নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দেশের উপকার

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

আকাশ দিয়ে যাচ্ছে প্লেন
যাচ্ছে তিন জন নেতা
আমজনতা তুচ্ছ হওয়ায়
কেউ ছিল না সেথা।

দশ টাকার নোট ফেলে দিয়ে
এক নেতা কয় হেসে
"একজন লোকের উপকার হলো
অভাব বাংলাদেশে"।

এইনা দেখে আরেক নেতা
দুইখান নোট ফেলে
দুইজন লোকের উপকার হলো
ভাবছে দেলে দেলে।

দুই নেতারি কান্ড দেখে
অন্য নেতা কয়,
“একশ’ জনের উপকার করবো
এর কমে তো নয়”।

এই না ভেবে একশ’টি নোট
যেই না ফেলল নিচে
গোস্বার চোটে বলছে পাইলট,
"এসব সবই মিছে"।

"জনগণের টাকা মেরে
দু’একটা নোট দিয়ে
বড় বড় বুলি আওড়াবে
সভা মঞ্চে গিয়ে"।

এইনা বলে জানলা খুলে
ধাক্কা দিল যেই
ধরুম করে তিনজন নেতা
পড়ল নিমেষেই।

নেতা ফেলে পাইলটসাব
বলছে হেসে হেসে,
"সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে"।

(ছবি নেট)

মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চা দেন পরে কথা। :D

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: মতিঝিল আসেন। ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মতিঝিলেই বসে আছি ৯:০০ টা থেকে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: তাহলে পশ্চিম দিকে হাঁটা দেন আমি পূর্ব দিকে আসতেছি।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) B-) আহা, এরকম যদি সত্তিই হত!

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মেঘ নাকি রোদ্দুর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।
অনেকদিন পালিয়ে থাকার পর এর বেশি কিছু বলতে সাহস পাচ্ছিনা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: শব্দনীড়ে আপনার লেখা পড়েছি। আপনি আবার ফিরে এসেছেন দেখে খুব খুশি হলাম। ধন্যবাদ হেনা ভাই।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

আজমান আন্দালিব বলেছেন: মজার কৌতুক ছড়ায় পরিবেশনা...ভালো লেগেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজমান আন্দালিব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কৌতুক দিয়েও দেখি ছড়া বানিয়ে ফেলেছেন !! তবে সেইরাম হয়েছে ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

ধমনী বলেছেন: মজার। বেশ মজার।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছোটবেলায় জোকস পড়েছিলাম। আজ পড়লাম ছড়া। :)
অসাধারণ ভাই। +

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

রাজিব হোসেন৬৬২ বলেছেন: কঠিন লিখছেন

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজিব হোসেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: যা বলেছ ! নেতারা যত কাটিং খায় তত দেশের মঙ্গল

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। নেতারা যত কাটিং খায় তত দেশের মঙ্গল, কথা মন্দ বলেন নাই। শুভেচ্ছা রইল।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

রিয়াজ সোহাগ বলেছেন: কৌতুককে কবিতায় কনর্ভাট। খুব ভালো লিখছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিয়াজ সোহাগ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: মজা পেলাম ভাই

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছড়া ভাল্লাগসে! চাপাবাজ নেতাদের উচিত শিক্ষা হয়েছে ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

গোল্ডেন গ্লাইডার বলেছেন: "সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে"।
জটিল =p~

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভািই গোল্ডেন গ্লাইডার। অনেক অনেক শুভ্চেছা।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আরণ্যক রাখাল বলেছেন: হা হা| এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে মন্দ হতো না| অন্ত মনের ক্ষোভটা মিটতো পাবলিকের|
মজাদার ছড়া

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

জুন বলেছেন: আহা এমন করে যদি চলন্ত বিমানের দরজা খোলা যেত প্রামানিক ভাই :)
+

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

প্রামানিক বলেছেন: অন্য কেউ চলন্ত বিমানের দরজা খুলতে না পারলেও কাহিনীর পাইলট ঠিকই খুলেছে। ধন্যবাদ জুন আপা।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এমন হলে তো খুবই ভাল হত।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

আজাদ মোল্লা বলেছেন:
দশ টাকার নোট ফেলে দিয়ে
এক নেতা কয় হেসে
"একজন লোকের উপকার হলো
অভাব বাংলাদেশে"।
অনেক সুন্দর বলেছেন , ধন্যবাদ আপনাকে ।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
"সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে"।
"সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে"।

হা হা হা ! কোথা সে পাইলট ! কুতায় !! জলদি ধাক্কা মেরে দেশটাকে বাঁচাও ;)

++++++++++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

প্রামানিক বলেছেন: হা হা হা! এরকম পাইলট মাঝে মাঝে পাওয়া যায়। ধন্যবাদ

২২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: ছন্দ আর বিষয় সত্যি অপূর্ব।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজওয়ানুল ইসলাম পাপ্পু। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

রাজিয়া সুলতানা বলেছেন: হা হা হা হা হা! সকালে উঠেই ভালো একটা হাসি দিলাম। ছড়ায় ছড়ায় কি কঠিন সত্য! ! দশ টাকায় উপকার! ! ধন্যবাদ প্রামাণিক ভাই এত সুন্দর করে কঠিন তেতো সত্য তুলে আনার জন্য। ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

গোধুলী রঙ বলেছেন: চমতকার

জানা গল্পের ছড়ায়ন, দারুন।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক অভিনন্দন।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাবেয়া রাহীম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

এইচ তালুকদার বলেছেন: চমৎকার ছড়া

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ এইচ তালুকদার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

অন্যসময় ঢাবি বলেছেন: এক কথায় অসাধারণ হয়েছে প্রামানিক ভাই , পাঠ্য পস্তুকে দেওয়ার মত ছড়া।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অন্যসময় ঢাবি। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

কল্লোল পথিক বলেছেন: "জনগণের টাকা মেরে
দু’একটা নোট দিয়ে
বড় বড় বুলি আওড়াবে
সভা মঞ্চে গিয়ে"।
চমৎকার ছড়া ।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: কইষা লাথি মারুন, পাইলট সাব। আমরা সাথেই আছি।

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। কথা মন্দ বলেন নাই।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

সাদিকনাফ বলেছেন: তিনজন মানুষ দিয়ে এ দল বি দল আর সি দল.... প্রধান তিনটা রাজনৈতিক দল বুজে নিলাম...

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: কৌতুক দিয়ে অনেক কিছুর সাথেই তুলনা করে যায় যে যেদিকে চিন্তা করে।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

আবু শাকিল বলেছেন: বাহ! মুগ্ধ ভাই।
যা লিখেন পুরাই জাতির চাওয়া পাওয়া।
ধন্যবাদ প্রিয় ছড়াকার।

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

ঢাকাবাসী বলেছেন: রাজনৈতিক নেতা মানেই মনে হয় জঘন্যরকম খারাপ, তয় বাং ... এরা সবচাইতে নিকৃস্ট অযোগ্য অপদার্থ অসৎ....

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। অনেক অনেক শুভেচছা রইল।

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

কিবরিয়াবেলাল বলেছেন: সে পাইলটের আশায় রইলাম ।এ হচ্ছে বিদ্রোহ ।

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিবরিয়াবেলাল।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


'নেতা' বাংলাদেশের সবচেয়ে দামী চাকুরী

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: মজার এবং বক্তব্যধর্মী।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.