নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

টোকাইয়ের ইচ্ছা

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০


শহীদুল ইসলাম প্রামানিক

আমার কি আর সাধ জাগে না
দালান ঘরে থাকতে
মা-বাবাকে সোহাগ ভরে
ইচ্ছা মতন ডাকতে।

রেল গাড়ি আর মটর গাড়ি
পানির জাহাজ চড়তে
জ্ঞান বিজ্ঞানের উচ্চ শাখায়
মনোযোগে পড়তে।

সকাল বিকাল লেকের পাড়ে
খোলা হাওয়া পেতে
ফাইভ স্টার হোটেল গুলোয়
দামি খাবার খেতে।

জাজিম পাতা খাট পালঙ্কের
নরম বিছনায় শুতে
এসির হাওয়ায় ঘুমিয়ে যাবো
বাতাস করবে ভূতে।

ইচ্ছা করে আকাশ পথে
হাওয়াই জাহাজে উড়তে
মন মাতানো ফুল বাগানে
চাঁদনী রাতে ঘুরতে।

কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পূরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৭৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

বাকা পথ বাকা চোখ বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে কবি ।
চমত্কার আপনার থিম ছন্দ ছবি ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভেচছা রইল।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামানিক ভাই সুন্দর ছড়া লিখেছেন। ভাললাগল।
------'তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।'

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভেচছা রইল।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

অগ্নি সারথি বলেছেন: ছবির সাথে কাব্যের মিলটা অসাধারন প্রামানিক দা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। ছবির সাথে কাব্যের মিলটা অসাধারন প্রামানিক দা। শুনে খুশি হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গরিবের এত ইচ্ছে থাকতে নেই, থেকেও তো কোন ফায়দা নেই- পূরণ তো হয়না! অাশা সে তো মরীচিকা! ছড়ায় টোকাইয়ের দুঃখগাথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । ভালো লেগেছে ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। টোকাইদের ইচ্ছা থাকলেও পুরণ হবে না কাজেই ইচ্ছা থাকলেই কি না থাকলেই কি। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচছা রইল।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যতিকাজল। অনেক অনেক শুভেচছা রইল।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর পোষ্ট
ভাল লাগল

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। অনেক অনেক শুভেচছা রইল।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আজকের কবিতাও পড়লাম।
আজকেও ভালোলাগা রইল।
কবির প্রতি সুভেচ্ছা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এ কে এম রেজাউ করিম। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা রইল।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মত টোকাইদের মন বলে কিছুই নাই
থাকা উাচৎ না.......!
মজার লেখা চাই.....

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। আমার মত টোকাইদের মন বলে কিছুই নাই থাকা উাচৎ না.......! চমৎকার মন্তব্য। অনেক অনেক শুভেচছা রইল।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

সুমন কর বলেছেন: মনে হয়, ইচ্ছে বেশী হয়ে গেল..... !:#P

কিন্তু ছড়া বেশ হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মনে হয়, ইচ্ছে বেশী হয়ে গেল..... ! ইচ্ছা করতে তো পয়সা লাগে না মনে করলেই হয়। চমৎকার মন্তব্য। অনেক অনেক শুভেচছা রইল।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

খোলা মনের কথা বলেছেন: আসলে আপনার হাতে যাদু আছে। যেখানে হাত দেন সেখানে লেখার সোনা ফলে। সুন্দর হয়েছে প্রামানিক ভাই চালিয়ে যান।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। চমৎকার মন্তব্য। মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

মারুফ তারেক বলেছেন: কিভাবে ওরা খায়?

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। সবাই দয়া করে যা দেয় তাই খায়। চমৎকার মন্তব্য। অনেক অনেক শুভেচছা রইল।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

কাবিল বলেছেন: বরাবরের মতই চমৎকার।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। চমৎকার মন্তব্য। অনেক অনেক শুভেচছা রইল।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন: কি বলব, বুজছিনা গুরু
কবিতা খানি খাসা।
হাতের কাছে আর কিছু নাই
তাই লাইক দিলাম ঠাসা।

খুব সুন্দর ছড়া প্রামানিক ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা
ঠাসা মন্তব্যে নাই কোন মানা।

অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

কাবিল বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। :(

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: সুমন কর ও কাবিলকে আবারো ধন্যবাদ

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

কল্লোল পথিক বলেছেন: কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পুরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।চমৎকার ছড়া প্রিয় প্রামানিক ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

কাবিল বলেছেন: সুমন কর মোট চার বার ধন্যবাদ পেল।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ভুল বশতঃ ঘটনা প্যাচ খাইয়া গিয়াছে। কাবিলের জায়গায় সুমন করের নাম আসিয়াছে। এইবার কাবিলও তিনবার ধন্যবাদ পাইল। শুভেচ্ছা রহিল।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

শূণ্য মাত্রিক বলেছেন: আপ্নার সব কবিতা গুলোতেই চোখ বোলাই, ভালো লাগে। ছন্দ গুলো অদ্ভুত ভাবে মেলান আপনি :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূণ্য মাত্রিক। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খাইতে , পাইতে শব্দ গুলিকে খেতে, পেতে করে দিলে ছড়াটি ''সাধু ,চলিত'' ভাষার মিশ্রন মুক্ত হত ।

আপনি আমার আপনা লোক দেখে কথাটা বললাম কবি ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: আপনা লোকের কাছেই এরকম উপদেশ আশা করি এবং খুশিও হই। আসলে লেখার সময় হুশ থাকে না। এই রকম ভুল ত্রুটি সামনের দিনেও ধরিয়ে দিবেন এমন আশাই করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণে ছড়াটি কিছুটা ত্রুটি মুক্ত হলো। শুভেচ্ছা রইল।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

রাশেদ বিন জাফর বলেছেন: ভালো লাগল , ধন্যবাদ..................

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাশেদ বিন জাফর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার হইছে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসেইন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮

অভ্রনীল হৃদয় বলেছেন: ভাললাগা রেখে গেলাম ...

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

টোকাই রাজা বলেছেন: আমারে নিয়া কবিতা লেখছেন, অসাধারন। :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: হে হে হে আপনি যে টোকাই রাজা এইটা খেয়াল ছিল না থাকলে অন্য নামে লিখতাম। ধন্যবাদ আপনাকে রসিকতা করার জন্য।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: তাহলে পেট্রোল বোমা মারবে কে?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: এটাও তো একটা কথা। টোকাই ছাড়া পেট্রোল বোমা মারবে কে? তাইলে তো মনে হয় রাজনীতিই অচল হওয়ার অবস্থা। ধন্যবাদ

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

ঈশান আহম্মেদ বলেছেন: অসাধারন লেখা।ভাল লাগা চিরন্তর।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঈশান আহম্মেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার টুকাইদের নিয়ে লেখা ছড়া।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ছড়ায় ছড়ায় বাস্তবিক রূপ তুলে ধরেছেন । ভাল লেগেছে অনেক ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আবু শাকিল বলেছেন: শুধু মুখেই মধ্যম আয়ের দেশ বলে কপচালে হবে না।
টোকাইদের দিকে সুনজর দিতে হবে।
প্রামাণিক দা পরের ছড়াটা যেন লিখতে পারেন।এভাবে
দেশে এখন টোকাই নাই।সবাই সুখে আছে।তাদের থাকার সুব্যবস্থা হয়েছে।


"কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পুরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।"

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক সুন্দর কথা মন্তব্যে বলেছেন। দেশটা কবে টোকাই শূন্য হবে সেটাই আমাদের কামনা। শুভ্চেছা রইল।

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

রুদ্র জাহেদ বলেছেন:
কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পুরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।

ছড়ায় ছড়ায় দারুণভাবে টোকাইয়ের স্বপ্নের প্রকাশ

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। টোকাই নিয়ে মূল্যবান মন্তব্য করায় অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

এবি মান্নান বলেছেন: লাইন গুলো দারুন ভাবে মিলেছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এবি মান্নান। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

মাসুদ সরদার মিঠু বলেছেন: দারুন হয়েছে ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ সরদার মিঠু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পুরণ=পূরণ

তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।
'তে' টা এক্সট্রা মনে হলো। পড়তেও একটা বাঁধা পাচ্ছিলাম।

কষ্ট আর অভাবগুলো তুলে এনেছেন অসাধারণভাবেই। ভালো লাগা ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। ইহাকেই বলে আসল ব্লগার। কাজরে মত কাজ করেছেন। খুব খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা প্রামানিক ভাই! অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ভাল হয়েছে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

রুহুল গনি জ্যোতি বলেছেন: খুব সুন্দর থিমের ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জ্যোতি ভাই। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

ইকবালবিডি০৯ বলেছেন: বাস্তব অনুভূতি সঠিক ব্যাখা করলেন

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবালবিডি০৯। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পুরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।

খুব ভালো লিখেছেন । সহজ ভাবে বলা কঠিন বাস্তব ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীল পরী। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

কিবরিয়াবেলাল বলেছেন: প্রামানিকতো আমাকে পাগল করে ফেলবে । সাধক !

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বেলাল ভাই। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.