নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নেশা খাই নেশাও খায়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০


শহীদুল ইসলাম প্রামানিক

আমি যেমন খাচ্ছি নেশা
নেশাও খাচ্ছে মোরে
উভয় মিলে খাচ্ছি বলে
মাথাই শুধু ঘোরে।

নেশার ঘোরে হাঁটতে গেলে
পাইনা দেহে বল
আস্তে আস্তে দেহের মাঝে
হচ্ছে রক্ত জল।

হাড্ডি-মাংস শুকিয়ে যাচ্ছে
যাচ্ছে চাপা বসে
নাদুস-নুদুস শরীর খানা
পড়ছে খসে খসে।

চোখগুলো যে কোটোরগত
শুকনা দু’টি ঠোট
কথায় কথায় খুকখুকিয়ে
কাসি হয় একচোট।

সারা দিনমান ঘুষঘুষিয়ে
হচ্ছে দেহে জ্বর
তার পরেতেও মরণ নেশা
খাচ্ছি নিরন্তর।

উঠলে নেশা হুশ থাকে না
মাথাই শুধু ঘোরে
দুই চোখেতে আঁধার দেখি
যাচ্ছি বুঝি মরে?

যাচ্ছি মরে মরণটাকে
জাপটে ধরে খাচ্ছি
উভয় মিলে খাচ্ছি বলে
ধ্বংসের মজাই পাচ্ছি।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: অস্থির!!!

নেশাখোরদের থিম সং! পারফেক্ট থিম সং।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

অগ্নি কল্লোল বলেছেন: কাঁপানি কবিতা।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মাদিহা মৌ বলেছেন: ছড়াটা চমৎকার। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাদিহা মৌ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

বিদগ্ধ বলেছেন: যাচ্ছি মরে মরণটাকে
জাপটে ধরে খাচ্ছি
উভয় মিলে খাচ্ছি বলে
ধ্বংসের মজাই পাচ্ছি।
ভীষণ ভালো লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদগ্ধ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

বিদ্যুৎ বলেছেন: ভারী চমৎকার। ভাল থাকবেন প্রামানিক ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: বেচারারা সব নেশাখোর
নেশা নিয়েই থাকে
কোন কুক্ষণে?
কোন অভিশাপে?
পড়ল আপনার বাটে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: হা ভাই, কি আর করা, আমার চার পাশে অনেক নেশাখোর আছে যারা আজ মৃত্যু পথযাত্রী তারপরেও নেশা ছাড়তে পারছে না। তাদের চেহারা দেখলে কষ্ট হয়।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

পার্থিব লালসা বলেছেন: বেচারারা সব নেশাখোর
নেশা নিয়েই থাকে
কোন কুক্ষণে?
কোন অভিশাপে?
পড়ল আপনার বাটে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: হা হা হা অভিশাপই বটে। ধন্যবাদ

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: জটিল!! অস্থির!! +++++!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়েছে ছড়া ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগ সার্চম্যান।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

কল্লোল পথিক বলেছেন: অতীত চমৎকার ছড়া ভাইয়া।
খুব ভাল লেগেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, শুভ্চেছা রইল।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবারও পড়লাম।

ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: অপূর্ব কবিতা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: যাচ্ছি মরে মরণটাকে জাপটে ধরে খাচ্ছি উভয় মিলে খাচ্ছি বলে ধ্বংসের মজাই পাচ্ছি।

আসলেই ধ্বংসের মজাই নিচ্ছি। দারুন হয়েছে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

উল্টা দূরবীন বলেছেন: কথাটা মনে পড়িয়া গেলো,
আমি বিড়ি খাই না, বিড়ি আমারে খায়।

দারুণ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন: মাথা ঘুরান্টি দিচ্ছে প্রামানিক ভাই!

ছড়ার নেশায় মাতাল হয়ে গেলুম!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। আপনার মাথা ঘুরান্টি দিচ্ছে না ছড়ার মাথা ঘুরান্টি দিচ্ছে। রসালো মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেশাখোরদের এই ছড়াটা মুখস্থ করা উচিৎ। হাঃ হাঃ হাঃ।

চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

হাসান মাহবুব বলেছেন: মর্ত্যে নেশা করলে পাপ, অথচ স্বর্গে নেশার নাই অভাব! আমি তো অপেক্ষায় কবে মারা যামু আর স্বর্গে বইসা গ্যালন গ্যালন সুরাপান করুম :-B

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: দুনিয়ার মজা স্বর্গে নাও পাইতে পারেন। ফ্রি ফ্রি সুরা পাইলে রুচি নাও থাকতে পারে।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: সেই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

কালনী নদী বলেছেন: বামন হইয়া আমরা যেমন চান্দের পানে হাত বাড়াই না সালার প্রেমিকের নেশা ছাড়া কোন মুক্তিই নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.