নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধার জ্বালায় পৃথিবী ঘোরে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০


শহীদুল ইসলাম প্রামানিক

ক্ষুধার জ্বালায় সবাই ঘোরে
হাতিও ঘোরে পিপড়াও ঘোরে
আকাশ ঘোরে বাতাস ঘোরে
চন্দ্রও ঘোরে সূর্যও ঘোরে
আখিও ঘোরে পাখিও ঘোরে
মাছও ঘোরে মাছিও ঘোরে
ছোটও ঘোরে বড়ও ঘোরে
প্রাণও ঘোরে প্রাণীও ঘোরে
মাটিও ঘোরে পানিও ঘোরে
রাজাও ঘোরে প্রজাও ঘোরে
আমলাও ঘোরে চামচাও ঘোরে
সত্যও ঘোরে মিথ্যাও ঘোরে
দেহও ঘোরে মনও ঘোরে
হাতও ঘোরে পা'ও ঘোরে
আস্তেও ঘোরে জোরেও ঘোরে
দেশও ঘোরে দশও ঘোরে
ইচ্ছায় ঘোরে অনিচ্ছায় ঘোরে
ঠেলায় পড়ে মাথাও ঘোরে
তাকিয়ে দেখি পৃথিবীটা --
ক্ষুধার জ্বালায় সেটাও ঘোরে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: ঘোরাঘুরির কবিতা পড়ে দেখি আমার মাথাও ঘোরে। =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: আর কইয়েন না ভাই, ঘোরাঘুরির মধেই আমাদের জীবন নাস্তানাবুদ। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মানুষের মাথাও যে মাঝে-মাঝে ঘোরে সেইটা কইলেন না কেন ভাই? :`>
ঘোরা ঘুরির কবিতা ভাল্লাগলো!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: ভাল কইছেন ভাই, মাথা ঘোরাও দিছি। ধন্যবাদ

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

তার আর পর নেই… বলেছেন: ছোটবেলার মতো করে বলি, কই পৃথিবী ঘুরতেছে! ঘুরলে কেন বুঝতেছিনা!

ভালো হইছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: আগে তাই মনে হইছে, এখন বিজ্ঞানীরা কয় আমরা বিশ্বাস করি। ধন্যবাদ

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

কল্লোল পথিক বলেছেন: আমিও ঘোরি আপনিও ঘোরেন।
হা হা হা
চমৎকার ছড়া।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: জী ভাই, দুনিয়াটা ঘোরাঘুরির মধ্যে আছে। ধন্যবাদ

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

আবু শাকিল বলেছেন: সবই দেখি ঘোরে!
:) :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: ঘুরতেই হবে মাফ নাই। ধন্যবাদ

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধা লাগলে চোখে দেখি ঘোর অন্ধকার,
তারচেয়ে বড় খোদা দেখি নাই ভবে অার!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন ভাই, ক্ষুধা লাগলে হুশ থাকে না। ধন্যবাদ

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

সোজোন বাদিয়া বলেছেন: আহ হা, চাক্কা ঘুরনের কথাটা কইলেন না? চাক্কাটা জুইড়া দেন, নাইলে আবার গাড়ি চলব না, হাঃ হাঃ। মজার ছড়া, ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ভাই এইডা কইতে মনে আছিল না, আপনি মনে কইরা দেওয়াতে খুশি হইলাম। ধন্যবাদ

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: ইচ্ছায় ঘোরে অনিচ্ছায় ঘোরে
ঠেলায় পড়ে মাথাও ঘোরে
তাকিয়ে দেখি পৃথিবীটা --
ক্ষুধার জ্বালায় সেটাও ঘোরে।
বরাবরের মতো খুব ভালো ।শুভকামনা ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: কবিতা পড়ে আমার চোখ ঘুরছে.... B-) হাহাহাহা.... !:#P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মাহমুদা আক্তার সুমা বলেছেন: ঠেলায় পড়ে মাথাও ঘোরে
তাকিয়ে দেখি পৃথিবীটা --
ক্ষুধার জ্বালায় সেটাও ঘোরে।


আমিও ঘোরি, আপনার ছড়ার মারপ্যাচে!!! :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুম। চমৎকার মন্তব্য। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

গেম চেঞ্জার বলেছেন: (ঘোরে নাকি ঘুরে হবে???)

চমৎকার ঘোরাঘোরির ছড়া পড়া হলো। ধন্যবাদ। ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো
ঘোরাফিরা = ঘুরে ফিরে বেড়ানো।
ঘুরা বা ঘোরা= ঘুর্ণিত হওয়া, পাক খাওয়া (মাথা ঘোরা), বেড়ানো (একটু ঘুরে আসি)

ধন্যবাদ গেম চেঞ্জার ভাই, আমিও বিষয়টি ক্লিয়ার হলাম।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

উল্টা দূরবীন বলেছেন: ঘুরাঘুরি ভাল্লাগছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ঘোরতে ঘোরতে সবাই ঘোড়া না হয়ে যাই... :`>

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ঘোড়া না হলেও ঘোরাঘুরি মাফ নাই। ধন্যবাদ ভাই সালাহউদ্দীন আহমদ।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

মহা সমন্বয় বলেছেন: হা হা সবই দেখি ঘোরে!!! :-B

আসলে এই দুনিয়াডা মস্ত বড়। B:-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মহা সমন্বয়। ঠিকই বলেছেন, দুনিয়াডা মস্ত বড়, ঘুরেফিরে শেষ করা যায় না তাই ঘোরাঘুরির মধ্যেই থাকতে হয়।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭

কালনী নদী বলেছেন: ভাই আমি এই কোন ঘোরে পড়ছি !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: আপনার ঘোর ঘোরাঘুরির ঘোর না। জীবন নদীর বাস্তব ঘোরে আছেন।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

আলম 1 বলেছেন: চমৎকার ছড়া ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ক্ষুধার জ্বালা বড় জ্বালা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ক্ষুধার জ্বালায় বড় জ্বালা
ক্ষুধা লাগলে মাথা দেয় নিচের দিকে ঠেলা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন, ক্ষুধা লাগলে আর মাফ নাই।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ক্ষুধা... যা না থাকলে এত কিছুর কোন অর্থই নাই। ভালো লাগলো, বিশেষ করে শেষ লাইন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন, ক্ষুধা না থাকলে কেউ ঘুরতো না। ধন্যবাদ

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

কাবিল বলেছেন: প্রামানিকও ঘোরে, কাবিলও ঘোরে। =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: হা হা ঘুরতে হবে সবাইকে ঘুরতে হবে। ধন্যবাদ

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

তৌফিক মাসুদ বলেছেন: ক্ষুধার জ্বালা না থাকলে পৃথিবী অন্ধকার হত। তাই এক জ্বালা সবাইকে দিয়ে দেয়া হয়েছে।

কবিতায় চরম সত্য প্রকাশ পেয়েছে। ধন্যবাদ কবি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন ভাই তৌফিক মাসুদ। ক্ষুধার জ্বালা আছে বলেই সবাই ঘুরাঘুরি করি। ধন্যবাদ

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

মনস্বিনী বলেছেন: ক্ষুধা নিজে ঘুরে না ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ক্ষুধা নিজে ঘোরে না অন্যকে ঘোরায়।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ক্ষুধার জ্বালায় সবই ঘোরে ! কথা সত্য ।

ছড়ায় ভাল লেগেছে অনেক ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মূল্যবান কথাই বলেছেন। শুভেচ্ছা রইল।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

নুরএমডিচৌধূরী বলেছেন: দম বন্দ হয়ে গেল প্রামানিক ভ্রাতা
আপনার ভাবি বলছে
এতো এক আজব লেখক
মানুষ মারার
কল
আমি বলছি
অসাম......
পরাণ জূড়িয়ে গেল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই!! ভাবির প্রতি আমার ছালাম রইল। ধন্যবাদ চৌধুরী ভাই।

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন:
ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ভাল লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই। শুভ্চেছা রইল।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: বাঙলার পতাকা এখন পৃথিবীর নাকি
সব'চে বড় পতাকা ,
যদি কেহ তোরা দেখতে চাস বঙ্গের
দিকে একবার তাকা ।
এতো বড় পতাকা কি করবো , কোথায়
রাখবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু
পতাকা খাবো ।
উদর এখন ক্ষুধার রাজ্য জ্বলছে অনল
পৃথিবী অন্ধকার লাগে ,
এই ক্রান্তি লগণে কার এতো সে পতাকা
দেখার সাধ জাগে ?
সে পতাকা দেখে দেখে আমি কি অন্ন
কিছু পাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু
পতাকা খাবো ।
কর্মস্থল খুঁজে মেলেনা অন্নের তরে
কর্মের পথ রাজপথে দেখাও ,
দু'টাকার বিনে আমার দ্বারা শাহবাগ
চত্বরে ফাঁসীর দণ্ড লেখাও ।
কারে ফাঁসী দাও কার বিনে আমি পরে
কোথা যাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু
পতাকা খাবো ।
দুখিনী আমি , সর্বহারা আমি , বেঁচে
থাকার রহিছে অধিকার ,
ফাঁসী দিলেই যদি সমস্যা কাটে আমার
পেটে কেন হাহাকার ?
আমি কি এই হাহাকার নিয়েই সুখের
গীত গাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু
পতাকা খাবো ।
বঙ্গমাতার উন্নয়নে নেই কোন উদ্যোগ
উদ্দীপনা দেখাও ছলা ,
সব সম্পদ লুট করে খাও , আমারে দেখাও
মূলা আর কলা ।
আমি কি ওই মূলা দিয়েই ক্ষুধার রাজ্য
পার পাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু
পতাকা খাবো ।

ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্ধকার ...এই
মুহূর্তে শুধু ভাতের দরকার ।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্ধকার ...এই
মুহূর্তে শুধু ভাতের দরকার ।

দারুণ প্রতিবাদী কবিতা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.