নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চাঁদাবাজির কিস্তি

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

সকাল বেলা হরিপদ দা
যেই খুলেছে দোকান
অমনি এসে ঘিরে দাঁড়ালো
পাড়ার কয়টা মস্তান।

বলল তারা, “সবার আগে
চাঁদার টাকা দ্যান তো
নইলে কিন্তু এই মূহুর্তে
মেরে ফেলবো জ্যান্ত”!

হরিপদ দা প্রতিবাদ করে
তাদের সাথে রাগলেন
এসব দেখে দোকান শ্রমিক
আস্তে করে ভাগলেন।

মস্তানগুলাও চোখ রাঙিয়ে
অনেক কথা বলল
আঙুল উঁচিয়ে চোখের উপর
শাসানি দিয়ে চলল!

“এই টুকুতেই ডাক চিৎকার
ক্ষেপলেন কেন দাদা,
চাইনি তো আর হঠাৎ করে
লক্ষ টাকার চাঁদা”?

“দু’মাস আগে চিঠি দিয়েছি
এই মাসের এই দিন
এতো দিনেও হয়নি জোগাড়
করেন নি ক্যান ঋণ”?

“একবারেতে নাইবা পারেন
দিবেন ধীরে ধীরে।
কয় কিস্তিতে শোধ দিতে চান
বললে আসবো ফিরে”।

“আমরা কিন্তু মহল্লার লোক
ছড়ব নাকো দাদা
তালবাহানা যতই করেন
দিতেই হবে চাঁদা”!

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

ধমনী বলেছেন: ১ম কিস্তি পরিশোধ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: তাইলে চা খায়া যান। ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

সুদীপ কুমার বলেছেন: দারুণ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুদীপ কুমার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার ছড়া
দিতেই হবে চাঁদা!
বরাবরের মত এবারও সুপার হিট।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই । অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

অভ্রনীল হৃদয় বলেছেন: বরাবরের মতো দারুণ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
আপনি চটপট ছড়া লিখে যাচ্ছেন। এবার মেলায় বই আসছে কি ?

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। চেষ্টা করছি বই বের করার। শুভ্চেছা রইল।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

টয়ম্যান বলেছেন: তালবাহানা যতই করেন
দিতেই হবে চাঁদা”! B-)

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টয়ম্যান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে, প্রামানিক ভাই| বই বের করার চিন্তা মাথায় আছে নাকি?

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: বই বের করার ইচ্ছা আছে এবং চেষ্টাও করতেছি। ধন্যবাদ

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ঢাকাবাসী বলেছেন: এত অবলীলাক্রমে কেউ ছড়া লিখতে পারে! আপনি দাারুণ!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: এই চাঁদাবাজদের অত্যাচার সর্বস্তরে ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। এরা সব জায়গায় আছে। ধন্যবাদ

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

আজাদ মোল্লা বলেছেন: দারুণ লিখেছেন তো , ধন্যবাদ আপনাকে ভাই ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: বৃষ্টি পরে টিপ টিপ প্রামাণিক ভাইরে কমেন্ট করে কিস্তি দিমু ঠিক ঠিক

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

প্রামানিক বলেছেন: হা হা হা কমেন্ট কিস্তিতে দিলে তো দারুণ হবে। চমৎকার রসালো মন্তব্য।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

রাফা বলেছেন: যতই করেন ধানাই পানাই,
ঐসব চাদাবাজিতা আমি নাই।
তবে না চাইলেও দিতে পারি -
আচ্ছামত ধোলাই। ;)

না আপনার ভাত মারতে পারলামনা ,প্রমানিক ভাই।
চমৎকার ছড়ার জন্য ,ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

প্রামানিক বলেছেন: ধানই পানাই যতই করেন চাঁদাবাজদের সাথে পারবেন না। ওদের ধোলাই দিতে গিয়ে উল্টো ধলাই খাওয়ার অবস্থা হয়। ধন্যবাদ

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

গোধুলী রঙ বলেছেন: বরাবরের মতোই চমৎকার প্রামানিক ভাই।
আসলেই পাড়ার মাস্তানদের থেকে রক্ষা নাই
নীলক্ষেত, নিউমার্কেটের দোকানদাররা তা বোঝে ভালোই
শুধু কি তাই!
বাড়িওলা থেকে পাড়ায় ভ্যানে সবজি বিক্রেতা জিম্মি সবাই

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। আপনি বাস্তব কথাই বলেছেন। মাস্তানদের খপ্পর থেকে কেউ রেহাই পাচ্ছি না।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: রাফা ভাইয়ের হাতে পিস্তল অাছে । তিনি পারবেন মনে হচ্ছে!
“আমরা কিন্তু মহল্লার লোক
ছড়বো নাকো দাদা
তালবাহানা যতই করেন
দিতেই হবে চাঁদা”! মহল্লায় দোকানদারি করলে চাঁদা তো দিতেই হবে । চাঁদাবাজি ভাল্লাগসে!
(সে তিনি এর মিশ্রণটা খারাপ লাগছে, ঠিক করে নিন । যেমনঃ খুলেছে এর স্থানে খুলেছেন, দাঁড়ালেন এর স্থানে দাঁড়ালো । "নইলে কিন্তু জান বাঁচবেনা, মেরে ফেলব জ্যান্ত; এই লাইনগুলোও কেমন যেন লাগছে! নইলে কিন্তু খবর অাছে পুঁতে ফেলবো জ্যান্ত- এটা কি বেশি ভালো না? ছাড়বো বানানটাও ঠিক করে নিন । মাতুব্বরী করে ফেললাম; অাপনা লোক কিনা!)

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার উপদেশ সাদরে গ্রহণ করলাম। শুভ্চেছা রইল।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিভাবে পারেন? প্রতিদিন একটা দুইটা ছড়া প্রসব করছেন। তাও প্রতিটাই সেই মাপের হচ্ছে। ক্যাম্বায় সম্ভব???

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: কি যে বলেন ভাই, আপনাদের উৎসাহ পেয়েই তো এটা সম্ভব হচ্ছে। ধন্যবাদ

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

বাকা পথ বাকা চোখ বলেছেন: চমত্কার

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

অর্বাচীন পথিক বলেছেন: হাল সময়ের ছড় :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

মেঘযাত্রা বলেছেন: চাঁদা দিতে পারুম না
দুখান ++ দিয়ে দিলুম

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: থ্যাংক ইউ ভাই মেঘযাত্রা তাতেই খুশি হলুম। শুভ্চেছা রইল।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: কিস্তিতে চাঁদা প্রদান! হাহা! দারুণ বলেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.