নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

একাত্তুরের মসিবতে

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬


শহীদুল ইসলাম প্রামানিক

একাত্তুরের যুদ্ধের সময়
ওসমান গেল হাটে
পাক সেনারা ধরল তারে
নদীর খেয়া ঘাটে।

ডাক দিয়ে কয়, "এই দিকে আয়,
হিন্দু না মুসলিম"?
কথা শুনে ওসমান মিয়ার
রক্ত হলো হিম।

পাক সেনারা বাঙালীদে
জ্যান্ত ধরে নিয়ে
মারছে কত বুলেট ছুঁড়ে
নয় তো বেওনেট দিয়ে।

ভয়-ভীতিতে ওসমান মিয়া
কয়না কথা আর
গুলি করলেই জীবনটা শেষ
ভাবছে সে বার বার।

অনেক ভেবে বলল ওসমান
সাহস নিয়ে দেলে,
"জন্ম থেকেই আমি ওসমান
মুসলমানের ছেলে"।

"মুসলমানের ছেলে হলে
কলেমা বাতাও দেখি"?
কলেমা শুনে পাক সেনারা
আশ্চার্য হয়, একি!

"লা ইলাহা ইল্লা আন্তা"
বলল ওসমান যেই
রাগের চোটে গাল দিয়ে কয়
ধুত্তুরি ছেই ছেই!

"এইটা তো রে কলেমা নেহি
মসিবাত কা দোয়া
কোন মুল্লুক মে শিখতা হায় রে
ওহে বাঙ্গাল পোয়া"।

ভাবছে ওসমান এদের হাতে
মরি কিংবা বাঁচি
কাঁপতে কাঁপতে বলল, "হুজুর
মসিবতেই আছি"।

"সেই জন্য তো এই দোয়াটা
কলেমার বদল বললাম
জন্ম থেকেই খাঁটি মুসলিম
এবার তবে চললাম"।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন: আমি প্রথম হইছি। ইয়া হু হু হু হু :-B

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য মতিঝিলে চায়ের দাওয়াত থাকল। ধন্যবাদ

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

রাবার বলেছেন: দুই নম্বর হইছি :D

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: আপনারও মতিঝিলে চায়ের দাওয়াত থাকল। ধন্যবাদ

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: কেনো 71 মুসলিমদের মারেনি খানেরা?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: মেরেছে আবার অনেককে দাড়ি টুপি দেখলে ছেড়েও দিত।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।
প্রামাণিক ভাই

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭

মিজানুর রহমান মিরান বলেছেন: ভালো লাগলো পড়ে.... ধন্যবাদ নিবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ও

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

পার্থ তালুকদার বলেছেন: :D

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থ তালুকদার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

কল্লোল পথিক বলেছেন: ভালো হয়েছে,প্রামাণিক ভাই ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

ইকবালবিডি০৯ বলেছেন: চমৎকার, চমৎকার, চমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকারচমৎকার । এর চেয়ে বেশি কমেন্ট করার ভাষা নেই

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইকবালবিডি০৯। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি যে কয় নাম্বার দেইক্যা নেই

লিখায় ++++

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুরএমডি চৌধূরী। আপনার তো কোন নাম্বার পাইতেছি না, তাড়াতাড়ি আপনি দেইখা লন। রসিকতার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: সব্বাই কি মতিঝিল যাবে প্রামানিক ভাই !!!
ছড়া চমৎকার হয়েছে বরাবরের মতই ।
+

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: আসেন অসুবিধা নাই, মতিঝিল ঢাকার প্রাণকেন্দ্র তো এইজন্য সবাইকে মতিঝিলের ঠিকানা দেই যাতে বেশি খুঁজতে না হয়। ধন্যবাদ বোন জুন।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| মসিবতই বটে!
চমৎকার

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। মসিবতের ছড়া পড়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: বাহ! খুব চমৎকার লিখেছেন। :)
সত্য ঘটনা নাকি? শেষটা বেশ নাটকীয়।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ওই সময় এরকম ঘটনা অনেক ঘটেছে। যেমন আমাদের গ্রামের দীন বন্ধু যুদ্ধের সময় শহরে আটকা পড়েছিল। সে তিন দিনেই চারটি কলেমা এবং দু'তিনটি সুরাও মুখস্ত করেছিল।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ছড়ায় মসিবতও চমৎকার হয়ে যাচ্ছে।
ভালো লাগল প্রামাণিক ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। আপনাদের উৎসাহই আমাকে ছড়া লিখায় উৎসাহিত করে।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

বিদ্যুৎ বলেছেন: অসাধারণ, কোন জবাব নেই। শুধু ভালবাসা নিরন্তর অনাদিকাল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.