নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মুন্ডুবিহীন ভূত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

ওরে হ্যাদা, জানিস নাকি
কানা বৈরাগীর ঘাটে
রাত দুপুরে মুন্ডুবিহীন
ভূত নাকি এক হাঁটে
লুকিয়ে থাকে বেরোয় নাকো
যায় না কারো বাটে
নদী থেকে মাছ ধরে সে
মুন্ডুসহ চাটে।

ওইখানেতে শেয়াল বেড়াল
ঘুমিয়ে নাকি থাকে
ওদের মতই ভূত নাকিরে
মাঝে মাঝে হাঁকে
মানুষ দেখলে হাত বাড়িয়ে
আস্তে করে ডাকে
বাগে পেলেই ঘাড় মটকিয়ে
পুঁতে নদীর বাঁকে।

যাবি নাকি ওই খানেতে
রাত দুপুরে ঘুরতে
ভূতটাকে তুই দেখতে পাবি
ডানা মেলে উড়তে
নইলে দেখবি তাজা মাছকে
মুখ আগুনে পুড়তে
মাছটা খেয়ে আস্ত কাঁটা
উপর দিকে ছুঁড়তে।

দেখতে পাবি অনেক কঙ্কাল
মুন্ডু মেরু দন্ড
চারদিকেতে ছড়িয়ে আছে
অনেক খন্ড খন্ড
খেলতে গেলেই হঠাৎ করে
খেলা হবে পন্ড
নইলে দেখবি হাওয়া থেকে
আসছে মিঠাই মন্ড।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

কল্লোল পথিক বলেছেন: ভয়ংকর ছড়া।
ভাল লেগেছে।ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লেগেছে ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই্ ইমরান আল হাদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগল ভাই। রাতে ভুতের গল্প বা কবিতা আরও বেশি জমে ভাই

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আজ রাতে ভূতের গল্প পাবেন। শুভ্চেছা রইল।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভূত কিন্তু আসলেই মাথা মুণ্ডুহীন একটা জিনিষ। তো কবে যাচ্ছেন আমাদের নিয়ে মুণ্ডুবিহীন ভূত দেখতে?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: সময় পেলেই যাবো। আপনি রেডি থাইকেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছড়া। ভূতের ছড়া এমনি হওয়া উচিত যেন ভয়ে কাটা দিবে। শুভেচ্ছা প্রামানিক ভাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। আন্তরিক শুভ্চেছা রইল।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: না, আমি ভূত দেখবো না.....ভালো হয়েছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

প্রামানিক বলেছেন: ভূত ইচ্ছা করে কেউ দেখে না অনিচ্ছাতেই ভৌতিক ভাবে দেখে কাজেই দেখতে না চােইলেও দেখার সৌভাগ্য অনেক সময় হয়ে যায়। ধন্যবাদ

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

শামছুল ইসলাম বলেছেন: দেখে শুনে মনে হচ্ছে, প্রামানিক ভাইয়ের সাথে ভূতের খুব সখ্যতা্।

ছড়া ভয়ংকর রকমের ভয়ের হয়েছে এবং আনন্দ দিয়েছে।

ভাল থাকুন। সবসময়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহছুল ইসলাম। এক সময় ভূতের সাথে সখ্যতা ছিল, তখন রাত বিরাতে ঘুরে বেড়ানোর নেশা ছিল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

বনমহুয়া বলেছেন: হাওয়া থেকে মিঠাই মন্ড পাইলে তো ভালোই হয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: ভূতের মন্ড মিঠাই নাকি হাওয়া থেকেই আসে। ধন্যবাদ বোন বনমহুয়া।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


ভুতের রাজ্য, ভুতের ছড়া, ভুতের ভয়!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। শুভ্চেছা রইল।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ। ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: মুন্ডুবিহীন ভূত - এর সাথে ভালই বন্ধুত্ব হয়েছে আপনার!!! :) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

প্রামানিক বলেছেন: আগে রাতবিরাইতে যখন ঘুরতাম তখন বন্ধুত্ব ছিল এখন নাই। ধন্যবাদ নাহার আপা।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৭

অগ্নি কল্লোল বলেছেন: আপনার ভয় ডর নেই।।ভাল লেগেছে।চমৎকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

প্রামানিক বলেছেন: ভয় ডর আছে তারপরেও এসব খুঁজে বেড়াতাম। ধন্যবাদ

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

উল্টা দূরবীন বলেছেন: ছড়ায় ভয় পাইছি। আপনি এতু খারাপ কেনু? ছড়া লিখে ভয় লাগান?

ভালো হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

প্রামানিক বলেছেন: হে হে হে আপনি ভয় পাইলে আমার ছড়া লেখা সার্থক হয়। ধন্যবাদ

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। একটা ভূত দেখার খুব শখ আমার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: গ্রামে চলে যান। শ্মশানে গিয়ে বসে থাকেন একদিন না একদিন ভূত দেখতে পাবেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.