নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নতুন অভাব

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২


শহীদুল ইসলাম প্রামানিক

নিত্য নতুন অভাব এখন
দিচ্ছে দেখা ঘরে
বউয়ের সাথে কইনা কথা
সেই অভাবের ডরে।

রেডিও, টিভি, ওভেন, ফ্রিজ
নিত্য প্রয়োজন যত
সোফাসেট আর খাট পালঙ্কে
ঘর ভরেছে তত।

থালা-বাসন, গয়না-গাটি
অভাব কিছুই নাই
নতুন নতুন ডিজাইন দেখে
আবার কেনা চাই।

এসব অভাব নতুন অভাব
মৌলিক অভাব নয়
তার পরেতেও সেইটা ছাড়া
গিন্নি বেজাড় হয়।

এই অভাবে আছেন যারা
তাদের আমি কই
গিন্নির অভাব পুরণ ছাড়া
বাঁধবেরে হইচই।

মন্তব্য ৭৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঠিকি প্রামানিক ভাই। সেই রকম ছড়া কবিতা আজকাল এমনটাই হচ্ছে।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। সুন্দর মন্তব্য করার জন্য শুভ্চেছা।

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

নিমগ্ন বলেছেন: ২য় হইচি। চা দেন। ;)

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: চইলা আইসেন আমি চা রেডি করে রাখছি।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: গিন্নির অভাবটাই বড়

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

আনোয়ার ভাই বলেছেন: ছড়ায় বাস্তবতা ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অভাবে স্বভাব নষ্ট! ভাবছি বৈরাগী হইয়া যামু!

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: বৈরাগীরও তো অভাব আছে। পেটের ভাত যোগাড় করতে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হয়।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই ছড়াটাও কিন্তু অনবদ্য হয়েছে ভাই। আর বউ নামক দুপায়ী জন্তুটা খুব কি প্রব্লেমেটিক ভাই? ;)

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: কারো জন্য প্রব্লেমেটিক কারো জন্য স্বর্গ শান্তি। ভাল বউ পাওয়া স্বামীর জন্য সৌভাগ্যই বটে। স্ত্রীও যদি ভাল স্বামী পায় তার জন্যও সৌভাগ্য বটে। ধন্যবাদ

৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লাগল ছড়া ২য় পেলাচ ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগ সার্চম্যান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ তার প্রয়োজন থেকে বেশী সম্পদ ব্যবহার করছে; এটা থামাতে হবে। ছড়া কড়া হয়েছে

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: একদম সত্য কথা বলেছেন ভাই। শুভ্চেছা রইল।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

জনম দাসী বলেছেন: আল্লায় হ্যাতেনের লগে মোরেও বাচাইছে, নইলে থাকলে হয়তো কইতাম, ''এক গোছা রেশমি চুড়ি আর একটি পাঁটের শাড়ি কিনে দিবে গো''

বউর নামে এমন কইলেন, সত্যতা যাচাইয়ের জন্য ওনারে পাঠাইলাম। উনি যাচাই করিয়া সামু কে বলিবেন,আল্লায় হ্যাতেনের লগে মোরেও বাচাইছে, নইলে থাকলে হয়তো কইতাম, ''এক গোছা রেশমি চুড়ি আর একটি পাঁটের শাড়ি কিনে দিবে গো''

বউর নামে এমন কইলেন, সত্যতা যাচাইয়ের জন্য ওনারে পাঠাইলাম। উনি যাচাই করিয়া সামু কে বলিবেন, আল্লায় হ্যাতেনের লগে মোরেও বাচাইছে, নইলে থাকলে হয়তো কইতাম, ''এক গোছা রেশমি চুড়ি আর একটি পাঁটের শাড়ি কিনে দিবে গো''

বউর নামে এমন কইলেন, সত্যতা যাচাইয়ের জন্য ওনারে পাঠাইলাম। উনি যাচাই করিয়া সামু কে বলিবেন,আল্লায় হ্যাতেনের লগে মোরেও বাচাইছে, নইলে থাকলে হয়তো কইতাম, ''এক গোছা রেশমি চুড়ি আর একটি পাঁটের শাড়ি কিনে দিবে গো''

বউর নামে এমন কইলেন, সত্যতা যাচাইয়ের জন্য ওনারে পাঠাইলাম। উনি যাচাই করিয়া সামু কে বলিবেন,

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: আহারে বোন, আপনি তাইলে নতুন অভাবের পাল্লায় পড়েন নাই। যদি পড়তেন তাইলে আপনার চেয়ে দুলা ভাই ভুগতো বেশি। ধন্যবাদ

১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

জনম দাসী বলেছেন: দিলাম কাটিয়া দেন গো ভাই, ঠিক করার আগেই পোস্ট হইয়া গেছেগা,

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: কোন অসুবিধা নাই আমি তাতেই খুশি। ধন্যবাদ

১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

ধমনী বলেছেন: অভব এবং গিন্নি টাইপিং মিসটেক।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী। বিষয়টি লক্ষ্য করার জন্য শুভ্চেছা রইল।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

কল্লোল পথিক বলেছেন: বরাবরের মত সুন্দর ছড়া হয়েছে।গিন্নিদের এখন নতুন অভাব দেখা দিচ্ছে।
ভাইয়া এবারের বই মেলায় কিন্তু আপনার ছড়ার বই চাই।অনেক ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: এবারের বই মেলায় বই বের করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: হাহাহা...আমি আবার এসব থেকে একদম মুক্ত !! নো কথা, নো ঝামেলা !! ;)

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

প্রামানিক বলেছেন: তাইলে তো ভালই আছেন। ধন্যবাদ

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

আমি মিন্টু বলেছেন: ওহ প্রামানিক ভাই পুরো লাভলী পোস্ট ঝামেলা মুক্ত ছড়া B-) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: তাই নাকি! আপনার মন মত হইলেই আমি খুশি। ধন্যবাদ

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: বিয়া ই করুম না জীবনে.......এত প্যারা ভাল লাগে না.........

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

প্রামানিক বলেছেন: বিয়া করতে হইবো, বিয়ার পরে এই প্যারার মধ্যেই শান্তি।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: ঘরে খাবার থাকা সত্বেও বাইরে খাওয়ার অভাবটাও প্রকট।। লিখবেন এটা নিয়ে।।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

প্রামানিক বলেছেন: ভাল কথা মনে করিয়ে দিয়েছেন। ধন্যবাদ

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮

আলম 1 বলেছেন: ৬২ জন মানুষ বিশ্বের ৫০% সম্পদের অধিকারী । বউরা সব সময় চায় - আমি একমত না। বই মেলায় আপনার ছড়ার বই চাই।অনেক ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: কথা ঠিকই কইছেন, শুধু কি মহিলারাই বাহানা করে পুরুষরা কি করে না?

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

শুভ্র বিকেল বলেছেন: বৌয়ের জালা, বিয়া করতাম না,
যা খুশি তাই করুম, থাকবে না মানা।
নিত্য নতুন বাহানা, কেউ ধরবে না।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

প্রামানিক বলেছেন: বিয়া করবেন না এটা কইতেহারি না। বিয়ের পরে নতুন বাহানার মাঝেও আনন্দ আছে। টানা হেঁচড়ার সংসারে কষ্ট করে টাকা জমিয়ে তার বাহানা মিটাবেন দেখবেন আপনার সামনে কি সুন্দর একটি তৃপ্তির হাসি দেয় যেই হাসিটা কোটি পতিরা পায় না। এইটা দেখার জন্যই বিয়ে করতে হবে।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

আহা রুবন বলেছেন: আপনি সারাদিন ঘরে আবৃত্তি করুন

নতুন নতুন মডেল দেখে মনটা পাগল হয়
রোজ সকালে একই জিনিস কী করে আর সয়
কাছে এসো গোপন কথা, কানে কানে কই
কিনে দেব সবই তোমায়, রাগ কোরো না সই
তুমি নেবে টিভি-শাড়ি ,সাজবে যেন মৌ
কিছুই আমি নেব না কো। শুধু একটা নতুন বৌ

দেখবেন সব ঠিক হয়ে গেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: তুমি নেবে টিভি-শাড়ি ,সাজবে যেন মৌ
কিছুই আমি নেব না কো। শুধু একটা নতুন বৌ


ভাই, এ কথা কইলে যত না ঠিক হবে তার চেয়ে বেশি বেজড়া বেজড়ি হবে।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: বরাবরি ভাল লাগে

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। শুভ্চেছা রইল।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

শামছুল ইসলাম বলেছেন: ছড়া চমৎকার।
ধন্যবাদ প্রামানিক ভাইকে।

ভাল থাকুন। সবসময়।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

স্বপ্নীল পরান বলেছেন: এই ভাল লাগার শেষ কোথায় ???????

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নীল পরান। আমারো একই প্রশ্ন এই ভাল লাগার শেষ কোথায়?

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

গেম চেঞ্জার বলেছেন: নতুন অভাবের ছড়া পড়লাম। ধন্যবাদ। ;)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

মেজদা বলেছেন: সুন্দর লিখেছেন বউওকে নিয়ে। ভাল লাগলো বরাবরের মত। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কোহিনুর ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

আবু শাকিল বলেছেন: প্রামানিক দা -
ছড়া টা বৌদি পড়েছে =p~

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: বৌদি ছড়া পড়ে না তবে জানে। ধন্যবাদ

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর ছড়া , আমাদের ছড়াকার লাল মিয়া নাম তার , সময় সময় দেয় শুধু ফাঁকি , তাই তাই ভাবি এখন আমরা কি করি ।
ভালো থাকবেন ভাই ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: আমাদের ছড়াকার লাল মিয়া নাম তার , সময় সময় দেয় শুধু ফাঁকি , তাই তাই ভাবি এখন আমরা কি করি ।

ঠিকই কইছেন। ধন্যবাদ

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

হানিফ রাশেদীন বলেছেন: Click This Link

আশা করি মেলায় দেখা হবে এবং তখন আপনার কপি নিবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হানিফ রাশেদীন। এই কয়দিন বেঁচে থাকলে অবশ্যই মেলায় দেখা হবে।

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

রানার ব্লগ বলেছেন:



এই চাই চাই খাই খাই এর চাক্ষুষ চালচিত্র দেখে বিয়া না করার উত্তম সিদ্ধন্ত নিলাম।

প্রামানিক ভাই কবিতার আড়ালে যদি এই হয় আপনার আফসোসের বিষয়, সমবেদনা রইলো আপনার প্রতি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: বিয়া না করাটা উত্তম সিদ্ধান্ত নয়, বিয়া করে চাই চাই খাই খাই সামাল দেয়াটা উত্তম কাজ। ধন্যবাদ

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: প্রমানিক ভাই বই মেলায় বই বের হলে, কোন স্টলে পাওয়া যাবে জানাবেন। আপনার অটোগ্রাফ সহ কিনুম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই সময় মত জানিয়ে দিব। আপনার আগ্রহ দেখে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

নুরএমডিচৌধূরী বলেছেন: নিত্য নতুন অভাব এখন
দিচ্ছে দেখা ঘরে
বউয়ের সাথে কইনা কথা
সেই অভাবের ডরে।

ছড়া চমৎকার।
ধন্যবাদ প্রামানিক ভাইকে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: হ, হোক কলরব।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

খোলা মনের কথা বলেছেন: এই অভাবে আছেন যারা
তাদের আমি কই
গিন্নির অভাব পুরণ ছাড়া
বাঁধবেরে হইচই।

দারুণ হয়েছে প্রামানিক ভাই

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

আহসানের ব্লগ বলেছেন: গিন্নির অভাব পুরণ ছাড়া
বাঁধবেরে হইচই।


শেষ লাইন টা ঐতিহাসিক :(

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহসানের ব্লগ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: গিন্নির অভাব শেষ হওয়ার না। এখন পর্যন্ত বেঁচে আছি। না জানি কবে মরে যায়।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। গিন্নির অভাবও কোনদিন শেষ হবে না গেরেস্তো যতই মোড়ামুড়ি করুক যোগান দেওয়ায় বন্ধ হবে না। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

জুন বলেছেন: এই অভাবে আছেন যারা
তাদের আমি কই
গিন্নির অভাব পুরণ ছাড়া
বাঁধবেরে হইচই

X((
প্রামানিক ভাই এবার বই মেলায় আপনার বই এর অপেক্ষায় :)
+

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জুন। চেষ্টা করছি যেন আপনাদের হাতে বই তুলে দিতে পারি।

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

আমিই মিসির আলী বলেছেন: রেডিও, টিভি, ওভেন, ফ্রিজ
নিত্য প্রয়োজন যত
সোফাসেট আর খাট পালঙ্কে
ঘর ভরেছে তত।

থালা-বাসন, গয়না-গাটি
অভাব কিছুই নাই
নতুন নতুন ডিজাইন দেখে
আবার কেনা চাই।

এসব অভাব নতুন অভাব
মৌলিক অভাব নয়
তার পরেতেও সেইটা ছাড়া
গিন্নি বেজাড় হয়।
:P

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিসির আলী। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.