নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পাগল ছাগল উল্টো হলে

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩


শহীদুল ইসলাম প্রামানিক

পাগল যদি ছাগল হয়রে
ছাগল হলে পাগল
পাগল-ছাগল উল্টো হলে
বাঁধবে গন্ডগোল।

ছাগল তখন বলবে কথা
পাগল খাবে পাতা
ছাগল মুখে ফুটবেরে খই
পাগল ভাঙ্গবে মাথা।

লতা-পাতা গাছ-গাছালি
পাগল করবে সাবার
ছাগল তখন বলবে শুধু
এক কথা বারবার।

ছাগল যদি পাগল হয়রে
খাওয়ার কথা ভুলে
রাস্তাঘাটে ঘুরতে থাকবে
হাঁটবে ঝুলে ঝুলে।

ছাগল পাগল উল্টো হলে
উল্টো হবে স্বভাব
পাগল শুধু করবে ভ্যা ভ্যা
ছাগল দিবে জবাব।

মন্তব্য ৭৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা সত্যিই ঃগল.......... :D

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: হে হে হে এই তো বুঝবার পারছেন। ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

আমি মিন্টু বলেছেন:
ভালো লাগল ছড়া ।
কিছু ফল খেয়ে নিন মনে বল শক্তি পাবেন :)

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। সকাল বেলা ফল দিয়ে ভালই করেছেন নাস্তার সমস্যা দূর হলো। শুভ্চেছা রইল।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:
আপ্নে যদি পাগল হন তাহলে এইডা কেডা?

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: এই আমার দুস্তো। ছবিডা তো ভালই উডাইছেন। ধন্যবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে। ভাইয়া।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ছড়ায় মজা পাইলাম ।

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ কবি

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছাগলে পাগলে মজা লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আর কত সুন্দর সুন্দর ছড়া লিখবেন ভাই,সব ছড়াই তো সুন্দর । আপনার সুনাম তো আকাশ ছুঁয়েছে । কমেন্টও করেন সবার থেকে বেশি সে জন্যই তো সবাই আপনার উপড় খুশি বেশি বেশি। আপনি লোকটা যেমন ভালো লেখাও তেমন ভালো । ধন্যবাদ ভাই,প্রামানিক ভাই । নয়া সালের শুভেচ্ছা জানাই । থাকুন ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য মানেই আমার জন্য উৎসাহমূলক কিছু কথা। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: কি জবাব দিবে???
ভাল

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: পাগলরা যা বলে তাই বলবে। ধন্যবাদ

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

টোকাই রাজা বলেছেন: ছাগল যদি পাগল হয়রে
খাওয়ার কথা ভুলে
রাস্তাঘাটে ঘুরতে থাকবে
হাঁটবে ঝুলে ঝুলে।

চমৎকার। :)

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টোকাই রাজা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: পাগল পাতা খাওয়া ধরলে আর ছাগল জবাব দেওয়া শুরু করলে দুনিয়া পুরাই বদলে যাবে।

ছাগল সব কথার জবাবেই ম্যা ম্যা করবে, আর পাগল পাতা দে পাতা দে বলে পাগলামি শুরু করবে।

ভাবতে গিয়া তো আমার নিজেরই পাগল হওয়ার দশা।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

আজিজার বলেছেন: পড়ে অনেক মজা পেলাম।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


পাগলা ষাঁড় দেখেছি, মানুষ দেখলেই ক্ষেপে যায়, তেড়ে আসে; পাগলা ছাগল কেমন হবে?

কত মানুষই তো তো ছাগলামী করছে; ফলে, পাগলের ছাগলামী কারো নজরে আসবে না

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: খুব খুব ভালো
লাগলো। ধন্যবাদ কবি :





তবে বলতে চাই যে, আপনাৱ ভুতের গল়পের
পরের পর্ব কবে
পাব?? বেশি দেরি হয়ে যাচ়ছে না??

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ উদ্দিন হৃদয়। আজ রাতেই পাবেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: হাহাহা...মজার হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "ছাগল পাগল উল্টো হলে
উল্টো হবে স্বভাব
পাগল শুধু করবে ভ্যা ভ্যা
ছাগল দিবে জবাব।"

মন্ত্রী বলেছিলেন, দেশে দুইকোটি বত্রিশ লাখ ছাগল অাছে । এগুলো পাগল হলে দেশে থাকা যাবে না ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। মন্ত্রী ঠিকই বলেছেন, ছাগলরা পাগলামী শুরু করলে দেশে থাকে যাবে ন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

পার্থ তালুকদার বলেছেন: মজা পেলাম খুব ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর প্রামানিক ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

জনম দাসী বলেছেন: এই মানুষটা পোষ্ট দেয়ার পরে যায় কই, কত মানুষ উত্তরের জন্য লাইনে খারাইয়া আছি।

আননের ছাগল হারাইয়া যাওনে আননে আবার........................

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: বোনরে-- আপনারে আর কি কমু। মাঝে মাঝে হারানো ছাগল খুঁজতে গ্রামে যাইতে হয়। তখন আমারে কম কম দেখেন। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: সব দেখি উল্টাপাল্টা

পাগল ছাগলে এমনি আমাদের দেশ ভরা।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। এটা বলে আর শেষ করা যাবে না, দেশটায় পাগল ছাগলে একাকার হওয়ার অবস্থা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১১

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর হয়েছে ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লাহ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

রাশেদ রাহাত বলেছেন: =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাশেদ রাহাত। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: উল্টে গেলে
পাল্টে যাবে
ভুতেও তখন
ভিমড়ি খাবে।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। ছন্দ মন্তব্য চমৎকার হয়েছে। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

কিরমানী লিটন বলেছেন: ডিসি চামচা ভিসি চামচা
চামচা বিচারপতি,
চামচামিতে সবাই সেরা
ছাগল পাগল সতী ? ... :) B-) ডিসি চামচা ভিসি চামচা
চামচা বিচারপতি,
চামচামিতে সবাই সেরা
ছাগল পাগল সতী ? ... :) B-)

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ছন্দ দিয়ে যা বলছেন পুরাই সত্য কিন্তু করার কিছুই নাই। ধন্যবাদ ভাই কিরমানী লিটন।

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

আবু শাকিল বলেছেন: অন্যরকম ছিল প্রামাণিক দা :)
ভিন্ন স্বাদ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

পুলহ বলেছেন: হা হা হা! মজা পেয়েছি প্রামানিক ভাই :)

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলহ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

রানা আমান বলেছেন: মজার ছড়া ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: ছাগল পাগল উল্টো হলে
উল্টো হবে স্বভাব
পাগল শুধু করবে ভ্যা ভ্যা
ছাগল দিবে জবাব

+++

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুরএমডিচৌধুরী। শুভ্চেচ্ছা রইল।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মজাই মজা ছাগল-পাগলের ছন্দে

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঈপ্সিতা চৌধুরী। শুভ্চো রইল।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কাবিল বলেছেন: ছাগল পাগল,
পাগল ছাগল
ছাগল পাগল,
পাগল ছাগল
ছাগল পাগল,
পাগল ছাগল
ছাগল পাগল,
পাগল ছাগল

ভাই, গণ্ডগোল বেধে গেল তো!
গণ্ডগোল বেধে যাওয়ায় কইস্যা একখান মাইনাচ (আপনাকে না আমাকে) =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: হে হে হে- - -- মাইনাসে মাইনাসে প্লাস। ধন্যবাদ

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: পাগলি বলেন নাই যে,তার জন্য লম্বা একখান স্যালুট প্রামানিক ভাই!! :)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: হে হে হে- - পাগলির নাম দিলে তো কেউ কেউ ক্ষেইপা যাইবো। হেই চিন্তা কইরাই পাগলির নাম দেই নাই।

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই, ঢাকা শহরে তো অনেক রকমের কোচিং সেন্টার আছে নতুন করে কি একটা কবিতা লেখার কোচিং সেন্টার খুলা যায় না? আমি আপনার কাছে রম্য কবিতা লেখার কোচিং করতে চাই।

কেমনে পারেন এই রকম ছন্দ মেলাতে?

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই ছড়া লেখার কোচিং খুললে তো আমার ভাত মারা যাবে। খুব খুশি হলাম আপনার রসালো মন্তব্য পড়ে। শুভ্চেছা রইল।

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

জুন বলেছেন: হা হা হা প্রামানিক ভাই পুরাই পাগল ছাগলের কবিতা =p~
অনেক মজা লাগলো
+

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি ও আমার স্ত্রীর গল্প আপনি পেলেন কোথায়??

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: বলেন কি! আপনারা দুইজন যে পাগল-ছাগল এটা আমি আগে জানতাম না তো, জানলে এরকম ছড়া লিখতাম না। ধন্যবাদ রসিকতার জন্য।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

ধমনী বলেছেন: মজা লাগছে ছড়া। একই সাথে সাদা মনের মানুষের দেয়া ছবিটাও।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ এগুলোই খুঁজে বেড়ায়। তার কালেকশনে দেড় লক্ষ ছবি আছে। ধন্যবাদ

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই এই ছড়া পড়ার পর থেকে খুজতেছিলাম সমসাময়িক কোন বিষয়ের সাথে যেন মিলে যায়। অনেক মাথা চুলকাইয়া মিলাইয়া নিলাম যে গত কিছুদিন থেকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষকদের নিয়ে রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত যে অসম্মানজনক কথা বার্তা বলিতেছেন তাতে করে ছড়াকার হিসাবে আপনার পরিশ্রম সার্থক।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: ভাই যা বলছেন এইটা যদি হ্যাতেরা শোনে তাইলে আমার খবর আছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যর জন্য।

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এইটা যদি হ্যাতেরা শোনে তাইলে আমার খবর আছে।" :-P

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা।

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই আর যাই করেন পরিচিত কোন পুলিশ থাকলে তার লগে একটা ছবি তুইলা বুক পকেটে নিয়া ঘরের বাহিরে বাহির হইয়েন। যা দিন কাল পড়ছে =p~

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ভাই, দারুণ একটা কথা কইছেন। এটা তো মাথায় ছিল না। এই বুদ্ধি দেয়ার জন্য অনেক অনেক শুভ্চ্ছো রইল সাথে এক কাপ চায়ের দাওয়াত রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.