নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জ্বরের আনন্দ

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪


শহীদুল ইসলাম প্রামানিক

হঠাৎ করে ঠান্ডা জ্বরে
ধরে যদি কষে
তিন দিন তো কাঁথার নিচে
থকবে শুয়ে বসে।

ব্জ্বরের চোটে কাঁপাকাঁপি
কাঁপতে কি যে আরাম
মুসলিম বলে আল্লাহ আল্লাহ
হিন্দু হরে রাম।

জ্বরের ঘোরে হিঁ হিঁ হুঁ হুঁ
কোকাকোকি চিৎকার
কি যে বলে, কি বলে না
জ্ঞান বুদ্ধি নাই ঠিক তার।

কিন্তু আবার অল্প জ্বরে
কাঁথার নিচে শু’লে
পাতলা কাঁথায় জার মানে না
খাট শুদ্ধ যে দুলে।

তার পরেতেও আরাম লাগে
থাকলে মুড়ে মাথা
বেদানানন্দ গান এসে যায়
হোক না কথা যা তা।

আমিও তো ভাই জ্বরে ভুগলাম
পিকনিক থেকে ফিরে
অনেক কষ্টে সুস্থ্য হলাম
হাঁটছি ধীরে ধীরে।

আরাম ব্যারাম বুঝলাম এবার
খুঁজলাম নিকট জন
কষ্টে কষ্টে এই কয়দিন
কাটল আমার ক্ষণ।

পুরানা পল্টন
সময়ঃ ১০-২৫মিঃ
৩০-০১-২০১৬ইং

(ছবি নেট)

মন্তব্য ৭২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

কল্লোল পথিক বলেছেন: আরাম ব্যারাম বুঝলাম এবার
খুঁজলাম নিকট জন
কষ্টে কষ্টে এই কয়দিন
কাটল আমার ক্ষণ।
বাহ! জ্বর নিয়ে এত ভাল ছড়া লেখা যায় জানতাম না।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। আ্ন্তরিক শুভ্চেছা রইল।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: আমাদের শহীদুল ইসলাম প্রামানিক ভাই উপেন্দ্র- সুকুমার -সত্যজিৎ দের উত্তরসূরি। দারুন+++

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রেজওয়ানুল ইসলাম পাপ্পু। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

রাজিব হোসেন পানি বলেছেন: দারুন

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজিব হোসেন পানি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন:



জর নিয়া মারাত্তক ছড়া
একটু মিষ্টি, নয় কড়া
শিতের দিনে লেপের উমে
জর কেটে যায় আরাম ঘুমে
অফিস কামাই !!
চালিয়ে যান প্রমানীক ভাই।

:D :D :D :D :D :D

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: ছন্দ ছড়ায় মন্তব্যটা
লাগল ভাল ভাই
জ্বর হলো যে কষ্টানন্দ
জানিয়ে গেলাম তাই।

ধন্যবাদ

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

সুমন কর বলেছেন: আমিও তো ভাই জ্বরে ভুগলাম
পিকনিক থেকে ফিরে
অনেক কষ্টে সুস্থ্য হলাম
হাঁটছি ধীরে ধীরে।
--- হাহাহা সত্য বলেছেন। :)

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। পিকনিক থেকে ফিরেই লেপের তলে ঢুকতে হয়েছিল ভাই। কি যে মজা বলে বুঝানো যাবে না। শুধু মুখের রুচিটা নষ্ট হয়েছে এটাই কষ্ট।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ছন্দমধুর। ভালো লাগলো--

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিনুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: জ্বর এসে গেল নাকি। গাঁ কাঁপছে!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: জ্বর আসতে বেশি দেরি লাগে না যখন আসে হুড়হুড় করে আসে। ধন্যবাদ

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি পারেনও বটে প্রামাণিক ভাই।

অসাধারণ। +

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: "আমিও তো ভাই জ্বরে ভুগলাম
পিকনিক থেকে ফিরে
অনেক কষ্টে সুস্থ্য হলাম
হাঁটছি ধীরে ধীরে ৷"

এখন কেমন আছো?

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

মারুফ তারেক বলেছেন: + দিলাম
অসুস্থ হয়ে গিয়েছিলেন ভাই

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: জি ভাই কয়দিন অসুস্থ্য ছিলাম। ধন্যবাদ

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

খোলা মনের কথা বলেছেন: আশা করি এখন সুস্থ আছেন। সামনের দিন গুলো আরো সুস্থতার কামনা করি প্রামানিক ভাই। কারন আপনি সুস্থ না থাকলে কবিতার মত মুল্যবান জগৎ থেকে মাহরুম হব। ধন্যবাদ ভাই

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। আপনার মন্তব্যর কথাগুলো খুব ভাল লাগল। আপনাদের উৎসাহ উদ্দীপনাই আমাকে লেখালেকিতে সচল করে দেয়। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

শেষ বেলা বলেছেন: অসাধারণ লিখেছেন, জ্বর নিয়ে এত ভাল কবিতা আগে পড়া হয়নি। আমি ব্লুগে নতুন এসেছি, কিন্তু আপনার পদচারণা সব জায়গায় দেখছি। ভাল লাগলো। ভাল থাকবেন, ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষ বেলা। আপনাকে সামু ব্লগে স্বাগতম। আপনি ব্লগে লেগে থাকেন আমরা আপনার পাশে আছি। শুভ্চেছা রইল।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

নুরএমডিচৌধূরী বলেছেন: জ¦রের চোটে কাঁপাকাঁপি
কাঁপতে কি যে আরাম
মুসলিম বলে আল্লাহ আল্লাহ
হিন্দু হরে রাম।

ভাল লাগলো। ভাল থাকবেন, ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নূর এমডি চৌধূরী। শুভ্চেছা রইল।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত ভালো। পড়ে খুব আরাম পেলাম।
পোস্টে এ+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

অগ্নি সারথি বলেছেন: জ্বর তো হওনেরই আছিল। আমাগো ছাইড়্যা পিকনিক কইল্লে ইরাম ই হইব!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। কথা মন্দ কন নাই, আপনাগো সাথে নিয়া পিকনিক করলে হয়তো এরাম হইতো না।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: আমিও তো ভাই জ্বরে ভুগলাম
পিকনিক থেকে ফিরে
অনেক কষ্টে সুস্থ্য হলাম
হাঁটছি ধীরে ধীরে।
---------

অগ্নি সারথি বলেছেন: জ্বর তো হওনেরই আছিল। আমাগো ছাইড়্যা পিকনিক কইল্লে ইরাম ই হইব!
আমারও সেই একই কথা!! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: আপনি টেকার ভয়ে যান নাই এইডা আমি কাউরে কমু না।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

হাসান মাহবুব বলেছেন: জ্বর হৈলেই বুঝা যায় সেই অমীয় বাণীর অবিনশ্বরতা "স্বাস্থ্যই সম্পদ"।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: একদম হাছা কথা কইছেন। শুভ্চেছা রইল।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

শুভ্র বিকেল বলেছেন: জ্বরে জ্বরে কাটছে দিন,
শীঘ্রই সুস্থ হয়ে নিন।
ফিরে আসুন কাব্যগাঁথা ছড়া নিয়ে,
দোয়া করি মন দিয়ে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শ্রভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও তো ভাই জ্বরে ভুগলাম
পিকনিক থেকে ফিরে
অনেক কষ্টে সুস্থ্য হলাম
হাঁটছি ধীরে ধীরে।


নিজের জ্বর নিয়েও আপনি এত মজার ছড়া লিখলেন =p~

সুস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রহী। যখন মাথায় কিছু আসে তখন আর বসে থাকতে পারি না। তাই জ্বর নিয়েই লিখলাম। শুভ্ছো রইল।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

মেজদা বলেছেন: খুব বেশী ঠান্ডা পানি দিয়ে দিনে ৩ বার গোছল করুণ, বাপ বাপ করে জ্বর পালাবে, গ্যারান্টি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ঠান্ডা পানি দিয়াও গোসল করছি তারপরেও হিঁ হিঁ করে কাঁপন দিয়ে জ্বর আসে। ধন্যবাদ কোহিনুর ভাই।

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: জ্বরে ভুগেও এত মজার ছড়া!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুখী পৃথিবীর পথে। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমারে ডাকলেন্না ক্যান? কাথার নিচে দুইজন থাকলে তাড়াতাড়ি কাথা গরম হয়ে যেতো :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: আপনারে ডাইকা পামু কই, আপনি তো বনেবাদাড়ে গিয়া বইসা থাকেন।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

আরণ্যক রাখাল বলেছেন: জ্বরে ভোগাটা আপনার বৃথা যায়নি তাহলে! জ্বরে না ভুগলে এই ছড়াটা লিখতে পারতেন না! :D =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: খারাপ কন নাই, জ্বরে না ভুগলে জ্বরের ছড়া লেখা হইতো না। ধন্যবাদ

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

শাহরীন মাহাদী বলেছেন: মজার ছড়া!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরীন মাহাদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি এখনো সর্দি জ্বরে ভুগছি। তাই জ্বরের ছড়া পড়ে ভালোই লাগলো।

ধন্যবাদ প্রামানিক ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: যাক ভাই, আপনাকে জ্বরের সাথী হিসাবে পেয়ে ভালই লাগছে। শুভ্চেছা রইল।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

রাজিয়া সুলতানা বলেছেন: ভালো লাগলো!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

রাবার বলেছেন: জ্বরের ঘোরে হিঁ হিঁ হুঁ হুঁ
কোকাকোকি চিৎকার
কি যে বলে, কি বলে না
জ্ঞান বুদ্ধি নাই ঠিক তার। :-& :-&

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা প্রামানিক ভাই :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বো মনিরা সুলতানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




হা................হা...............হা............
জ্বরের ঘোরে কাঁথা-বালিশ, কোকাকোকি , চিৎকার সবই তো করলেন ! কিন্তু চিৎকার করে যদি বলতেন , " ওরে আবুইল্লা, দুইডা প্যারাসিটামল আইন্না দে ........" তবে এতোক্ষনে ধীরে ধীরে হাটতেন না । কুত্তার তাড়া খাওয়ার মতো ঝাইররা দৌঁড়াইতে পারতেন.......... :P =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: প্যারাসিটামল দুইডা না এক পাতা খাইছি তারপরেও কুত্তা দৌড় দৌড়াইতে পারি নাই। ধন্যবাদ ভাই আহমেদ জী এস।

৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: জ্বরে আবার আনন্দ হয়!!
লিখেছেন ভাল।
++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: জি ভাই জ্বর হলে শুয়ে থাকা যায়, কোন কাজ কর্ম করতে হয় না, কাঁথার নিচে শুয়ে কুহু কুহু করে কোকাকোকি করার মজাই আলাদা।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

আবু শাকিল বলেছেন: প্রিয় ছড়াকার প্রামানিক দা-
এখন কেমন বোধ করছেন??
পাঠক রা বলছে- জ্বর থেকে যদি ভাল ছড়া বের হয়।তবেই জ্বর ই ভাল :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেকটা সুস্থ্যবোধ করছি। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা রইল।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

ধমনী বলেছেন: পুরানা পল্টন
সময়ঃ ১০-২৫মিঃ
৩০-০১-২০১৬ইং
-- আপনি অফিসে বসে ব্লগিং করেন? স্যার জানে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: স্যার জানে দেখেই তো ব্লগিং করতে পারতেছি নইলে তো ব্লগের ধারে কাছেও যেতে পারতাম না। ধন্যবাদ ভাই ধমনী।

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

অলওয়েজ ড্রিম বলেছেন: সবটা পড়ি নাই। ছন্দের মাত্রায় ভুল আছে এক জায়গায় (যতটুকু পড়েছি তাতে)। ভাল ছড়া লিখতে হলে বরেণ্য ছড়াকারদের ছড়া বেশিবেশি পড়তে হবে।

ও মাত্রার ভুলটা দেখিয়ে দেই -

কাঁপতে কি যে আরাম/ ৬ মাত্রা

হিন্দু হরে রাম।/ ৫ মাত্রা

এই একমাত্রা ঘাটতির জন্য পড়তে গিয়ে হোঁচট খেয়েছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অলওয়েজ ড্রিম। হিন্দু হরে রাম এর জায়গায় হিন্দুরা হরে রাম দিলে মাত্রা মিলে যায় তারপরেও কেমন যেন ছন্দের ঝঙ্কার নিয়ে সমস্যা। কথাগুলো হয় তো ঘুরিয়ে লিখতে হবে।

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: এই ছড়া টি যদি বড় কোনো কবি লিখতেন তাহলে হয়তো বা পত্রিকা তে কলাম কে কলাম আলোচনা সাধুবাদ ধন্যবাদ চলে আসতো, আমি সামান্য মানুষ, প্রামানিক ভাই কে বলতে চাই আপনার লেখার হাত ভালো-খুবই ভালো, আপনি লিখে যান, আপনার কাছে আমাদের অনেক আশা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠাকুর মাহমুদ। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

আহা রুবন বলেছেন: প্রামানিক ভাই মনে হয় জ্বর বিশেষজ্ঞ। অনেক বছর হয় জ্বরে ভুগি না। ছোট বেলায় তালের রস বা রসের তৈরি কিছু খেলে প্রথমে সারা গায়ে চুলকানি, পরে জ্বরে পড়তাম। জ্বরের ঘোরে গোল গোল কিছু একটা চোখের সামনে ঘুরতো, অার ঘর ভর্তি শুধু নানা সাইজের পাইপ দেখতাম। ভাই ঐ গুলা কী জিনিস ছিল?

অাপনার ছড়া সব সময়ই ভাল লাগে। দ্রুত সেরে উঠুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

প্রামানিক বলেছেন: অতি জ্বরে সাধারণত কানের কাছে ভোঁ ভোঁ শব্দ করে আর চোখে জোনাকি পোকা উড়ে। আপনি দেখি তার ব্যতিক্রম দেখে ফেলেছেন। তারপরেও আপনাকে ধন্যবাদ দিয়ে যাই যে আপনি পাইপ দেখেছেন, পাইপ না দেখে যদি বাঁশ দেখতেন তাহলে তো বিপদই আছিল। মন্তব্যর জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.