নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
এখন নাকি ছাগল দিয়ে
হালচাষ করা হচ্ছে!
ওই পাড়ার ওই খগেন খুঁড়ো
সেই কথাটা কচ্ছে।
বললাম খুঁড়ো, “এমন কথা
জন্মে শুনি নাই
কোথায় আছে এমন দৃশ্য
দেখতে আমি চাই”।
বলল খুঁড়ো, “চোখটা খুলে
রাজ পথেতে যাবে
হালচাষ করা ছাগলগুলো
ওই খানেতে পাবে”।
(ছবি ইন্টারনেট)
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
আরণ্যক রাখাল বলেছেন: পত্তম হৈচি! চা দেন
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: পেত্থম না হইলেও চা পাইবেন অসুবিধা নাই। ধন্যবাদ
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
আরণ্যক রাখাল বলেছেন: কথাকথিকেথি কোথ্থেকে আসল! ফার্স্ট হৈতে পাল্লাম না| আফসুস
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: আফসুসের কিছু নাই দুইজনকেই সমান সমান চা দেওয়া হইবে। ধন্যবাদ
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক এই ভয়ে আমি চা চাই নাই অরণ্যক !!! তবে এখন রিস্ক নাই । চা দেন । সাথে টা ও কিন্তু দিতে হবে !!!
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
প্রামানিক বলেছেন: অসুবিধা নাইক্কা দুইটাই পাবেন।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
আরণ্যক রাখাল বলেছেন: প্রামাণিক ভাই যা জনপ্রিয়, ফার্স্ট হওয়া খুব কঠিন| আমি মনে করছি এটা পাঁচ নম্বর মন্তব্য কিন্তু দেখা যাইতে পারে এটা সাত আটে চলে গেছে
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: বলেন কি ভাই? আমার যা কিছু সব তো আপনাদের সাথে নিয়েই।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: মজার।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমাপ্তি টানার জন্য শেষের চার লাইন আমার কাছে যথেষ্ট মনে হয়নি ।
'' গরুর কাজ ছাগলকে দিলে সেটা হয় হাস্যকর ! অনুরূপ দেশের বড় বড় পদে বসে আছে ছোট মাথার অযোগ্যরা , এদের দেখলেই তোর ছাগল দিয়ে হাল চাষ করা দেখার আশ মিটে যাবে।''
খুঁড়োর জবানীতে এরকম কোন মেসেজ থাকলে ছড়ায় ''হুল'' থাকতো ।
প্রখ্যাত ছড়াকার প্রামানিক ভাই শুব কামনা জানবেন ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
প্রামানিক বলেছেন: ছড়া এই টুকু নয় আরো আছে, সংক্ষেপ করে দিয়েছি যে কারণে আপনার কাছে অতৃপ্ত লাগতেছে। বিষয়টি লক্ষ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
রোদেলা বলেছেন: মজাই মজা।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রোদেলা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
শাহাদাত হোসেন বলেছেন: ছাগল দিয়ে হালচাষ তাই ফসলের অবস্থা খুব খারাপ
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসেন। চমৎকার কথা বলেছেন।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
আনোয়ার ভাই বলেছেন: খুব ভাল লাগল
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সপ্তাহান্তে অপেক্ষায় থাকি
প্রামানিক ভাই এর ছড়ার
ছড়া খানা একবার চোখে পড়লে
না পইড়া এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কার?
ছড়া পইড়া হাঁসবে না যে ব্লগার
পুলিশ মামারে লেলাইয়া দিয়া
লাঠির বাড়ি দিয়া ফালাইয়া দিবো ৩২ পাটি দাঁত তার
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: করছেন কি? ৩২ পাটি দাঁত ফালাইলে তো ব্লগার খুঁইজা পামু না, এমনিতেই মানুষ পুলিশ দেইখা ডরায়।
ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। রসালো মন্তব্য পড়ে না হেসে থাকতে পারলেম না। শুভ্চেছা রইল।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
শামছুল ইসলাম বলেছেন: মোস্তফা কামাল পলাশ আমার মনের কথাটাই বলেছেনঃ
//ছড়া পইড়া হাঁসবে না যে ব্লগার
পুলিশ মামারে লেলাইয়া দিয়া
লাঠির বাড়ি দিয়া ফালাইয়া দিবো ৩২ পাটি দাঁত তার//
ভাল থাকুন। সবসময়।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: লাঠির বাড়ি দিয়া ফালাইয়া দিবো ৩২ পাটি দাঁত তার এ কথা শুনলে গোমড়ামুখোদের বারোটা বাইজা যাইবো। ধন্যবাদ ভাই শামছুল ইসলাম।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: মজার ভাই....
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: বেসুর এই ছাগলটাকে প্রানবন্ত মনে হচ্ছে।
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজওয়ানুল ইসলাম পাপ্পু। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: মজার ছড়াতো!!!
২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। শুভ্চেছা রইল।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলার তৈরি নিজস্ব ট্রাক্টর
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই।
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই এত্তো ছোট ক্যান?
বিষয়টা নিয়ে তো আরো লিখতে পারতেন। ব্যস্ততা আছে নাকি?
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: বিষয়টা নিয়ে ছড়া আরো বড়, তবে - - -- ভয়ে ছোট করে দিয়েছি।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
জনম দাসী বলেছেন: লিটনের সাথে একমত,
আহরে নিরীহ পাতা খাওয়া ছাগল দিয়া হাল চাষ না করাইয়া, যদি ঘুষ খাওয়া ছাগল দিয়া হাল চাষ করাইত... বেজায় হত।
ভাল লাগা রেখে গেলাম ভাই সাহেব।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: যা বললেন বোন জনম দাসী। এরকম হলে বাংলাদেশটা অনেক এগিয়ে যেত। ধন্যবাদ
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চারিদিকে তাই তো হচ্ছে।
এখন তো আর যার যা কাম না জোলায় বেঁচে তেল।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। শুভ্চেছা রইল।
২০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
আবু শাকিল বলেছেন: প্রামাণিক দা -দেশে কিন্তু গরু ছাগলে ভইরা গেছে -
সাবধানে থাইকেন।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন ভাই আবু শাকিল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
পুলহ বলেছেন: মজা পেয়েছি প্রামানিক ভাই। শুভকামনা জানবেন
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পুলহ। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
আমি মিন্টু বলেছেন: দিনকা দিন গরুর যে দাম বাড়ছে তাতে ছাগল বেটারে দিয়াই আমাগো গরুর কাজ ছাড়তে হইব মনে
হয় প্রামানিক ভাই ।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। গরুর দাম বাড়তে বাড়তে আকাশে উঠতেছে।
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
হাসান মাহবুব বলেছেন: ঠিক জমলো না।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
প্রামানিক বলেছেন: ছড়াটি সংক্ষিপ্ত। সেই জন্য জমে নাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ছাগল দিয়ে হালচাষ !! ছড়া লেখার জন্য যা টপিক আপনি বের করেন নাহ !!!