নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কান নিয়েছে চিলে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২


শহীদুল ইসলাম প্রামানিক

দুপুর বেলা খবর পেল
কান নিয়েছে চিলে
চিলের পিছে ছুটছে তারা
তিনটি বন্ধু মিলে।

কার কানটি চিলে নিয়েছে
কেউ জানেনা কিছু
কথা শুনেই দৌড়াদৌড়ি
চিলের পিছু পিছু।

চিল চলেছে আকাশ পথে
তারা দৌড়ায় নিচে
দৌড়াদৌড়ির চেষ্টা তাদের
হচ্ছে সবই মিছে।

আছাড় খেয়ে থামছে কেহ
কেউবা যাচ্ছে ঘেমে
কেউবা আবার খাচ্ছে খাবি
পুকুর জলে নেমে।

তারপরেতে থামছে না তো
ধরতেই হবে চিল
মাঝে মাঝে আকাশ পানে
মারছে জোরে ঢিল।

এমন সময় অলস দাদু
বলল চক্ষু বুজে
কার কানটি চিলে নিয়েছে
দেখনা আগে খুঁজে।

কথা শুনে থামল সবাই
আহাম্মকের দল
সারা গায়ে জিজ্ঞেস করেও
পায়না কোন ফল।

নিজের কানে হাত দিয়ে কয়
“সবই ঠিকঠাক আছে
এই খবরটি কে দিয়েছে
ধরবো তাকে পাছে”।

অলস দাদু ধমকে বলে
“চিলে নিয়েছে কান,
আহম্মকরা দৌড়ে বেড়ায়
না করেই প্রমাণ”।

(ছবি নেট)

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন:




এই নিল যাহ্‌
এই নিয়েছে
কান নিয়েছে চিলে
কানের পিছে
ছুটছি মোরা
আমরা সবাই মিলে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ মন্তব্য। ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

মহা সমন্বয় বলেছেন: নিজের কানে হাত দিয়ে কয়
“সবই ঠিকঠাক আছে
এই খবরটি কে দিয়েছে
ধরবো তাকে পাছে” =p~

কিন্তু কথা হচ্ছে বাস্তবে এরকম হরহামেশাই হচ্ছে। গুজবের মধ্যে বিপুল পরিমাণ শক্তি নিহিত রয়েছে তা স্বীকার করতেই হবে।
আর এই গুজবে থেকেই অনেকেই অনেক ফায়দা লুটে থাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহা সমন্বয়। আপনি ঠিকই বলেছেন গুজব ছেড়িয়ে দিয়ে অনেকেই ফয়দা লুটে থাকে। শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার ছান্দিক কবিতায় মজা পাই আলাদা। শুভেচ্ছা প্রামানিক ভাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহদুদর রহমান সুজন। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা রইল।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

অর্বাচীন পথিক বলেছেন: বরাবরের মত সুন্দর ছড়া প্রমানিক ভাই।

বুঝলাম না আপনাকে তো আমি অনুসরণ করছিলাম। আজ দেখছি আমার আমাকে "অনুসরণ করুন" দেখাচ্ছে।

কাহিনী কি ভাই ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এমন আমার বেলায়ও হয়। আপনি আবার অনুসরণ করেন। আমার অনুসরণ করা আছে। ধন্যবাদ বোন অর্বাচীন পথিক।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

কল্লোল পথিক বলেছেন: অলস দাদু ধমকে বলে
“চিলে নিয়েছে কান,
আহম্মকরা দৌড়ে বেড়ায়
না করেই প্রমাণ”।

চমৎকার হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

হামিদ আহসান বলেছেন: হা হা হা .......দারুন !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হামিদ আহসান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রক্তিম দিগন্ত বলেছেন: চিলে কান নিয়ে গেছে রে!!! কী করা এখন!! কন! কন! কন!

ভাললাগছে ছড়াটা!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: চিলের পাছে দৌড় শুরু করেন। ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইএর ছন্দময় কবিতা সব সময় ভাল হয় ।
একই থিম নিয়ে আগেও কি লিখেছিলেন ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: এইটা আগে পোষ্ট করেছিলাম প্রথম আলো ব্লগে। ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: কান নিয়েছে চিলের নতুন ভার্সন ভালো হয়েছে... !:#P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল কবি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

আলোরিকা বলেছেন: 'অলস দাদু ধমকে বলে
“চিলে নিয়েছে কান,
আহম্মকরা দৌড়ে বেড়ায়
না করেই প্রমাণ”।' - অলস দাদুর মন্তব্য ভাল লেগেছে ! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: নিজের কানে হাত দিয়ে কয়
“সবই ঠিকঠাক আছে
এই খবরটি কে দিয়েছে
ধরবো তাকে পাছে”।
---- হুজুকে বাঙালির যা কাজ!!!!!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: হুজুকে বাঙালির যা কাজ!!!!!!!
সত্য কথাই বলেছেন। ধন্যবাদ

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার ছড়াটি ছোটবেলায় পড়া শামসুর রহমানের একটি বিখ্যাত ছড়ার অনুকরণ বলা চলে।

আর কোনো কোনো স্তবকে ছন্দমাত্রায় সমস্যা আছে, পড়তে গিয়ে হোচট খেতে হয়।

আপনি যেহেতু অনেক ছড়া লেখেন নিচের লিংকটাতে যেতে পারেন। ছন্দের ভুল আশা করি কেটে যাবে।

শুভেচ্ছা।
ছন্দের ক্লাস: যারা কবিতার ছন্দ শিখতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য - ২

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ভাই অলওয়েজ ড্রিম, আপনার উপদেশ ভাল লাগল। তবে ছন্দ, মাত্রা, পর্ব, অতি পর্ব, অনুপ্রাস, ঝোক, অলঙ্কার সব নিয়েই আমার লেখাপড়া করা আছে। ইচ্ছে করেই আমি কিছু সমস্যা রেখে দেই কারণ ব্লগ থেকে লেখা চুরি হয় সেই কারণে। যদি কখনও আমার প্রকাশিত ছড়ার বই পড়েন তাহলে এই সমস্যাগুলো আশাকরি পাবেন না। ধন্যবাদ আপনাকে

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

অলওয়েজ ড্রিম বলেছেন: Click This Link

ছন্দের ক্লাস: যারা কবিতার ছন্দ শিখতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য - ২
উপরের লিংকটা মনেহয় কাজ করছে না। দেখেন তো এবার কাজ করে কিনা। না করলে লিংকের টেক্সট দিয়ে দিলাম ইচ্ছা হলে অ্যাড্রেস বারে পেস্ট করে যেতে পারবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে পুনরায় লিংক দেয়ার জন্য। শুভ্চেছা রইল।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই চমৎকার ছড়ার জন্য
এই শিরোণামে আমারও একটা ছড়া দেখুন!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই আপনার লেখা ছড়া পড়েছি। চমৎকার হয়েছে। শুভ্চেছা রইল।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

হাসান মাহবুব বলেছেন: +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

অলওয়েজ ড্রিম বলেছেন: ব্লগ থেকে লেখা চুরি হয় বলে আপনি আমাদেরকে আপনার সুন্দর লেখাটি থেকে বঞ্চিত করবেন!? এটা মন থেকে মানতে পারলাম না। যে ছন্দ-মাত্রা ঠিকঠাক জানে সে ভুল ছন্দে লিখলে তার সম্পর্কে ভুল ধারণাই করবে পাঠক।

আর আমি ঠিক জানি না ছড়া-কবিতা চুরি করে চোরেরা কী করবে। নিজের নামে প্রকাশ করবে? তাতে কী এমন ক্ষতি? কারণ সেটা যে করবে সে চোর হিসাবেই প্রমাণিত হবে। কেননা মালিকানার প্রমাণ আপনার কাছে আছে।

যা হোক, আপনার ইচ্ছা...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ভাই গোগুলে সার্চ দিয়ে অনেক লেখা পেয়েছি যা আমার লেখা। দেখে মনটা খারপই হয়েছে। তবে আপনে যখন বলেছেন। চেষ্টা করবো মাত্রা পর্ব আন্তমিল ঠিক রেখে পোষ্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

বিদ্যুৎ বলেছেন:




দিনকে দিন মুগ্ধ হয়ছি আপনার লেখা পড়ে
সারাদিন ভাবী আমি কেমন করে সব লিখে।
কর্ম শেষে ক্লান্তি নিয়ে ঘরে যখন আসি ফিরে
ভাবনা কিছু লিখব বলে চেষ্টা করি বসে নীড়ে।
সবাই যদি কবি হবে পাঠক হবে কোন জনে
তাই আমি কলম ছেড়ে আপনার ছড়া পড়ি যে।
পড়ে বেজায় মজা লাগে তাইতো কমেন্ট দিয়ে
ভাল লাগা জানিয়ে গেলাম দু চার কলম লিখে।
ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: আনার ছন্দ দিয়ে লেখা মন্তব্য পড়ে খুশি হলাম। কলম দিয়ে চেষ্টা করতে থাকেন, আপনার হাতেই দারুণ কিছু সৃষ্টি হবে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.