নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পেঁচা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯


শহীদুল ইসলাম প্রামানিক

প্রহরে প্রহরে ডাক
সারা রাত জেগে থাক
যেন পাড়া গাঁয়ের রাতের ঘড়ি
শহর বন্দরে এসে
থাকি বাবুয়ানা বেশে
রাত জেগে হে পেঁচা তোকেই স্মরি।

বিজলীর বাতী জ্বলে
প্রতি ঘরে ছাদ তলে
নাই হেথা ঘুটঘুটে রাতের আঁধার
দেয়াল ঘড়ির টং টং
প্রতি ঘন্টায় হয় স্মরণ
তোর মত শব্দ আমি পাই না তো আর।

রাতের আঁধার কালে
গাছে গাছে ডালে ডালে
তোরই শব্দে আমার ভেঙে যেত ঘুম
রাতের প্রতিটি প্রহর
তোর ডাকে হতো ঠাহর
মাঝে মাঝে সারা দিত পায়রা ‘বাকুম’।

এত রাত জেগে থাকি
নাই কোন পশু-পাখি
করে না তো শব্দ কেউ কতকাল ধরে
পাথর দালান ঘর
সব মানুষ হেথা পর
সারা রাত ঘুম দিয়ে উঠে যাই ভোরে।

দিনের কোলাহলে
যন্ত্রের শকট চলে
ঠেলাঠেলি ঢেলাঢেলি কত মানুষ জন
রাতে শুধু একা একা
কারো হেথা নাই দেখা
শুয়ে শুয়ে তোরে আজ ভাবি যে আপন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

গেম চেঞ্জার বলেছেন: পিক দেইখ্যা ডরাইসি B:-)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ওরা ওই রকমই। আগে আমরা রাতে গাছে টর্চ লাইট মারলে ওদের বড় বড় চোখ দেখে অনেক সময় ভয় পেতাম।

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর হয়েছে ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। শুভেচ্ছা রইল।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

টোকাই রাজা বলেছেন: সুন্দর পেচাঁর কবিতা। B-)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টোকাই রাজা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



পেঁচা কোবতে ভাল হইছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচছা রইল।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর :) :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচছা রইল।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩১

মনিরা সুলতানা বলেছেন: করছেন কি ভাই দারুন তো ...।
পেঁচা কাহিনি ভাল লাগছে

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: এই স্টাইলটা (ছন্দ) অামার কাছে ভালোই লাগে । ব্লগে কি এই স্টাইলে এটাই প্রথম? এভাবে অারো চালিয়ে যেতে পারেন । বেদনাবিধুর প্রকাশ! লেখায় মুগ্ধতা!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুবই উৎসাহিত হলাম। চেষ্টা করবো কবিতার বিভিন্ন স্টাইল নিয়ে লেখার। শুভ্চেছা রইল।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

শামছুল ইসলাম বলেছেন: পেঁচাকে স্মরণ করে গ্রাম-বাংলার ফেলে আসা জীবনের সাথে শহুরে জীবনের তফাৎটা হৃদয়ে নাড়া দিয়েছে।

//প্রহরে প্রহরে ডাক
সারা রাত জেগে থাক
যেন পাড়া গাঁয়ের রাতের ঘড়ি
শহর বন্দরে এসে
থাকি বাবুয়ানা বেশে
রাত জেগে হে পেঁচা তোকেই স্মরি।//


রাতজাগা পাখীরা নেই ইট-পাথরের এই শহরে, নেই আপন কেউঃ

//এত রাত জেগে থাকি
নাই কোন পশু-পাখি
করে না তো শব্দ কেউ কতকাল ধরে
পাথর দালান ঘর
সব মানুষ হেথা পর
সারা রাত ঘুম দিয়ে উঠে যাই ভোরে।//


দিনান্তের কোলাহল শেষে, রাত আসে, নিঃসঙ্গ কবির ভাবনায় নাড়া দেয়, একটি কুৎসিত কালো পেঁচাঃ

//দিনের কোলাহলে
যন্ত্রের শকট চলে
ঠেলাঠেলি ঢেলাঢেলি কত মানুষ জন
রাতে শুধু একা একা
কারো হেথা নাই দেখা
শুয়ে শুয়ে তোরে আজ ভাবি যে আপন//


ভাল থাকুন। সবসময়।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। কবিতার মূল্যায়ণ বা বিশ্লেষণ দেখে আনন্দিত হলাম। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচছা।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: ছন্দের ধরণটা কিছুটা অন্যরকম এখানে। ভালো লাগলো অনেক।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার মন্তব্যে উৎসাহ পেলাম। শুভেচছা রইল।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ছন্দের ধরণটা কিছুটা অন্যরকম এখানে। ভালো লাগলো অনেক। -- সহমত।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

বাকপ্রবাস বলেছেন: আহা কি শীতল কবিতা পেঁচা প্রেমে পড়ার মতো অবস্থা

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাক প্রবাস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.