নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
নতুন বউয়ের ফার্ম গড়েছে
নালু, কালুদের বাড়ি
বউগুলো ভাই বিদেশি নয়
বাংলাদেশের নারী।
নালু কালুরা পাঁচ/ছয় ভাই
একই সাথে থাকে
অনেকগুলো বউ থাকাতে
ফার্মওয়ালা যে ডাকে।
নতুন নতুন বউ দিয়ে যে
ঘর বাড়ি সব ভরা
প্রত্যেক ভাইয়ের চারটে বউ
সেইভাবে ঘর গড়া।
একটা হারায় একটা তাড়ায়
একটা রাখে লাইনে
প্রতিমাসেই করছে বিয়ে
নাই তো বাঁধা আইনে।
বিয়ের পরেই হাত তোলেরে
নতুন বউয়ের পিঠে
কথায় কথায় পিটন খেয়ে
স্বামীর স্বাদ যায় মিটে।
অল্প বয়েসি মেয়েগুলো
মারের চোটে ভাই
জীবন নিয়ে পালিয়ে বাঁচে
আঁধার রাতে তাই।
কখনও বা খাটের তলায়
লুকায় ছালা পেতে
দিনভর থাকে অনাহারে
দেয়না কেহ খেতে।
গরীব-দুঃখি মানুষগুলো
টাকার লোভে পড়ে
নিজের হাতে মেয়ে তুলে দেয়
নালু কালুদের ঘরে।
অত্যাচারে টিকতে না পায়
দিচ্ছে গলায় ফাঁসি
বউ মরাতে ভাইগুলো সব
হাসে খুশির হাসি।
ওই এলাকার মস্তান তারা
কেউ বলেনা কথা
নারীর জীবন নষ্ট হলেও
নিরব সবাই তথা।
(ছবি নেট)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। অনেক অনেক শুভ্চেছা রইল।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
সোজা সাপটা বলেছেন: ভালো লাগলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজা সাপটা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
সান্তুইয়া বলেছেন: নারীদের প্রতি সমবেদনা সেই সাথে লেখককে ধন্যবাদ, দারুন ছড়া উপহার দেওয়ার জন্য। শুভকামনা সবসময়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সান্তুইয়া। এখনও এই সমাজে এরকম কিছু ঘটনা চোখে পড়ে যা অবিশ্বাস্য মনে হলেও বাস্তব।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
সুমন কর বলেছেন: ভালো লাগলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।ভালো লাগলো পড়তে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। কিছু বাস্তব ঘটনা থেকেই লেখা।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এত নির্মম! .. মজা পাইলাম না ..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান কালবৈশাখী। আসলেই ভাই নির্মম ঘটনা এখনও সামাজে ঘটছে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
শুভ্র বিকেল বলেছেন: আমাদের সমাজে নালু কালুদের অভাব নেই। শুভেচ্ছা জানবেন, বেশ ভাল লিখনী।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। ঠিকই বলেছেন, আমাদের সমাজে নালু কালুদের অভাব নেই, এখনও এরকম ঘটনা মাঝে মাঝে চোখে পড়ে।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: কুন এলাকার কাহিনী এইডা?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
প্রামানিক বলেছেন: এরকম ঘটনা ঢাকার আশেপাশের তবে সমস্যা হলো চোখে দেখলেও ঠিকানা দিতে পারবো না। শুধু এটুকু বলে যাই বাপের চার পাঁচটা বউ, তার ছেলে গুলোরও একই অবস্থা।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
কাবিল বলেছেন:
গরীব-দুঃখি মানুষগুলো
টাকার লোভে পড়ে
নিজের হাতে মেয়ে তুলে দেয়
নালু কালুদের ঘরে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভ্চেছা রইল।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বাকপ্রবাস বলেছেন: দারিদ্রতার সুযোগ নিয়ে
করছে বিয়ে চার
খাচ্ছে আবার বউ পিটুনি
অদ্ভূদ কারবার।
আপনার ছড়ায় গল্প থাকে
লাগে ভালো খুব
ছড়ার ভেতর গল্প গুহায়
দিয়ে যায় তাই ডুব।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকপ্রবাস
খুশি হলাম তাই
হৃদয় থেকে খুশির চোটে
শুভেচ্ছা দিয়ে যাই।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নির্মম বাস্তবতা নিয়ে লেখা ছড়া। বউয়ের ফার্ম শিরোনাম দেখে ভেবেছিলাম এই ফার্মের বউয়েরা নিশ্চয় ব্রয়লার বউ হবে। কিন্তু ছড়া পড়ে দেখি বউদের কষ্টের শেষ নেই।
ধন্যবাদ প্রামানিক ভাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
প্রামানিক বলেছেন: ভাই একটা পরিবারের বাস্তব কাহিনী এটা। বাপ বেটা সবার চার পাঁচটা করে বউ। ধন্যবাদ হেনা ভাই।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২
শেষ বেলা বলেছেন: ভাইজান দারুন লিখেছেন, শব্দের এমন মিলন মেলা সত্যি দারুন, ছড়াটি সমাজের বাস্তবতা অনেকটাই উঠে এসেছে। আসলে লেখা, কবিতা, ছড়া দিয়ে আমরা যদি সমাজ পরিবর্তনের অব্যাহত চেষ্টা চালিয়ে যাই তবে হয়তো পরবর্তী প্রজম্ম ভাল কিছু আশা করতে পারে। ভাল থাকবেন, এই কামনায়, ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষ বেলা। মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
দরিদ্রদের ঘরে যেন মেয়ে না জন্মায়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই। দরিদ্রদের মেয়েরাই এসব ঘটনার শিকার।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অলওয়েজ ড্রিম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
হামিদ আহসান বলেছেন: নির্মম .......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
প্রামানিক বলেছেন: আমরা হয়তো বিষয়গুলো খেয়াল করি না খেয়াল করলে দেখবেন কত নির্মম ঘটনা আশেপাশে ঘটে যাচ্ছে। ধন্যবাদ হামিদ ভাই।
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নারীর জীবন নষ্ট হলেও
নিরব সবাই তথা।
কষ্টকর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
অগ্নি কল্লোল বলেছেন: ছড়ার মাধ্যমে প্রতিবাদ।।।
লাল সালাম।
লিখে যান।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
কল্লোল পথিক বলেছেন: দারুন ছড়া উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা সবসময়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই । শুভেচ্ছা রইল।
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এভাবেই নারীরা অবহেলিত হচ্ছে......।। আর কেউ কেউ নারীর প্রতি শুধু সমবেদনা দেখায় কিন্তু আসল সমস্যার সমাধান হয় না......।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন ঈপ্সিতা চৌধুরী। আসলেই আমরা শুধু নারীদের দুখে সমবেদনা দেখাই কিন্তু তাদের সমস্যার সামাধানে কখনই কেউ এগিয়ে আসি না। ধন্যবাদ
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: মারাত্বক ছড়া কবিতা,
প্রমানিক দা গুড জব, ক্যারি অন বস্ ।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠাকুর মাহমুদ। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগা জানাই গেলাম।