নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চিঠির অপেক্ষায়

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪


শহীদুল ইসলাম প্রামািনক

তুমি বন্ধু কোথায় গেলে
সইছে না আর তর
অনেকগুলো চিঠি দিলাম
পেলাম না উত্তর।

কোথায় থাক, কেমন আছ
গেছ কিনা মরে?
চিঠির উত্তর না পাওয়াতে
আছি মহা ঘোরে।

আগে কিন্তু পেতাম তোমার
সকাল বিকাল দেখা
সপ্তাহে তো সাতটি চিঠি
দিতাম হতের লেখা।

একটা চিঠি না পেলে পর
উভয় দিতাম কেঁদে
চেষ্টা করেও কান্নাটাকে
রাখা যেত না বেঁধে।

ছয়দিন নয় ছয় মাস নয়
ছয় বছর তো হলো
হঠাৎ করে কোথায় গেলে
একবার শুধু বলো?

আজো আমি বসে আছি
তোমার পথটি চেয়ে
মনে হলেই দুই চোখেতে
অশ্রু ঝরে বেয়ে।

এই জীবনে বন্ধু তোমায়
আর যদি না পাই
মরণ হবার আগে শুধু
শেষ চিঠিটা চাই।

পুরানা পল্টন
১৫/০৫/২০১৫
রাত ৯টা ২০ মিনিট

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

লেখোয়াড়. বলেছেন:
পড়লাম চিঠি।
ছড়ার চিঠি।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: একটা চিঠি না পেলে পর
উভয় দিতাম কেঁদে
চেষ্টা করেও কান্নাটাকে
রাখা যেত না বেঁধে।
:(( হা হা :P

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

কিরমানী লিটন বলেছেন: তুমি বন্ধু কোথায় গেলে
সইছে না আর তর
অনেকগুলো চিঠি দিলাম
পেলাম না উত্তর।

স্নিগ্ধ ভালোবাসা প্রিয় প্রামানিক ভাই, ছড়ায় +++

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: ছড়ার চিঠি ভালো লাগল।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

ঢাকাবাসী বলেছেন: ছন্দময় চিঠি খুব সুন্দর!

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: চিঠিও ছড়ায় ছড়ায় !! ভাল লেগেছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দে ছন্দাকার হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

ডরোথি গোমেজ বলেছেন: মরণ হওয়ার আগেই যেন শেষ চিঠিটি পান ,সেই শুভকামনা রইল। :D

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডরোথি গোমেজ। চিঠি পাওয়ার মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

আজিজার বলেছেন: বন্ধু মনে হয় অন্য কারো হয়ে গেছে এজন্য চিঠির উত্তর দিতে পারে না। সুন্দর লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: হতেও পারে বিচিত্র কিছু না। ধন্যবাদ ভাই আজিজার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

শুভ্র বিকেল বলেছেন: ছড়া আগের মতই আছে কিন্তু বিষয়বস্তু একটু আলাদা যা আপনার লেখায় সচারাচর দেখা যায় না। শুভকামনা, ভাল থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। আপনি দেখি ছড়ার বিষয় বস্তু খেয়াল করেছেন দেখে ভাল লাগল। শুভেচ্ছা রইল।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

আবু শাকিল বলেছেন: বাহ ! ছড়ার চিঠি ।
এই জীবনে বন্ধু তোমায়
আর যদি না পাই
মরণ হবার আগে শুধু
শেষ চিঠিটা চাই।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

কল্লোল পথিক বলেছেন: অসাধারন ছড়া।
ধন্যবাদ কবিতা ও ছড়ার জীবন্ত কিংবদন্তী প্রিয় প্রামানিক ভাই।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

আহা রুবন বলেছেন: আপনার ছড়ার চিঠি পড়তে নিয়ে ছেলে বেলার একটা ঘটনা মনে পড়ল। লুকিয়ে একটা চিঠি পড়ার জন্য পুকুর ধারের আম গাছে উঠেছিলাম। আনন্দের বেখেয়ালে হঠাৎ ঝপাৎ... আজকাল চিঠির জন্য অপেক্ষা, চিঠি পাওয়ার আনন্দ কি আছে?

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন এখন তো চিঠি লেখার সেই পরিবেশই নাই। তবে গাছে থেকে পড়ে যাওয়ার ঘটনা শুনে হাসিই পেল। ধন্যবাদ

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ডাক পিয়নের খুব জ্বর...................

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। ডাক পিয়নের জ্বর হলে আর চিঠি আনবে কে? কাজেই চিঠির অপেক্ষার প্রহর আর শেষ হবে না। ধন্যবাদ

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চিঠিকাব্য বেশ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রফেসর শঙ্কু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: শেষ চিঠি? আবেগিত হলুম!!! :( ++

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর আবেশ জড়ানো কবিতা , অনেক ভাল লাগলো । শুভেচ্চছা রইল কবি।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাবেয়া রাহীম। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১

গেম চেঞ্জার বলেছেন: ছন্দময়++

তবে সে কে? (জাতি জানবার চায় ;) ;) )

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

প্রামানিক বলেছেন: তবে সে কে? (জাতি জানবার চায় ;) ;) )
সে আর কেউ নয়, আপনাদের জীবন থেকে যে সব ভালবাসার লোক হারিয়ে যেতে বসেছে তারা। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সে এমন চিঠি লেখা ঠিক না =p~

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

প্রামানিক বলেছেন: এইডা আমার চিঠি না, আপনারা যারা ছ্যাক খাওয়া পার্টি তাদের মনের কথা লিখছি। আপনি মিলায়া দেখেন আপনার জীবনের সাথে মিলছে কি না?

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

জুন বলেছেন: জল কুম কুম জলে ভাসে
চিঠির যেন উত্তর আসে

আমার কিশোরী কালে কিশোরী গৃহ পরিচারিকার প্রেমপত্রে তার অনুরোধে তার দেয়া এই স্তবকদুটো লিখে দিতে হয়েছিল প্রামানিক ভাই B-)
আপনার চিঠি পড়েও অনেক মজা পেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: জল কুম কুম জলে ভাসে
চিঠির যেন উত্তর আসে


জুন আপা, এখন তো আর চিঠি লেখালেখি নাই, মোবাইলের যুগে সেই চর্চা বন্ধ। যে কারণে বাংলা ভাষায় লেখাপড়া করে অনেকে দরখাস্তও লেখতে পারে না। ধন্যবাদ জুন আপা।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: কন কি ভাই, আফনে তো অ-নে-ক গেয়ানী লুক :)

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: গেয়ানের দেখছেনডা কি এহনো তো শুরুই করি নাই। ধন্যবাদ কামাল ভাই।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: এই জীবনে বন্ধু তোমায়
আর যদি না পাই
মরণ হবার আগে শুধু
শেষ চিঠিটা চাই।
-----

কে সে জন? সে কি সত্যি, না শুধুই কল্পনা?

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: না রে আপা, আশে পাশের ছ্যাক খাওয়া পার্টিদের কথা চিন্তা কইরা লিখছি। আমার জীবনে এসব কিছু নাই। বাপের কড়া শাসনে দিন কাটাইছি। বাপের ধমকে পেচ্ছাব করার অবস্থা হইতো, এসব চিন্তা করার কল্পনাও করতে পারতাম না।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

টোকাই রাজা বলেছেন: আজো আমি বসে আছি
তোমার পথটি চেয়ে
মনে হলেই দুই চোখেতে
অশ্রু ঝরে বেয়ে।

:'( :((

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ টোকাই রাজা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: অনেক সুন্দর! :)

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

বিদ্যুৎ বলেছেন: এক কথায় অসাধারণ।
এই জীবনে বন্ধু তোমায়
আর যদি না পাই
মরণ হবার আগে শুধু
শেষ চিঠিটা চাই।

বিশ্বাস অবশ্যই পাবেন! তার আগে এই বন্ধুর পক্ষ থেকে শুভ কামনা। ভাল থাকবেন সব সময়- আর ভাল লেখবেন সব সময়।

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

রানা আমান বলেছেন: কালি কলম মন এই তিন একসাথে না মেলাতে বন্ধু মনে হয় চিঠি লিখতে পারছে না , তাই সেল ফোনের শরণাপন্ন হওয়াই ভালো ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। অনেক সুন্দর মন্তব্য। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: :((

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.