নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হোটেলের মজার খাবার

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

আরে খোকা কেমন বোকা
হোটেল খাবার খেয়ে
খুশির চোটে নাচ্ছিস দেখি
বেজায় ধেয়ে ধেয়ে।

ডালের ভিতর তেলাপোকা
কেমনে খেলি চুষে?
ওই জিনিষটার বিষ্ঠাগুলো
আছে এখন জুসে।

তাই তো বলি খাস নে যেন
এসব খাবার আর
লাগলে ভাল তবুও মানা
খাসনে রে বার বার।

রসগোল্লা আর মিষ্টি মন্ডা
সবই ইঁদুর ছোঁয়া
ময়রার ঘরে চিকা চেটেছে
ছিল মুড়ির মোয়া।

হোটেল খাবার বড়ই সুস্বাদ
ময়লা হাতে রাঁধে
ক্ষুধার সময় মন মানে না
তাই তো খাচ্ছিস স্বাদে।

গরম গরম মিষ্টি সীরায়
পড়ে থাকে ব্যাঙ
রস মালাইতে পাওয়া গেছে
ছুঁচোর দু’টি ঠ্যাং।

বিড়াল নাকি চেটে খেয়েছে
কড়াই ভরা দুধ
বাসি মিষ্টি টক উঠেছে
করছে যে বুদবুদ।

এসব খাবার খাচ্ছিস তবু
বড়ই মজা করে
আজকে খাবি কালকে বুঝবি
ভুগবি জীবন ভরে।

(ছবি নেট)

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


চুচুর ঠ্যাং? ইয়াক

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: আরাম বাগের এক হোটেলে পানির গ্লাসের ভিতর কেঁচো পেয়েছিলাম। ম্যানেজারকে বলতে গিয়ে উল্টো ঝারি খেয়েছি।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

তানজির খান বলেছেন: বিড়াল নাকি চেটে খেয়েছে
কড়াই ভরা দুধ
বাসি মিষ্টি টক উঠেছে
করছে যে বুদবুদ।

হাহাহাহা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তানজির খান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

বিদ্যুৎ বলেছেন: ভাই এই সব ঘটনা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু এই রকম করে যে লিখা যায় তা কয়জনে জানত। ওই একজন ই আমাদের প্রামানিক ভাই। ভাই অফুরন্ত শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ভাই প্রয়োজনে অপ্রয়োজনে হোটেলে খেতে বাধ্য হওয়া লাগে। তখন চোখে অনেক কিছু পড়ে তারই সামন্য চিত্র তুলে ধরেছি। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আজাদ মোল্লা বলেছেন: হা হা এ কারণেই হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছি , অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: ওদের রান্না ঘরের পরিবেশ দেখলে আপনি এক গ্লাস পানিও খাবেন না। তারপরেও খেতে হয়। ধন্যবাদ ভাই আজাদ মোল্লা।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

নিমগ্ন বলেছেন: ভাই হোটেলগুলায় খাইলে তাইলে পেট খ্রাপ হইবোই। আআআর খামু নাঃ B-))

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: বিপদে পড়লে ভাই খাইতেই হইবো না করোন যাইবো না। ধন্যবাদ

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে প্রামানিক ভাই।
আপনার ছড়া মানেই হিট।
নিরন্তর শুভ কামনা জানবেন ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: দারুণ সন্দর!

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: নাহ আপনার জ্বালায় আর হোটেলেও খেতেও পারব না মনে হচ্ছে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: আনিচ্ছা সত্বেও বিপদে পড়ে খেতে হবে। উপায় নাই। ধন্যবাদ

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।
একটা লাইক দিলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। লাইক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

তৌফিক মাসুদ বলেছেন: আমি মালিবাগের হোটেলে তেলাপোকার ঠ্যাং পেয়েছিলাম।

কথা মিথ্যা বলেন নি কবি।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেকের জীবনেই এধরনের বাস্তব অভিজ্ঞতা আছে আপনার জীবন থেকেও এটি বাদ পড়েনি। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

রাফা বলেছেন: অনেকটাই সত্য।আপনিতো হোটেলো্যালেদের ভাতে মারবেন দেখা যাইতেছে।
সাবধানে থাইকেন।এক কথায় চমৎকার..।

ধন্যবাদ,প্রামানিক।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ভাই, কি আর বলবো এসব দেখার পরেও হোটেল ম্যানেজারকে বললে উল্টো রেগে উঠে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

খোলা মনের কথা বলেছেন: বরাবরের মত অসাধারন প্রামানিক ভাই।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের মানুষ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: দোকানিরা আপনার নামে মামলা করবে,

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: আমার নামে দোকানিরা মামলা করলে তখন তেলাপোকাদের কি অবস্থা হবে?

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ তো ভালোই লিখলেন, কিন্তু এখন যে খেতে বসলেই বমি বমি ভাব আসবে ওটার কি সমাধান?

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: নাক চিপে ধরে খান ঠিক হয়ে যাবে। ধন্যবাদ

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

জুন বলেছেন: বাংলাদেশ তো ভালো প্রামানিক ভাই, টিভিতে বিদেশের কয়েকটি তারকা হোটেলের রান্নাঘর দেখিয়েছিল গোপন ক্যমেরা।। আমি বলতে পারবোনা কি সেই দৃশ্য।
তবে আপনার ছড়া বরাবরের মতই মজার।

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। কোন দেশেই মনে হয় না হোটেল গুলোর রান্না ঘর পরিস্কার পরিচ্ছন্ন থাকে।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

তার আর পর নেই… বলেছেন: এত বড় জিনিস পাওয়া যায় খাবারে?

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে পাওয়া যায় তখন করার কিছুই থাকে না।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হোটেলওয়ালাদের ভাত মারতে লেগেছেন দেখছি!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: হোটেলের ভাত মারা যাবে না তাহলে বিপদের সময় না খেয়ে থাকতে হবে। ধন্যবাদ

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

শাহাদাত হোসেন বলেছেন: সেই জন্যে বরাবরের মতো হোটেলের খাবার আমার অপছন্দ ।ছড়া অসাধারণ হয়ছে ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: অনেকেরই অপছন্দ তার পরেও খেতে হয়। ধন্যবাদ

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হোটেল ব্যবসায়ীদের তো কাজকারবার মাথায় তুললেন।

ভালো থাকবেন। ভালো লাগল।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

প্রামানিক বলেছেন: না ভাই হোটেল ব্যবসায়ীদের কাজকারবার মাথায় উঠবে না। আমরা জেনে শুনেই বেকায়দায় পড়ে হোটেলে খাবো। ধন্যবাদ

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ওয়াক ওয়াক
কি লিখলেন ভাই পোষ্টে
মনে করলেই
আসছে পেট উল্টে :-P

ঘাট মানি ভাই
না খেয়ে থাকব
যা লিখেছেন; ভুলেও
যদি আর হোটেলে খাই ;)

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬

প্রামানিক বলেছেন: ক্ষুধা লাগলে কতক্ষণ না খেয়ে থাকবেন। কাজেই জেনে শুনেই বাধ্য হয়েই হোটেলে খেতে হবে। ধন্যবাদ

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

হৃদছায়া বলেছেন: চোখের সামনে না দেখলে খেতে তো ভালোই লাগে :`>

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭

প্রামানিক বলেছেন: চোখের সামনে দেখেও করার কিছু নাই।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

জনম দাসী বলেছেন: সেই কঠিন বিপদ ভূমিকম্পের দিন যেমন হাসাইছিলেন, আজকেও এই জীবন ভুকম্পনের মাঝে হাসতে হল,

ভাল থাকুন ভাই, আপনারা আছেন বলেই, এই জনম দাসীদের মুখে তবু একটু হাসির রেশের ছোঁয়া পায়।
তয়, দিলেন তো এই বুড়া বয়সেও জুস খাওয়ার স্বাদ টা চুকিয়ে। ধন্যবাদ যে... চকলেট, আইসক্রিম আর চিপস নিয়ে লেখেন নি। নইলে.........

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০

প্রামানিক বলেছেন: হে হে হে আপনি যে চকলেট আইসক্রিম আর চিপস খান এইটা জানার পড়ে আর লিখতে পারতেছি না। তবে যেগুলো লিখেছি সেগুলো আসলেই ---। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: এসব পড়লে তো আর হোটেলের খাবার খাওয়াই যাবে না !! তবে কথা কিন্তু সত্য !!

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। হোটেলের পিছনের পরিবেশ দেখলে কেউ খেতে চাবে না।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: হোটেল মালিকেরা আপনার নামে মামলা করলে আমাদের সাথে পাবেন প্রামানিক ভাই B-))

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ফকিরা পুলে পানির গ্লাসে কেঁচো দেখে ম্যানেজারকে কওয়ার পরে উল্টো ধমক খেয়েছি। ধন্যবাদ

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

মিউজিক রাসেল বলেছেন: ধন্যবাদ ছন্দরে রাজা, ছন্দে ছন্দে আমাদের দেশের পরিস্থিতি তুলে ধরার জন্য।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.