নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নেশার রাজ্য

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮


শহীদুল ইসলাম প্রামানিক

নেশায় নেশায় রমরমাভাব
পীর ফকিরের মাজার
হেরোইন, চরস, ভাং কল্কি
খাচ্ছে হাজার হাজার।

কেউবা খাচ্ছে হুইস্কি, বিয়ার
কেউবা খাচ্ছে তাড়ি
কেউবা আবার মদ খাওয়ার পর
করছে বাড়াবাড়ি।

কেউবা আবার গাঁজা খেয়ে
চোখ করেছে লাল
খাজার নামে গাঁজা খেয়ে
কাটিয়ে দেয় তিন কাল।

নাক মুখ দিয়ে ছাড়ছে ধুঁয়ো
চুল দাড়ি সব সাদা
নেশার ঘোরে করছে নেশা
দেখছে চোখে ধাঁধা।

কেউবা আবার নেশা করে
প্রাণ খুলে গায় গান
কেউবা আবার নেশা করে
শুয়ে পড়ে টান টান।

হাড্ডিসম শরীর তাদের
চক্ষু কোটরগতো
মাথার চুলে জট বাঁধা কেউ
দেখতে জঙ্গলীর মতো।

কেউবা আবার নেঙটি পরা
গতরখানি খালি
কেউবা আবার নোঙরা ময়লা
গায়ে ধুলা বালি।

নেশায় পড়ে ছাড়ছে পেশা
ছাড়ছে দুনিয়াদারী
হর হামেশা চাচ্ছে নেশা
চায় নারে ঘর-বাড়ি।

বউ বাচ্চাদের নাইরে খবর
পায়না তারা ভাত
নেশার রাজ্যে ডুবেই আছে
কাটছে যে দিন রাত।

আমার মনে প্রশ্ন আসে
পীর আউলিয়াদের খাজা
অনেক জীবনী পড়লাম তাদের
কোথাও পেলাম না গাঁজা।

নেশাখোররা কোথায় পেল?
উত্তর পাইনা ভাই,
যুব সামাজ যে ডুবছে নেশায়
চিন্তা শুধু তাই।

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

আজিজার বলেছেন: যুব সামাজ যে ডুবছে নেশায়
চিন্তা শুধু তাই।


আমাদের ও চিন্তা শুধু তাই।

দারুন মিলিয়েছেন ছন্দছড়া।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আজিজার ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



নেশা আসে হতাশা থেকে; দারিদ্রতা, বেকারত্ব, আদর-যত্নহীন পরিবার মানুষকে নেশার দিকে নিয়ে যাচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: আপনার কথা ঠিক আছে তবে বর্তমানে কিছু তরুণ যুবক বন্ধু বান্ধবের পাল্লায় পরে শখের বশে নেশায় ডুবে যায়।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: অসাধারণ হয়েছে

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: Drug Addiction এর একটা সুবিধেও অাছে । সেটা হলো, দুনিয়াবি চিন্তা-ভাবনা, হতাশা থেকে মুক্তি পাওয়া যায় ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: Drug Addiction এর একটা সুবিধেও অাছে । সেটা হলো, দুনিয়াবি চিন্তা-ভাবনা, হতাশা থেকে মুক্তি পাওয়া যায় ।

আপনার কথা ঠিক আছে কিন্তু যখন নেশার পয়সা থাকে না তখন যে চুরি ছিনতাই করে, সেইটা ঠেকাবেন কেমনে?

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

কল্লোল পথিক বলেছেন: কেউবা খাচ্ছে হুইস্কি, বিয়ার
কেউবা খাচ্ছে তাড়ি
কেউবা আবার মদ খেয়ে ভাই
করছে বাড়াবাড়ি।
ফাটাফাটি হয়েছে ভাইয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর..ছন্দময়..চমৎকার। :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান শোভন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

জনম দাসী বলেছেন: হায়রে নেশা, একেক জনার একেক নেশা। আমাদের যেমন লেখার নেশা ... সবচে খারাপ নেশা কি জানেন ভাই, দেউলিয়া হওয়া নেশা। আমার বাবা, আমার কাছে মোটা মুটি সব কাগজ পত্রাদি রাখলেও, জমি জমার কাগজ কখনও রাখতেন না। আমি কখন আবার অগুলো বেচে অসহায়ের মাঝে বিলিয়ে দেই। বেশ ধনী ব্যক্তি ছিলেন উনি, প্রায়ই বলতাম, বাবা... একটি মাথা গোজা ঠাইয়ের অধিক কি আর কিছু প্রয়োজন আছে? তিনি বলতেন, কোন এক সময় এই গচ্ছিত বিপুল ধন তোরই কাজে আসবেরে মা। আমার সেই ছোট বেলার কথা, ১২/১৩ বছর বয়সের। তখন প্রতিবাদ জানাতাম। বাবা বলতো... তোর দাদু আমার জন্মের ও আগে, তোর জন্য যে ভবিষ্যতের কথা বলে গেছে, তা সময় বলে দিবে। দাদু ছিলেন এক জন মহৎ পুণ্যবান আউলিয়া। সময় সত্যি তা বলে দিয়েছে।

''বউ বাচ্চাদের নাইরে খবর'' এই মাজার আর তার তথ্য নিয়ে লেখা আছে আমার। ভিন্ন সময়ে দিবো। তবে মাজার পূজা হারাম।

ভাল থাকুন ভাই সাহেব সব সময়। অতি সত্য কথা গুলি তুলে ধরার জন্য +++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। আপনার বাবা, দাদার কাহিনী জেনে ভাল লাগল। তাদের আত্মার শান্তি কামনা করি। অনেক অনেক শুভেচছা রইল।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

খোলা মনের কথা বলেছেন: খাজার নামে গাঁজা খেয়ে
কাটিয়ে দেয় তিন কাল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

উর্বি বলেছেন: দারুন

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মনে প্রশ্ন আসে
পীর আউলিয়াদের খাজা
অনেক জীবনী পড়লাম তাদের
কোথাও পেলাম না গাঁজা।

ঠিক বলেছেন।
ওদের ভন্ডামী ছাড়া কিছু না।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: কিচ্ছু ভাল্লাগ্তেসেনা। প্রামানিক ভাই, আসেন বিয়ার খাই।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। ওইগুলা আমার কাছে তিতা লাগে আমি খাই না।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: যে সব দেশে জঙ্গীবাদের প্রভাব বাড়ে সেসব দেশই নেশার সামরাজ্য বৃদ্ধি হয় । ভাল হয়েছে

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। কথা ঠিকই বলেছেন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: প্লাস।

কিন্তু মাজারে হুইস্কি ক্যামনে খায় !!

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: এইটা হাসান মাহবুব কইতারে।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

নুরএমডিচৌধূরী বলেছেন: কেউবা খাচ্ছে হুইস্কি, বিয়ার
কেউবা খাচ্ছে তাড়ি
কেউবা আবার মদ খাওয়ার পর
করছে বাড়াবাড়ি।

সুন্দর পোষ্টে
ভাললাগা রেখে গেলাম
আপনার বাস্তব ধর্মী লিখা
একদিন সার্থক হবে
শুভ রাত্রি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমিও যে ভাই নেশয় ডুবে আছি, উপায় কি তার বলুন

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

প্রামানিক বলেছেন: আপনার নেশা খারাপ না মানুষের উপকার হয় আপনার নেশার ছবি দেখলে পৃথিবীটা ভ্রমণ হয়। কিন্তু গাঞ্জাখোরদের নেশায় যে সর্বনাশ করে।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর ছড়া।

ছড়াটা কি নেশাখোরদের ভাবতে শিখাবে?

আমার মনেও প্রশ্ন আসেঃ

//আমার মনে প্রশ্ন আসে
পীর আউলিয়াদের খাজা
অনেক জীবনী পড়লাম তাদের
কোথাও পেলাম না গাঁজা।//


ভাল থাকুন। সবসময়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: এই ছড়ায় ওদের মনে সামান্য নাড়া দিলেও সার্থক। ধন্যবাদ ভাই শামছুল ইসলাম।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

গোধুলী রঙ বলেছেন: নেশায় দুনিয়ার হতাশা ভুলে থাকা যায়, একটা দড়ি গাছে টানাইয়া ঝুইলা পড়লেও চিরতরে মুক্তি পাওয়া যায়, এটাই নেশাখোর আর পরিবেশ দুটোর জন্য ভালো। নিজে নেশা করে দুনিয়া ভুলে থাকছে, কিন্তু সমজে নোংরামো ছড়াচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই গোধুলী রঙ। তাদের কারণে পরিবেশ খারাপ হচ্ছে। ধন্যবাদ

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

িশপু মাস্তান বলেছেন: অভিঙ্গতা আছে বৈকি???

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শিপু মাস্তান। অভিজ্ঞতা লাগে না মাজারে গেলে বাস্তবেই অনেক কিছু চোখে পড়ে। শুভেচ্ছা রইল।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: কারো নেশা অর্থ কড়ি
কারো আবার গয়না
নেশার জগতে এতো
জ্বালা যে আর সয়না।
সয়না প্রাণে ঘুষ হারামি
সয়না বউয়ের ঘ্যান ঘ্যান
অফিসের মোটা বসের
নেশা আবার প্যান প্যান
বছর ঘুরে ভাড়া বাড়ে
জমিদারের সেই নেশা
দুর্নীতিটা চলুক দেদার
কারো আবার এই পেশা ।
এতো কথা এতো কাজ
নেশা বন্ধ নাহি হয়
নেশার পিছে ঘুরে কেন
জীবনটারে করি ক্ষয় ।
শহীদ ভাইয়ে লিখছে ভারি
মজার নেশার ছড়া
তাই বলে আমার কলম (কি বোর্ড)
উঠল জেগে ত্বরা ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ মন্তব্য। ছন্দ পড়ে ভাল লাগল। ধন্যবাদ

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

তার আর পর নেই… বলেছেন: নেশা করলে নাকি সব ভুলে থাকা যায়, দুনিয়া নাকি রঙিন হয়ে যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তার আর পর নেই---। নেশাখোরদের হয়তো তাই ধারনা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই বেশ সরেস ছড়া।


কারো নেশা হুইস্কি বিয়ার
কারো নেশা নারী
কারো নেশা গাজা চরস
কারো অর্থকরী!

কারো নেশা বিত্ত খ্যাতি
কারো নেশা প্রীতি
কারো নেশা ক্ষমতার চেয়ার
বাকী সব তুচ্ছ অতি!

+++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ মন্তব্য। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

রিয়াজ সোহাগ বলেছেন: awesome

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিয়াজ সোহাগ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

তৌফিক মাসুদ বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামাণিক ভাই,

মাঝখানে প্রায় ১৩/১৪ দিন আমি স্মোকিং করি নাই। ছাড়ার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু শেষমেশ আবার শলাকায় আগুন দিতে হইছে। :(

ছড়ায় +

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। ১৩/১৪দিন পার করলে তো নেশা থাকার কথা নয় কিন্তু আফসোসের বিষয় পারলেন না।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন: দারুন ছড়া। আসলে এমন সমস্যা গুলো আমাদের সাহিত্য দিয়ে তুলে ধরতেই হবে। না হলে হবে না। সাহিত্য শুধু মনোরঞ্জন নাকি?

স্যালুট প্রামানিক ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। আপনি চমৎকার কথা বলেছেন, সবাই সচেতন হলে হয়তো এই সমস্যার একদিন সমাধান হবে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ লিখেছেন। ভাল লাগলো!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: বেঁচে থাকার আকাঙ্খা প্রকৃত নেশা কোনটা যদি একটু জানতে পারতাম, জানলে জানাইয়েনতো ভাই। ভালো লিখেছেন। ছন্দে ছন্দময় কবিতা আপনার।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ রাহীম উদ্দিন। আপনি জটিল একটা প্রশ্ন করেছেন। এটার সঠিক উত্তর আমিও জানি না। শুভেচ্ছা রইল।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঁয়া, সিদ্ধি টেনে সিদ্ধাই হওয়া যায় না ;)


কেমন আছেন?

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ভাল আছি ভাই, আপনি কেমন আছেন?

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যুবসমাজ... বুড়ো সমাজ সবাই এক লগে ডুবছে :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন মইনুল ভাই। যুবসমাজের সাথে বুড়ো সমাজও ডুবতে বসেছে। ধন্যবাদ

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

সাকিব আনোয়ার কণক বলেছেন: চরম বাস্তবতার উপস্থাপন

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাকিব আনোয়ার কণক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার চিত্র তুলে ধরেছেন ভাই।

খুব ভাল লাগলো

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অর্বাচীন পথিক। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: নেশাখোররা কোথায় পেল?
উত্তর পাইনা ভাই,
যুব সামাজ যে ডুবছে নেশায়
চিন্তা শুধু তাই।
-----

হুম, এটাইতো বড় সমস্যা আর বড় চিন্তা!!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: খালি সমস্যা নয় মস্ত বড় সমস্যা। ধন্যবাদ নাহার আপা।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

অন্ধবিন্দু বলেছেন:
নেশা যাদের পেশা তারাই ছড়াচ্ছেন নেশা। নেশা সমাজটারে খাইয়া ফেলে। পরিবার হয় ভেঙে টুকরো ... নেশা বড় খারাপ জিনিশ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। মন্তব্যে মূল্যবান কথাই বলেছ্নে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.