নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভূতের মাসী

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩


শহীদুল ইসলাম প্রামানিক

ভূতের মাসী সর্বনাশী
শ্মশান ঘাটে থাকে
রাত্রীকালে মানুষ পেলে
গুন-গুনিয়ে ডাকে।

একলা কারেও পেলে পরে
মটকিয়ে দেয় ঘাড়
রক্ত-মাংস সব খেয়ে নেয়
ফেলে রাখে হাড়।

অমাবশ্যার রাত হলে যে
নাচানাচি করে
নাচতে নাচতে কখনওবা
যায় মানুষের ঘরে।

আঁতুর ঘরের গন্ধ পেলে
বড়ই খুশি হয়
ঘরের ভিতর ঢুকলে পরে
শিশুরা পায় ভয়।

তাইনা দেখে কচি বাচ্চা
কান্না করে জোরে
মায়ের বুকে কষ্ট লাগে
বৈদ্য ডাকে ভোরে।

বৈদ্য মশাই ধুপের ধুয়ায়
আসর বসায় যেই
গন্ধ পেয়েই ভূতের মাসী
ঐ এলাকায় নেই।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
হাউ মাউ খাউ!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: হাউ মাউ খাউ!
মানুষের গন্ধ পাও।

ধন্যবাদ ভাই ইমরাজ কবির মুন। শুভেচছা রইল।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

কল্লোল পথিক বলেছেন: বরাবরের মত এবারও হিট।
ধন্যবাদ প্রামানিক ভাই।
নিরন্তর শুভ কামনা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । দারুণ ছড়া ! ভূত আইছেরে, লেপের ভেতর ঢুকে পরো !!!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: ভূত কি লেপের তলে যেতে পারে না? ধন্যবাদ রসিকতার মন্তব্যর জন্য।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

পার্থ তালুকদার বলেছেন: চ


কা

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: এখন ধুপের ধোয়ায় তো দুরের কথা, মরিচের ধোয়ায়ও ভুতরা ভয় পায় না।।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: এখন তো ডিজিটাল ভূত। ধূপের ধোয়ায় তাদের কিছু হয় না। ধন্যবাদ

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পুরান জামানার ভূত!! :)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই দিশেহারা রাজপুত্র। পুরান জামানার ভূত।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: ভুত থাকুক আর নাই থাকুক আমি ভয়ে এখনো শ্মশান ঘাটে যাই না।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: এই তো গত বছর গাজীপুরের কাশীমপুর বাজারে দুপুর বেলা অজানা বশতঃ শ্মশান ঘাটের গাছতলে শুয়ে ছিলাম। পরে একজন শ্মশান ঘাটের কথা বলার পরে লাফ দিয়ে উঠে দৌড়।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রামানিক ভাই এই ভুতের ভয়ডা কেন জানি দেশে গেলে লাগে কিন্তু বিদেশে আসলে লাগে না? ব্যাপার খানা কি বলেন তো?

বই মেলায় কি আপনার কোন বই বেরোচ্ছে? বেড়োলে আমি এক খানা বুক দিয়া রাখলাম।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। বিদেশে হয়তো আমাদের দেশের মত এত হিন্দু নাই শ্মশান মশানও নাই এই জন্য ভূতের ভয় নাই। কিন্তু ইন্ডিয়ায় কিন্তু ভূতের ভয় আছে। আমি নিজেও এটার স্বাক্ষী।
চেষ্টায় আছি ভাই বই বের করার। বই কেনার বুক দেয়ার জন্য ধন্যবাদ।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

বিদ্যুৎ বলেছেন: ভেবেছিলাম কবিতা লিখেই সামু'তে পুরো বাজিমাত
এবার দেখি ছড়া লিখেও প্রামানিক করছে কুপোকাত।
ভুলে গেছি স্বপ্ন দেখা ভুত দেখা তো বহু দূরের কথা
ভুতের ছড়া পড়ে আবার শুরু আমার সেই ভুত দেখা।
ধন্যবাদ প্রামানিক। এক কথায় চমৎকার।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

তামান্না তাবাসসুম বলেছেন: হায় হায় রাত্রে ঘুমানোর আগে ভূতের ছড়া! এখন স্বপ্নে রাক্ষস-খোক্কশ আসবে যে!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ভূতের ভয় যেমন তেমন রাক্ষস-খোক্কশ আরো ভয়ংকর। চমৎকার ভয়ালু মন্তব্য। শুভ্চেছা রইল।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

বিদ্যুৎ বলেছেন: ভেবেছিলাম কবিতা লিখেই সামু'তে পুরো বাজিমাত
এবার দেখি ছড়া লিখেও প্রামানিক করছে কুপোকাত।
ভুলে গেছি স্বপ্ন দেখা ভুত দেখা তো বহু দূরের কথা
ভুতের ছড়া পড়ে আবার শুরু আমার সেই ভুত দেখা।
ধন্যবাদ প্রামানিক। এক কথায় চমৎকার।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচছা রইল।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

আজাদ মোল্লা বলেছেন: বরাবরের মতো সুন্দর হয়েছে ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভূতের কথা শুনলে ডর লাগে প্রামাণিক ভাই

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: ভূত তো ডরেরই জিনিষ। ভূত বাস্তবে না থাকলেও ডরের ভিতর আছে। ধন্যবাদ

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৭

শুভ্র বিকেল বলেছেন: হুম! দারুণ ভূতের ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ হৈছে।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুব হাসান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

ধমনী বলেছেন: বাস্তবে থাকুক আর না-ই থাকুক, সাহিত্য ভূত ছাড়া চলবে না।
ছড়া ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ ভাই ধমনী।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: বরাবরের মতই চমৎকার লাগল। অনেক অনেক শুভ কামনা প্রামানিক ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: গন্ধ পেয়েই ভূতের মাসী
ঐ এলাকায় নেই।
ভাই হেতি কুন এলাকায় গেলু :-& আমাগো পাড়ায় নাকি B:-)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: আপনাকো পাড়ায় যাইতারে। হেতির তো ভাল কামে জ্ঞান নাই। হুদাহুদি পোলাপানগো ভয় দেহায়।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার ঘাড়ে চেপেছে ভুত
প্রামানিকের ছড়া,
বৈদ্য মশাইর ঠিকানা দাও
নাড়বো গিয়ে কড়া।:)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: বৈদ্য মশাই কোথায় থাকে
জানি না তো ভাই
ভূতে ধরলেই হঠাৎ করে
তাদের দেখা পাই।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

জনম দাসী বলেছেন: ডিজিটাল ভুতেরা ভয় পায় না... উল্টা আগের ভুতেরা এগরে ভয় পায়, আর পালাইয়া বেড়ায় ...

লেখা ++++++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। ডিজিটাল ভুতের জ্বালায় আগের ভূত দেশ ছেড়েছে। এখন আর ভূত চোখেই পড়ে না।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

জনম দাসী বলেছেন: ডিজিটাল ভুতেরা ভয় পায় না... উল্টা আগের ভুতেরা এগরে ভয় পায়, আর পালাইয়া বেড়ায় ...

লেখা ++++++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

রাজিয়া সুলতানা বলেছেন: যেখানে ভূতের ভয়,
সেখানেই রাত হয়! !:#P !:#P !:#P
সুন্দর ছড়া।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


ছড়ার ছন্দ, দন্দ বরারবের মতই উপভোগ্য; নতুন যোগ হচ্ছে ভুতের মাসি, পিসি, জেঠা; বাংগালীরা ভুতকে সব সময় ভালোবাসে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ ছড়া। আবার ফিরে গেলাম সেই দেও দানোর দেশে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.