নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাতালের কান্ড

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০


শহীদুল ইসলাম প্রামানিক

মদের নেশায় মাতাল হয়ে
হাঁটছে তেড়া বেকা
রাত দুপুরে সাথে নাই কেউ
যাচ্ছে একা একা।

আবোল তাবোল বলছে কথা
গাচ্ছে বেতাল গান
ভয়ভীতিহীন হাঁটছে সদা
খাচ্ছে মুখে পান।

আইল্যান্ড নাকি বাঁকা হয়েছে
ঠেলছে ভীষণ জোরে
কি সব কথা বলছে একাই
বিষম নেশার ঘোরে।

লাইট পোস্টে হাত দিয়ে কয়,
“দাঁড়িয়ে কেন ভাই
এই রাত্রিরে কোথায় যাবে
কেউ কি সাথে নাই”?

“আয়না বাবা হাত বুলে দিই
ইতিম ছেলে বুঝি?
তোর শরীরটা ভীষণ শক্ত
এমন লোকই খুঁজি”।

“থাক বাবা তুই একা একা
আমি চললাম বাড়ি,
কাঁদিস না তুই, ঘুম পেয়েছে
তাইতো যাচ্ছি ছাড়ি”।

এর পরেতে হাঁটতে গিয়ে
পড়ল ড্রেনের মাঝে
উদোম শরীর দেখে সবাই
ফিরছে ভীষণ লাজে।

মাতাল এবার কাঁদছে জোরে
“কোথায় গেলে রেখা
কোন খানেতে পালিয়ে গেলে
আমায় ফেলে একা”?

এমন সময় বউ এসে তার
দিচ্ছে গালাগাল
বউয়ের কথায় খুশি হয়ে
হাসছে যে মাতাল।

বলছে তারে নেশার ঘোরে,
“গালিও মধুর লাগে
একা একা ভাল্লাগছে না
টেনে উঠাও আগে।”

মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু
লাথি খেয়েও বেজায় খুশি
নিতাই গঞ্জের বাবু।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

আজিজার বলেছেন: মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু।

তা বটে, তা বটে

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার রহমান। তা বটে তা বটে মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মাতালেরও প্রেমের হুশ আছৈ দেখচি ;)

++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। বউকে ঘোলা ঘোলা দেখার পরে কিছুটা হুশ হয়েছে। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

কল্লোল পথিক বলেছেন: লাইট পোস্টে হাত দিয়ে কয়,
“দাঁড়িয়ে কেন ভাই
এই রাত্রিরে কোথায় যাবে
কেউ কি সাথে নাই”?

“আয়না বাবা হাত বুলে দিই
ইতিম ছেলে বুঝি?
তোর শরীরটা ভীষণ শক্ত
এমন লোকই খুঁজি”।
হা হা হা
অসাধারন হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে মাতাল হয়ে গেলাম............ধন্যবাদ ভাই

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

প্রামানিক বলেছেন: পড়ে মাতাল হন তবে ড্রেনে পড়া যাবে না। ধন্যবাদ

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ মজার ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

শুভ্র বিকেল বলেছেন: মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু
লাথি খেয়েও বেজায় খুশি
নিতাই গঞ্জের বাবু।

মাতাল হোক আর পাগল সবাই বউয়ের কাছে কাবু।
অনেক সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। মাতাল হোক আর পাগল হোক সবাই বউয়ের কাছে কাবু, তা বটে তা বটে। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


মদ খেলে মাতাল হয় কেন?

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: মগজের অনেক নার্ভ দুর্বল হওয়ার কারনে।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

শামছুল ইসলাম বলেছেন: হা....হা..,

ভাল থাকুন। সবসময়।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লাইট পোস্টে হাত দিয়ে কয়,
“দাঁড়িয়ে কেন ভাই
এই রাত্রিরে কোথায় যাবে
কেউ কি সাথে নাই”?
হা .....হা......হা.......অসাধারন!
খুব সুন্দর হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

খোলা মনের কথা বলেছেন: সম্পূর্ন কবিতাটি উপভোগ করার মত। অনেক সুন্দর হয়েছে ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মাতালকে নিয়ে সুন্দর ছড়া লিখেছেন। ধন্যবাদ প্রামানিক ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। আপনি মন্তব্য করায় খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: সুপার, দারুণ মজা পেলাম

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকপ্রবাস। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ ভালো লাগলো। :)

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

তৌফিক মাসুদ বলেছেন: মনটা খারাপ ছিল, ভালো হয়ে গেল।
আপনার সুস্থতা কামনা করি।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

পার্থিব লালসা বলেছেন: মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পার্থিব লালসা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

আজাদ মোল্লা বলেছেন:
মদের নেশায় মাতাল হয়ে
হাঁটছে তেড়া বেকা
রাত দুপুরে সাথে নাই কেউ
যাচ্ছে একা একা।
অসাধারণ ভাই ধন্যবাদ প্রামাণিক ভাই আপনাকে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

এযুগেরকবি বলেছেন: মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু
লাথি খেয়েও বেজায় খুশি
নিতাই গঞ্জের বাবু।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এযুগেরকবি। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ +++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: দারুণ

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

রাজিয়া সুলতানা বলেছেন: "মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু
লাথি খেয়েও বেজায় খুশি
নিতাই গঞ্জের বাবু। "

হুম বউয়ের কাছে সবাইই কাবু হয়। দারুন সত্য! দারুন ছন্দ!!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার কোবতে খানা বাংলাদেশের রাজনিতীবিদের সাথে মিলা যাইতাছে। আপনারে না আবার ৫৭ ধারায় চালান কইরা দেয় =p~

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই, তাইলে তো বিপদেই আছি। ধন্যবাদ

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: মাতাল বলে কথা।

সুন্দর মজার ছড়া।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু।
-------

হুমম ---------------

রাজা করিতেছে রাজ্য শাসন,
রাজারে শাসিছে রাণী ------

------------- কবি নজরুল।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: একদম সত্য কথাই বলেছেন কবি নজরুল। ধন্যবাদ নাহার আপা।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

আমি মিন্টু বলেছেন: আমার মাঝে মাঝে মাতাল হয়তে মুন চায় ভাই ।ফরেন খাইয়া । ;)

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

প্রামানিক বলেছেন: মাতাল হইবেন ফরেন খাইয়া
খালের মধ্যে পড়বেন যাইয়া।

ধন্যবাদ

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভাই প্রামানিক। পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। :-B

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইতিম টাইপো নাকি ভাই?

ছড়া দারুণ হইছে। মজার। +

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: অনেক সময় মনের অজান্তেই টাইপো ইতিম হয়। ধন্যবাদ

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

শাহরীন মাহাদী বলেছেন: অসাধারন হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরীন মাহাদী। শুভ্চেছা রইল।

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: ব্লগার বন্ধুরা আমার সঙ্গে ফেসবুকে বন্ধু হন

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাথিয়া বলেছেন: “গালিও মধুর লাগে হা হা হা মজার ছড়া দেখি :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: নেশাখোরদের কাছে ভাল মন্দের বিচার থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.