেন: ছড়াকার প্রামানিক ভাই, সবাই সমানে সমান!!
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: কাক আর কবি সমানে সমান, তাইলে তো কথাই নাই। ধন্যবাদ নাহার আপা। নতুন বছরের শুভ্চেছা রইল।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,
সাহিত্যের ইতিহাস পড়ে দেখেন এইসব বর্তমান বা নতুন কিছু না। অনলাইনের কারণে হয়তো এখন চোখে পড়ছে বেশি। এখন আমিও যদি বলি আপনারা না জেনেই লেখালেখি করেন
ছড়া ভাল লেগেছে।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: এখন আমিও যদি বলি আপনারা না জেনেই লেখালেখি করেন।
ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। আপনার কথার সাথে আমিও এক মত। আমার ছড়ার কথাগুলোর মধ্যে নিঃসন্দেহে আমিও আছি। আমিও ভুলত্রুটির বাইরে নই।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
অন্ধবিন্দু বলেছেন:
আমরা মানুষ। ভুলত্রুটি তো থাকবেই। আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা-সমালোচনা থাকলে এসব ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভুল ত্রুটি আছে বলেই আমাদেরকে শিখতে হয় তা না হলে শেখার কোন প্রয়োজন হতো না।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
কল্লোল পথিক বলেছেন: আমার বিশ্বাস আমাদের ছেলে মেয়েরা তাদের টেক্সট বুকের পাঠ্য তালিকায়
আপনার ছড়াগুলো পড়বে।
যদি কতৃপক্ষের নজরে আসে।
হাজার অযুত শুভ কামনা আপনার জন্য।ভাল থাকবেন ভাইয়া।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
প্রামানিক বলেছেন: আপনার আশীর্বাদ আমার ছড়া লেখার অনুপ্রেরণা। ধন্যবাদ কল্লোল ভাই। আন্তরিক শুভ্চেছা রইল।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: করব কী ভাই ? দুঃখ বড়!
কবিদেরও ঠাট্টা কর????
ছন্দ দিয়ে কবিতা হলে -
বান্ধবীরা ঐটা ছড়া বলে!!
বুঝে গেলেই কোন কথা!!!
বলে কাঁচা লিখা, সবই বৃথা।
তাই তো লিখি এমন করে।
সহজ কথা পেচিয়ে ধরে।
একের সাথে পাঁচ কে মিলাই,
পাঁচের পরেই উনিশ খুজি।
কিন্তু তবু এটাও জানাই-
ঠিক যে বল সেটাও বুঝি।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: প্যাচাপ্যাচির কবিতা লিখে
পাঠক গেছে কমে
কবিতা পড়ে খায় যে পানি
পাঠক দমে দমে।
জীবনানন্দের গদ্য কবিতা
পাঠক কি আর কম
সব পাঠকই তার কবিতা
পড়ে যে হরদম।
আসেন সবাই প্যাচ ছেড়ে দেই
গদ্য করেই লিখি
সব পাঠকে পড়তে পারে
তেমন করে লিখি।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: কবিই বেশী থাক, কাক শুন্য ফাঁকা
কবিরাও কাকের মতো- বাপকে ডাকুক কা কা...।
অনেক মজার অথচ গভীর উপলব্ধির কবিতা, নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রিয় প্রামানিক ভাইকে ...
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। আপনার মূল্যবান মন্তব্যর জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: সংস্কৃতিক বিপ্লব ঘটেছে । শুধু সাহিত্য না । গান আর্ট আর এসব একশ্রেণীর আটকে নেই । যারা ধর্মের দোহায় দিয়ে মানুষ অন্ধ করতে চেয়েছিল তারা পরাজয়ের গ্লানীতে ভুগচ্ছে । মানুষ ভালটা গ্রহন করবে ,এটাই মানুষের ধর্ম ।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই দেবজ্যোতি কাজল। অনেক অনেক শুভেচছা রইল।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
অভ্রনীল হৃদয় বলেছেন: বরাবরের মতই চমৎকার, নতুন বছরের শুভেচ্ছা রইলো।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
রুদ্র জাহেদ বলেছেন: গভীর বোধ।চরম কবিতা।আমি কবিতা ভালোবাসি,কবি নই বাঁইচা গেছি
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। আপনি নিজেকে কবি না ভাবলেও যদি প্যাচ দিয়ে কথা বলেন তাইলেই ভাববো আপনিও কবি।
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি ছড়াতে মজা পেলুম.........।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ঈপ্সিতা চৌধুরী। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!
শুভকামনা, নতুন বছরে আরো নতুন নতুন কবিতা উপহার দিন এই কামনায়।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। আপনার কথায় উৎসাহিত হলাম। নতুন নতুন কবিতা দেয়ার চেষ্টা করবো।
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা, মজা পেলাম
জাগলো মনে সন্দেহ,
দুটি শব্দ জুড়ে দিয়ে
স্বঘোষিত কবি কেহ কেহ।
কাঁধে ব্যাগ, উশকো চুল
পরনে একটা পাঞ্জাবি,
কবি পুরো হতে টানে
দু-এক স্টিক গাঞ্জা ভি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
প্রামানিক বলেছেন: দারুণ বলেছেন ভাই এখন কবিরা গাঞ্জাও খায় কি আর বলবো। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
বাকপ্রবাস বলেছেন: কাক আর কবি
কে ভালো মন্দ
তা নিয়ে দু'জনে
লাগিল কি দ্বন্দ!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাক প্রবাস। কে বেশি আর কে কম এই নিয়ে দ্বন্দ। ভাল লাগল আপনার ছন্দ মন্তব্য। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: সবাই এখন কবির দলে ! ওহ ইয়েস !!!! হা হা
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন। শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
প্রবাসী ভাবুক বলেছেন: চৎমকার কবিতা