নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাফ করে দে মাগো আমায়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮


শহীদুল ইসলাম প্রামানিক

তোমর গায়ে জ্বর দেখে মা
ঔষধ কিনব বলে
বেতন নিতে গার্মেন্টস এলাম
সকাল বেলা চলে।

কিন্তু মাগো ভাগ্য খারাপ
হলোনা ঔষধ কেনা
তোমার কাছে এই জীবনে
রইলাম বুঝি দেনা?

বেতন পাওয়ার আগেই মাগো
মরছি বিল্ডিং ধ্বসে
তিন দিন হলো আটকা আছি
ধ্বংসের তলায় বসে।

নিকোষ কালো অন্ধকার মা
পৃথিবীর নাই চিন
কিছুই হেথায় যায় না বোঝা
রাত্রী কিংবা দিন।

দানা পানি নাই গো মা
গলা শুকিয়ে কাঠ
বুকটা যেন যাচ্ছে ফেটে
চৈত্র মাসের মাঠ।

উঠতে বসতে পারছি না মা
ছাদটা নাকের পর
চিৎ হয়ে যে আছি শুধু
পিঠের উপর ভর।

হাতটা আমার আটকা আছে
অন্য লাশের নিচে
গায়ের শক্তি যা ছিল মা
আজকে হেথায় মিছে।

চলন শক্তি নাই তো দেহে
নিস্তেজ হয়ে আছি
জানিনা মা আর কতক্ষণ
এই ভাবেতে বাঁচি?

লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।

বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

প্লাবন২০০৩ বলেছেন: ফার্স্ট হইছি :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: চা খায়া যান। ধন্যবাদ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লাগছে।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। শুভেচ্ছা রইল।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মানবিক কবিতা ভালো লেগেছে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: অনবদ্য.... +।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: রানা প্লাজা ট্রাজেডি মনে পড়ে গেল, আপনার ছড়া পড়ে!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: এটা সেই ওই ট্রাজেডিরই একটি ঘটনা। ধন্যবাদ নাহার আপা।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

উল্টা দূরবীন বলেছেন: বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর

আত্মা কেঁপে উঠলো পড়ে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



:( :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৯

বিদ্যুৎ বলেছেন: আগের মত আর সামান্য কিছুতেই কান্না আসে না। অনেকটা নিষ্ঠুরতা সয়ে গেছে! কিন্তু মাঝে মাঝে কিছু জিনিষ দেখলে বা শুনলে মনের অজান্তেই অঝরে দু চোখ বেঁয়ে জল আসে। আজকে আপনার এই কবিতা আর একবার কাঁদিয়ে গেল আমাকে। ধন্যবাদ ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। হৃদয় ছোঁয়া মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: কষ্ট পেলাম। :(
কবিতা অসাধারণ হয়েছে। ভাললাগা রেখে গেলাম। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জনৈক অচম ভূত। আপনার মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

হামিদ আহসান বলেছেন: কষ্টের কথা .......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। শুভ্চেছা রইল।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

বাকা পথ বাকা চোখ বলেছেন: অসাধারণ কবি
তোমার দ্বারা হবি
জ্বলবে ছড়ার রবি
অসাধারণ সবই ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: দিলাম মাফ করে।
++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: কারে দিলেন মাফ করে?

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: চা দেন। আপনাকে মাফ করে দিলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: আমারে মাফ করলে তো চা পাবেন না। তাতে আমারই লাভ হলো।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন প্রমানিক ভাই!

এক মাইলষ্টোন ছড়া এটি। মুগ্ধতা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু বলব দারুন!!!!!!!!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অসাধারন একটা ব্যাথাতুর কাব্য!
শুভ কামনা জানবেন!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দ্যা রয়েল বেঙ্গল টাইগার। মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ ভাই। ভাল থাকবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

তাসলিমা আক্তার বলেছেন: চোখে পানি আসার জোগার। অনেক ভালো লাগা রইলল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তাসলিমা আক্তার। আপনার মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য প্রিয় ছড়াকার
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্পর্শ করে গেল প্রতিটি লাইন।

অসাধারণ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।


সেই রানা প্লাজার কথা মনে হয়ে গেল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: এটা রানা প্লাজারই স্মৃতিচারণের জন্য লেখা একটি ঘটনা। ধন্যবাদ বোন ফেরদৌসা রহী।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: মর্মান্তিক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.