নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চুরিতে ক্রেডিট নাই

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪


শহীদুল ইসলাম প্রামানিক

আন্ডা চুরি মুরগী চুরি
চুরির নাইরে অভাব
দেখলে পরেই চুরি করা
চোরগুলোর যে স্বভাব।

গরু-ছাগল হাঁড়ি-পাতিল
সবই চুরি হয়
বর্তমানে লেখাও চুরি
এইটা নিয়েই ভয়।

আজকে নাকি হেনা ভাইয়ের
গল্প হলো চুরি
লেখক হওয়ার এই লোকটার
বয়স যে দুই কুড়ি।

সেই লোকটার লেখা যদি
নতুন চুরি করে
অল্পক্ষণের মধ্যেই সেটা
সবার নজরে পড়ে।

আছেন যারা এমন মনের
অনুরোধ করে যাই
নিজের মেধা খাটিয়ে লেখেন
চুরিতে ক্রেডিট নাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৬৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

আবু শাকিল বলেছেন: হক কথা -
চুরিতে ক্রেডিট নাই।
চোর, চোর ই!!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই আবু শাকিল। প্রত্যেকটা লেখকের লেখার স্টাইল আলাদা। এটা চুরি করলে লেখার স্টাইল বদলে যায় না।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

জুন বলেছেন: বই এর অপেক্ষায় প্রামানিক ভাই :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। চেষ্টায় আছি।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: আজকে নাকি হেনা ভাইয়ের
গল্প হলো চুরি
লেখক হওয়ার এই লোকটার
বয়স যে দুই কুড়ি।
----------

সত্যিই দুঃখজনক!!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: এ বিষয়ে হেনা ভাইয়ের লেখা চুরি (মডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ) নামক একটা পোষ্ট ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯ মিনিটে পোষ্ট করা আছে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই লেখা চুরির খবর ফাঁস করে দেয়ার জন্য।আমারও কিছু লেখার কিয়দংশ করে চুরি হয়েছে। আমরা এর সুবিচার চাই*

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: লেখা যাতে চুরি না হয় এব্যপারে সবাইকে সোচ্চার হওয়া দরকার।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: চোরের নাম ঠিকানা চাই

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: কামাল ভাই এই মাত্র দেখে এলাম তিনি ক্ষমা চেয়েছেন।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চোরের নাম খাদেমুল ইসলাম জয় (সামুতে নিবন্ধনকৃত নাম)। প্রতিবাদ করুন সাদা মনের মানুষ। প্রামানিক ভাই যেভাবে ছড়া লিখে প্রতিবাদ করেছেন। আপনি অন্তত দু লাইন গদ্য লিখে প্রতিবাদ করুন।

অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই। এত দ্রুত প্রতিবাদ করে আপনি প্রকৃত বন্ধুর কাজ করেছেন। সত্যিকারের বন্ধুত্ব একেই বলে। আবারো ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। এরকম মানসিকতা যাদের আছে তাদেরকে এই মানসিকতা ত্যাগ করার জন্য অনুরোধ করছি।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই, চোর যদি চুরি না করতে পারে তাহলে তার পেট খারাপ করবে কিন্তু? খুব খেয়াল করে, আপনি আবার চোরদের অভিশাপের কবলে পড়ে যেয়েন না?


চমৎকার কবিতা! অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন ভাই সাহসী সন্তান, তারপরেও এ্টা সমর্থন করা যাবে না। ধন্যবাদ

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

কল্লোল পথিক বলেছেন: গরু-ছাগল হাঁড়ি-পাতিল
সবই চুরি হয়
বর্তমানে লেখাও চুরি
এইটা নিয়েই ভয়।
অসাধারন হয়েছে ভাইয়া।অনেক অনেেক ভালোবাসা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। কষ্ট করে লেখার পরে সেই লেখা চুরি হলে খুব খারপ লাগে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

মেজদা বলেছেন: হেনা ভাইয়ের বয়স কী দুই কুড়ি ? এভাবে লিখলে আমি লেখা চুরি করবো হিংসাল্লাহ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের বয়স তো তিন কুড়ির উপরে, আর হেনা ভাইয়ের লেখার বয়স ধরেছি দুই কুড়ি। আপনি তো বয়সটারে উল্টা পাল্টা কইরা ফালাইছেন।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি আজ সকালে আমার কিছু কবিতার প্রথম লাইন গুগলে লিখে সার্চ দিলাম। যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। বিভিন্ন ফেসবুক পেজে, গুগল + এ অনেকের ব্যক্তিগত ওয়ালে, ব্যক্তিগত ওয়েব সাইটে আমার লেখা তাদের নিজেদের নামে শোভা পাচ্ছে। রাগে, ক্ষোভে ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজে ছিঁড়ি।অথচ, আমি আমার এই কবিতা গুলো দিয়ে বই প্রকাশ করার স্বপ্ন দেখছি। তাই ভাবছি, অনলাইনে বা ব্লগে আর কোনো লেখা প্রকাশ করবোনা। লিখে সেটা নিজের কাছেই সংরক্ষণ করবো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: এই সমস্যা শুধু আপনার একার নয় আমাদের অনেকের। অনেকের লেখাই বিভিন্ন নামে ছাপা হচ্ছে। আমি নিজেও এরকম অনেক পেয়েছি। অনলাইনে লেখা দেয়া মানেই সেটা কপি পেষ্ট হয়ে যায়। আপনার মত ক্ষোভ অনেকের ভিতরেই। ধন্যবাদ আপনাকে।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোহিনূর ভাইরে ফেসবুকে জবাব দিমু। এইখানে তার বয়স বললে কম বয়সী মাইয়ারা তারে আঙ্কেল ডাকতে পারে। বুঝছেন প্রামানিক ভাই।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন হেনা ভাই। কোহিনুর ভাই যে কি চায় সেটা এখানে বলা যাবে না - -- -

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জনাব সাইফুল্লাহ শামীম যা বলেছেন, তাতে ভবিষ্যতে ব্লগে লেখালেখি শুন্যের কোঠায় নেমে যেতে পারে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: আবুহেনা ভাই, শুধু ব্লগের দোষ দিয়ে লাভ নাই। অনলাইনে লেখা দিলেই সেটা কপি পেষ্ট হয়ে যায়। সাইফুল্লাহ শামীমের যে সমস্যা সেই সমস্যা আমাদের অনেকেরই।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

শেষ বেলা বলেছেন: ভাল লিখছেন, ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষ বেলা। শুভ্চেছা রইল।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: গরু-ছাগল হাঁড়ি-পাতিল
সবই চুরি হয়
বর্তমানে লেখাও চুরি
এইটা নিয়েই ভয়।

ওসাম


++++্

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

নুরএমডিচৌধূরী বলেছেন: দাদা ভাই
যেখানেই যাই
সেকহানেই আপনারে পাই

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

প্রামানিক বলেছেন: এ আপনাদের আন্তরিকতার সাথে সহযোগীতার ফল। ধন্যবাদ ভাই।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

ঢাকাবাসী বলেছেন: ভাল কথা !

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী, শুভ্চেছা রইল।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: জনাব, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া আমি আর বিকল্প কোনো পথ দেখছিনা। আপনি নিজেইতো এটার ভুক্তভোগী। নিজের অনেক কষ্ট এবং শ্রম যখন এরকম হয় তখন কেমন লাগে তা আমাদের মতো যারা,তারা ছাড়া আর কেউ বুঝবেনা। আপনার কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। আসলেই একটা লেখা অনেক মেধা খাটিয়ে লিখতে হয় সেই লেখা যদি অন্য কেউ নিজ নামে ছাপে তখন খুব খারাপ লাগে।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

অগ্নি সারথি বলেছেন: আমার লেখা অখনো কেউ চুরি কইল্লনা। :(( :(( :((

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

প্রামানিক বলেছেন: এতো আপনার সৌভাগ্য। আপনারে মনে হয় এখনো কোন চোরে খুঁজে পায় নাই।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঘটনাবহুল ছড়া। এই ছড়ার মাধ্যমে চুরির ঘটনাটি চিহ্নিত হয়ে থাকলো।



চোরগুলো শুধু হতচ্ছাড়া নয়, কিছুটা বোকাও দেখছি।
না হলে এই ব্লগেই যে লেখা প্রকাশ পেলো, সেটি কীভাবে কপি করে?

তার কপি করার দরকার কী ছিল? ওটা তো অরিজিনাল লেখক থেকেই আমরা পড়তে পারি।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: না ভাই এই ব্লগে লেখাটি ২০১৪সালে প্রকাশ হয়েছে। বর্তমানে লেখাটি শব্দনীড়ে প্রকাশ হয়েছিল। সেখান থেকে লেখাটি কপি হয়।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



@আবুহেনা ভাই!

আপনারও পপলেম আছে। দেড়বছর ধরে যদি নিজের নাম থেকে লেখা প্রকাশ না পায়, সেখানে চোরের কি একটু সামাজিক দায়িত্ব আছে না, আপনার পুরান লেখাগুলোর রিপোস্ট দেবার?

চোর ভাইয়া মনে করেছে, আপনি হয়তো নাই... মানে ইয়ে আরকি ;)
ভেবেছে হয়তো রেলমন্ত্রীর মতো কোন বকেয়া কর্ম শেষ করার জন্য অবসরে গিয়েছেন।


তাই বলছি, ঘনঘন গল্প প্রকাশ করুন। চোর থাকবে সদা-সাবধান।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: এখানেই তো সমস্যা, হেনা ভাই যদি মাঝে মাঝে লেখা দিত তাহলে আর এই অপকর্ম হতো না।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

শামছুল ইসলাম বলেছেন: চোরদের উদ্দেশ্য প্রামানিক ভাইয়ের অমিয় বাণীঃ

//আছেন যারা এমন মনের
অনুরোধ করে যাই
নিজের মেধা খাটিয়ে লেখেন
চুরিতে ক্রেডিট নাই।//


তবে আরও একটা প্রবাদ আছেঃ

''চোরে না শোনে, ধর্মের কাহিনী"

ভাল থাকুন। সবসময়।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: ''চোরে না শোনে, ধর্মের কাহিনী" যদি শোনে তাহলে সে আর চুরি করে না। ধন্যবাদ

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



@আবুহেনা ভাই!

আপনারও পপলেম আছে। দেড়বছর ধরে যদি নিজের নাম থেকে লেখা প্রকাশ না পায়, সেখানে চোরের কি একটু সামাজিক দায়িত্ব আছে না, আপনার পুরান লেখাগুলোর রিপোস্ট দেবার?

চোর ভাইয়া মনে করেছে, আপনি হয়তো নাই... মানে ইয়ে আরকি ;)
ভেবেছে হয়তো রেলমন্ত্রীর মতো কোন বকেয়া কর্ম শেষ করার জন্য অবসরে গিয়েছেন।


তাই বলছি, ঘনঘন গল্প প্রকাশ করুন। চোর থাকবে সদা-সাবধান।

প্রামাণিক ভাইয়ের ছড়া ভালো লেগেছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: মইনুল ভাই সত্য কথাই বলেছেন। ঘনঘন গল্প প্রকাশ করলে বেচারা তার লেখা নিজ নামে নেয়ার চিন্তাও করতো না।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

জনম দাসী বলেছেন: আজকে নাকি হেনা ভাইয়ের
গল্প হলো চুরি
লেখক হওয়ার এই লোকটার
বয়স যে দুই কুড়ি।

সেই লোকটার লেখা যদি
নতুন চুরি করে
অল্পক্ষণের মধ্যেই সেটা
সবার নজরে পড়ে।

আছেন যারা এমন মনের
অনুরোধ করে যাই
নিজের মেধা খাটিয়ে লেখেন
চুরিতে ক্রেডিট নাই।


খাটি সরিষার তেলের মত খাঁটি কথা। আমার লেখাও চুরি হয়। এইজন্য ব্লগে ভালো লেখা গুলি দেইনা।

চোর কে ধরে পাকড়াও আর নাকের মধ্য সরিষার তেল ঢেলে দেয়া হোক... উত্তম সাজা।
লেখা কি আর কমু, উত্তম ... মিউ মিউর পোস্টে একটা বিলাই আর ব্যাঙের ছবি দিলেন, মেয়েটাও দুষ্টুর হাড্ডি, উত্তর দিল,
ঘ্যাঙর ঘ্যাঙর ... হা হা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

প্রামানিক বলেছেন: মেয়েটা আমার ব্লগে এসেও মিউ মিউ করে গেছে এইজন ওর পোষ্টে বিলাই আর ব্যাঙ দিয়েছি। অর্থাৎ মিউ মিউ ঘ্যাঙর ঘ্যাঙ।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

আজিজার বলেছেন: প্রামানিক ভাই সুন্দর ভাবে প্রতিবাদ করেছেন।
অন্যের লেখা প্রকাশ করতে চাইলে, অাসল লেখকের নাম প্রকাশ করা উচিৎ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

প্রামানিক বলেছেন: আপনি সত্য কথাই বলেছেন। অন্যের লেখা নিজের পোষ্টে ছাপতে হলে লেখকের নাম দেয়া উচিৎ। ধন্যবাদ ভাই আজিজার।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "চুরি বিদ্যা বড় বিদ্যা না পড়লে ধরা ।" ধরা পড়ে যাওয়ায় কুম্ভিলকের জন্য এক বালতি সমবেদনা!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। বেচারা দেখি একবারে ব্লক খাইছে। তার ব্লক খাওয়া দেখে এখন কষ্টই লাগছে।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: মিউ মিউ, শুধু লেখা নয়, মিউ মিউ মানে বিড়াও চুরি হয়। আমার বিড়ালটা একবার চুরি হয়েছিল, কিন্তু চোর তাকে ধড়ে রাখতে পারেনি, ঠিক নিজেই চলে এসেছে, মিউ মিউ মিউ মিউউউউউউউউউউউউউ

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: এইবার খাইছেরে, দুষ্টু বিড়াল মিউ মিউ আইছে। দুষ্টু বিড়ালকে অনেক ধন্যবাদ।

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: আচ্ছা বাংলাদেশে মানবোধিকার কমিশন কি আছে?
বাংলাদেশে ধর্ষণের শাস্তি কি?
খুনের শাস্তি কি?
আমরা চোর ও পকেটমারদের হাতেনাতে ধরলে মাঝ রাস্তায় ফেলে এমন মার্ দেই অনেক সময়ই মারের চোটে তারা মারা যায় ৷ তুমি বলতে পার কেনো আমরা এমন সমাজকে লালন-পালন করি ৷ কিন্তু যারা সরকারের ঘাড়ে হাত রেখে পকেট ভর্তিকরে চুড়ি করছে তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসায় ৷ কি অপূর্ব সমাজে আমরা বসবাস করছি,

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ছোট অপরাধের শাস্তি হয় বড় অপরাধের শাস্তি দেয়া কঠিন।

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কইঞ্চেন দেহি
কোন চুরিতে
কেউ হয় না বেজার,
পারলেন না?
থাক বলে দেই
হয়েন নাকো বেজার।

সেই চুরি যে অন্যরকম
ভীষণ রকম মজার,
অন্য কিছু নয় বলছি
মন চুরি'র কথা ব্রাদার।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: মন চুরিটা যায় না দেখা
তাই তো সবাই চুপ
যার মনটা হলো চুরি
সেই তো কাঁদে খুব।

ধন্যবাদ বোকা ভাই। চমৎকার কথা বলেছেন। শুভেচ্ছা রইল।

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ প্রতিবাদের জন্য। সবাই এ প্রতিবাদে এগিয়ে আসুক।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখা চুরি জঘন্য কাজ। সূক্ষ্ম খ্যাতির জন্য এইসব কাজ নীচ মন মানসিকতার পরিচয় দেয়।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: প্রত্যেকের লেখার আলাদা স্টাইল থাকে কাজেই এই কাজটি করা ঠিক নয়।

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

শাহাদাত হোসেন বলেছেন: কি আর বলবো ভাই এদের সর্ম্পকে ।ফেসবুকে আমার কিছু ফ্রেন্ড আছে লেখা চুরি করার আগে ইনবক্সে জানিয়ে দেয় যে সে লেখা কপি করবে নিজের নামে ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: দারুণ একটি কথা বলেছেন। কপি করার নামে লেখা চুরি- - - -

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

নিমগ্ন বলেছেন: সামু ফাও সংবাদে আপনাকে স্বাগতম প্রামানিক ভাই। আগামি মাসে আপনার এ লেখাটি নিউজ হইত্তারে। :P

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: কন কি!!! আমার লেখা --- - - - হইত্তারে। চিন্তায় পইড়া গেলাম -- -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.