| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বনভোজন তো অনেক খেলাম
ছাদভোজনটা বাকি
যেই ছাদের পর ভোজন হবে
সেই দালানেই থাকি।
কাশেম, কুতুব চাঁদা উঠালো
ছাদে হবে খাওয়া
রোষ্ট রেজালা সবই থাকবে
থাকবে খোলা হাওয়া।
ছাদের উপর ইট বিছিয়ে
চলছে মজার রান্না
ধোঁয়ার চোটে নাস্তানাবুদ
রাঁধুনির তাই কান্না।
এক পাশেতে ছামিয়ানা
নিচে রঙিন চাদর
হঠাৎ করে ধরল টেনে
বেওয়ারিশ এক বাদর।
সবাই টানে উপর দিকে
বাদর টানে নিচে
প্যারাত করে ছিঁড়ল চাদর
বাদরে দাঁত খিচে।
মুখটি বেজাড় কাশেম মিয়ার
অর্ধেক চাদর হাতে
খাওয়ার সময় কাউয়া এসে
ঠোকর দিল পাতে।
কাশেম চিল্লায় ছেই ছেই
কুতুব করে ধুর ধুর
কাকের পাখার বাতাস লেগে
গ্লাস ভেঙে চুড়মুড়।
কুকুর বিড়াল নাইরে তবু
সবাই করছে হই হই
ছাদভোজনে ভীষণ মজা
চলছে দারুণ হইচই।
বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।
ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর ছাদভজনের কবিতা। সব উঠে যাবে হয়ত শুধু ভোজন টাই থাকবে। চারদিক থেকে সব যে ভাবে সঙ্কুচিত হয়ে আসছে তাতে ভোজন টিকে থাকায় কঠিন হয়ে যাবে একদিন। ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বিদ্যুৎ ভাই। এক সময় হয়তো সঙ্কুচিত হতে হতে বনভোজনটা নতুন নামে পরিচিত হবে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
রাজ বিদ বলেছেন: বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।"-- সেই অপেক্ষায় থাকলাম।
ছন্দে ছন্দে ছাদভোজনের কাহিনী ভালই লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: সেই দিন বেশি দূরে নয়। একদিন বনভোজন বাদ দিয়ে মানুষ চাঁদে যাবে পিকনিক করতে। ধন্যবাদ
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
খোলা মনের কথা বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ছবিতে একটু উল্টা দেখলাম প্রামানিক ভাই। ভাত-ডাল ছাড়া রোষ্ট রেজালাতো পাইলাম না।
শুভেচ্ছা রইল ভাই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: হ ভাই একটু উল্টা হয়েছে। রোষ্ট রেজালার পরিবর্তে ডাল ভাতের ব্যাবস্থা হয়েছে। ধন্যবাদ
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার নতুন শুনলাম ছাদভোজন।ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
মিউজিক রাসেল বলেছেন: অনেক সুন্দর হয়েছে বস্ ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: কলাপাতায় পংতি ভোজন মনে হলো প্রামানিক ভাই ।
চমৎকার
+
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
প্রামানিক বলেছেন: জি আপা, কলাপাতায় ভোজনের ব্যাবস্থা হয়েছিল। ধন্যবাদ জুন আপা।
৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
দিশেহারা আমি বলেছেন: ছবিই কথা বলে।
জীবনে একবার কলাপাতায় খাবার সুযোগ হয়েছিলো।
প্রামানিক ভাই, আপনার কি শাহজাহানপুরে যাতায়াত হয়?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
প্রামানিক বলেছেন: কোন শাহজাহানপুর ভাই? আমার জীবনে আমি অনেকবার কলার পাতায় খেয়েছি। এই ছবিটি দুই বছর আগের তোলা। মন্তব্য করার জন্য ধন্যবাদ
৯|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
নুরএমডিচৌধূরী বলেছেন: ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ন।
জুন াআপু- কলাপাতায় পংতি ভোজন মনে হলো প্রামানিক ভাই ।
চমৎকার
++++
+
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: হা ভাই, পংতি ভোজনও একটা ভোজন বটে। ধন্যবাদ নুরএমডিচৌধুরী ভাই।
১০|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে। ----------
দারুন মেজবানি!!!! ছাদবানি, নদীবানি সবই হয়েছে!!!
তাহলে এবার হবে চাঁদবানি, মংগলবানি!!!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। আগে মেজবানি হতো মাটিতে এখন হয় ছাদে, নৌকায়, লঞ্চে আগামীতে হবে চাঁদে, মংগলে। মূল্যবান মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।
১১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাসতে হাসতে কুডি কুডি!
কিছুটা বুঝতে পেরেছি... আপনি কোথা থেকে প্লট নিয়েছেন ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
প্রামানিক বলেছেন: বিষয়টি বুঝতে পারায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ন। --- ভালো হয়েছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: কিরাম আছেন বাই!!!
ভালানি! ![]()
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৩
প্রামানিক বলেছেন: আছি ভাল, আপনারে দেখি না কেন?
১৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাসতে হাসতে কুডি কুডি!
কিছুটা বুঝতে পেরেছি... আপনি কোথা থেকে প্লট নিয়েছেন
------
কি রহস্য আছে এর পেছনে জানতে চাই জানতে চাই!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
প্রামানিক বলেছেন: এটার রহস্য মাইনুল ভাইয়ের কাছে। ধন্যবাদ নাহার আপা।
১৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: আপনিও বোধহয় ভোজন রসিক।
++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
প্রামানিক বলেছেন: এক সময় ভোজন রসিক ছিলাম। এখন অনেকটা কমেছে। ধন্যবাদ ভাই বিজন রয়।
১৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
শামছুল ইসলাম বলেছেন: খুবই হাসির ছড়া !!!!
আইডিয়াটা মন্দ না, চাঁদে বনভোজনঃ
//বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।//
ভাল থাকুন। সবসময়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মাটিরময়না বলেছেন: চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মাটির ময়না। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছাদভোজন বড়ই আনন্দের। তেমনি ছড়াটাও খুব মজার।
ধন্যবাদ প্রামানিক ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার একটি ছড়া।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
২০|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: মনে হচ্ছে ঠিক অতটা সরল না ছড়াটা যেমন বাহ্যত মনে হয়। কাহানী কী? ![]()
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
প্রামানিক বলেছেন: কাহিনী কিছু নাই। সরল সোজাই বটে। ধন্যবাদ
২১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
বিদগ্ধ বলেছেন: ছড়া দিয়ে ছাদভোজনের কাহিনি বললেন। তবে বেশি লম্বা হয়েছে, আরও ছোট করতে পারতেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ, পরামর্শ পেয়ে খুশি হলাম।
২২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৯
রাবার বলেছেন: সুন্দর
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। শুভ্চেছা রইল।
২৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর
দিন কালের যা অবস্থা
ছাদ ভোজন ছাড়া আর কই আমাদের কপালে
বন ভোজন তো শষ ই
ধন্যবাদ
প্রামানিক দা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন নুর ভাই। শুভ্চেছা রইল।
২৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এ তো রীতিমত চাঁদের হাট । ভাল্লাগসে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন: আবার হাসিতে হাসিতে কাশি এসে গেল সুকুমার ভাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ ব্যাপক তো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: বনভোজন আজ বনে নয়রে করবে সবাই ছাদে।।
ভাল লাগল।।