নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
তোমার কোলে মাথা রেখে
আমার জীবন মরণ হলে
ভিজিয়ে দিও শরীর খানি
ভালবাসার চোখের জলে।
আঁচল দিয়ে মুছিয়ে দিও
আমার নিথর শরীর খানি
চোখের পাতা মুদিয়ে দিয়ে
বুকের মাঝে নিও টানি।
এই জীবনে পাইনি যাহা
চাইনা তাহা যাবার কালে
রিক্ত হাতের নরম পরশ
বুলিয়ে দিও আমার ভালে।
নাইবা যদি থাকে প্রিয়
তোমার চোখে শোকের জল
সবুজ ঘাসে ছড়িয়ে দিও
হাতের চুড়ি পায়ের মল।
আঁধার ঘরে রাখবে যখন
ভুলে যেও অতীত মন
আমার দেওয়া দুঃখ ব্যাথা
আর করোনা কভু স্মরণ।
বিদায় কালে চেয়ে থেকো
না ফিরিয়ে ব্যাথার মুখ
তোমার চোখের অশ্রু জলে
হয় যেন গো স্বর্গ সুখ!
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
প্রামানিক বলেছেন: চলে আসেন আমি এই সময় ফ্রি আছি।
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভাল লাগল ।
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মে আই কামিং স্যার
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
প্রামানিক বলেছেন: ঢুইকা পড়েন বাইতুল মোকাররমে আমি নিচে দাঁড়ানো আছি।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
আলম 1 বলেছেন: ভাল লাগল -
" সবুজ ঘাসে ছড়িয়ে দিও
হাতের চুড়ি পায়ের মল।"
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
প্রামানিক বলেছেন: ইমোশনাল তো বড়দের হওয়ার কথা এই পিচ্চি হইল কি করতে?
৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
জেন রসি বলেছেন: মন খারাপের ছড়া!
কি ব্যাপার প্রামানিক ভাই?
ভালো হয়েছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এরকম না দিলে ছড়ার একঘেয়েমি ভাব চলে আসে, তাই আর কি- -- - -
৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
কল্লোল পথিক বলেছেন: আঁচল দিয়ে মুছিয়ে দিও
আমার নিথর শরীর খানি
চোখের পাতা মুদিয়ে দিয়ে
বুকের মাঝে নিও টানি।
দুঃখ জাগানিয়া অসধারন কবিতা।
ধন্যবাদ প্রামানিক ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। একটু ব্যাতিক্রম লিখলাম।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: এইটা দারুণ হৈসে। সবসময় মজার ছড়া পড়তে ভালো লাগে না। ছন্দে ছন্দে কিছু গহীন বিষাদ উঠে আসুক।
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আপনার মন্তব্য পড়ে আশ্বস্ত হলাম। এখন থেকে মাঝে মাঝে বিষাদের ছড়াও লিখব। শুভ্চেছা রইল।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
সুমন কর বলেছেন: প্রেমের ছড়া, ভালো হয়েছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: এই জীবনে পাইনি যাহা
চাইনা তাহা যাবার কালে
কিছু লিখতে পারছি না ..............
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
জুন বলেছেন: মন খারাপ করা কিন্ত ভালো লাগলো অনেক প্রামানিক ভাই ।
+
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। শুভ্চেছা রইল।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
টোকাই রাজা বলেছেন: বিদায় কালে চেয়ে থেকো
না ফিরিয়ে ব্যাথার মুখ
তোমার চোখের অশ্রু জলে
হয় যেন গো স্বর্গ সুখ!
দারুন
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টোকাই রাজা। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
নুরএমডিচৌধূরী বলেছেন: আঁচল দিয়ে মুছিয়ে দিও
আমার নিথর শরীর খানি
চোখের পাতা মুদিয়ে দিয়ে
বুকের মাঝে নিও টানি।
মরা শরীরে
আর =কিই সাধ পাইবেন ভাইজান
বাইচ্চা থাইক্কাই যা করার করেন
সুন্দর পোষ্টে++++
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: এই তো একখান চরম কথা কইছেন। মরার পরে সাধ করলেই কি না করলেই কি কিছুই তো বোঝা যাবে না। ভালবাসার টানে যদি কেউ করে সেই কল্পনা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
শুভ্র বিকেল বলেছেন:
বিদায় কালে চেয়ে থেকো
না ফিরিয়ে ব্যাথার মুখ
তোমার চোখের অশ্রু জলে
হয় যেন গো স্বর্গ সুখ!
অনেক সুন্দর। শুভকামনা প্রামানিক ভাই।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ হৃদয়স্পর্শী লেখা। খুব ভালো লাগলো।
তবে,
আঁধার ঘরে রাখবে যখন
ভুলে যেও অতীত মন
আমার দেওয়া দুঃখ ব্যাথা
আর করোনা কভু স্মরণ।
এই প্যারায় তালের অসংগতিতে একটা ধাক্কা খেলাম।
বিশেষ করে শেষ লাইনে স্বাভাবিক তালের পতন ঘটেছে।
তবে কবিতার টপিক অনেক ভালো ছিলো।
শুভকামনা রইলো।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: বিষয়টি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ হৃদয়স্পর্শী লেখা। খুব ভালো লাগলো।
তবে,
আঁধার ঘরে রাখবে যখন
ভুলে যেও অতীত মন
আমার দেওয়া দুঃখ ব্যাথা
আর করোনা কভু স্মরণ।
এই প্যারায় তালের অসংগতিতে একটা ধাক্কা খেলাম।
বিশেষ করে শেষ লাইনে স্বাভাবিক তালের পতন ঘটেছে।
তবে কবিতার টপিক অনেক ভালো ছিলো।
শুভকামনা রইলো।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: বিষয়টি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: নাইবা যদি থাকে প্রিয়
তোমার চোখে শোকের জল
সবুজ ঘাসে ছড়িয়ে দিও
হাতের চুড়ি পায়ের মল। ---
কেন এত অভিমান ভাই???
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: অভিমান না থাকলে মান পাওয়া যায় না। ধন্যবাদ কামরুন নাহার আপা।
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০
রোদেলা বলেছেন: দারূন রোমান্স,ছন্দে ছন্দে দাদা।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রোদেলা। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: দারুণ
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতি কাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২০| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭
বিদ্যুৎ বলেছেন: সবগুলোই দারুন লেখা। এবার আসি মূল কথায় আপনার ছড়া, কবিতা সংগ্রহ বই বাজারে আছে কিনা, থাকলে নাম গুলো একটু বলবেন অনুগ্রহ করে, আর যদি বই প্রকাশ না হয়ে থাকে তাহলে দ্রুত করবেন বলে আশাকরি। আপনার সর্বাঙ্গীণ শুভ কামনা।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: বই এখনো বাজারে আসে নাই তবে সামনের মেলায় প্রকাশ করার ইচ্ছা আছে। ধন্যবাদ
২১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫
নীলপরি বলেছেন: কষ্ট মেশানো ভালো লাগা রেখে গেলাম।
ভালো থাকবেন । শুভকামনা ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নীল পরি। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর প্রিয় প্রামানিক ভাইয়ের কবিতা পড়লাম। আহরে কত কবিতাই না এর মধ্যে মিস হয়ে গেছে!
অনেক সুন্দর কবিতা ভাই। শুভ কামনা জানবেন!
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
প্রামানিক বলেছেন: আপনি কোথায় ছিলেন ভাই? আপনাকে তো আমরা সবসময় খুঁজে বেরাই। ধন্যবাদ
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
রাশেদ রাহাত বলেছেন: "মা কে নিয়ে লেখা" আপনার কোনো কবিতা আছে ভাইয়া।।?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
প্রামানিক বলেছেন: মাকে নিয়ে লেখা ছড়া আছে গল্পও আছে। ধন্যবাদ
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ
এই তো প্রামানিক ভাই বিরহ ভাল লাগা তে চলে আসছে
লেখা ভাল পাইলাম ভাই
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগল ছড়া ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মামুন ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: ভালো লাগছে
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে .. প্রামাণিক ভাইয়ের হৃদয়ে কেঠায় এত্ত এত্ত দুষক দিল!!!!
বিষাদের দারুন ছন্দময় প্রকাশ! ভাল লাগা ++++++++++++
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: দুষক দেয়া লাগে না এমনি এমনি দুষক শুরু হয়। রসালো মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
২৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ দুঃখ ভাবের ছড়া । বিস্বাদী ভাললাগা ।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
২৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
অভ্রনীল হৃদয় বলেছেন: বিষাদময় ছড়া, ভালো লেগেছে।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
আমি মিন্টু বলেছেন: অসাধারন হয়েছে প্রেমের ছড়া । কে বলে প্রামানিক ভাই প্রেমের ছড়া জানেনা হুম ধারুন হয়েছে ভাই ।
এখন থেকে মাঝে মাঝে এরকম দুই একটা প্রেমের ছড়াও চাই কিন্তু ভাই ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এযুগেরকবি বলেছেন: নিত্য নতুন অভাব এখন
দিচ্ছে দেখা ঘরে
বউয়ের সাথে কইনা কথা
সেই অভাবের ডরে
নিরমম বাসতবতা
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এযুগের কবি। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
শামছুল ইসলাম বলেছেন: এখানেই বোধ হয় লেখকের সার্থকতা - পাঠককে হাসাতে হাসাতে আবার কাঁদাতে/মন খারাপ করে দিতে পারে।
//আঁধার ঘরে রাখবে যখন
ভুলে যেও অতীত মন
আমার দেওয়া দুঃখ ব্যাথা
আর করোনা কভু স্মরণ।
বিদায় কালে চেয়ে থেকো
না ফিরিয়ে ব্যাথার মুখ
তোমার চোখের অশ্রু জলে
হয় যেন গো স্বর্গ সুখ!//
ভাল থাকুন। সবসময়।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামাণিক ভাই চা খামু।