নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আলাল মিয়া ভাল নামাজি
কর্মকর্তাও বটে
দাড়ি টুপিতে সুন্নতী ভাব
তারপরেও যা ঘটে।
অনেক রকম দায়-দায়িত্ব
সেই অফিসের তরে
সময় হলে নামাজ পড়ে
গিয়ে মসজিদ ঘরে।
সব ধরনের কেনাকাটা
তাহার দ্বারাই হয়
উল্টাপাল্টা যাহাই করুক
কেউ কথা না কয়।
অফিসের ওই মসজিদ ঘরে
কিনতে হবে ফ্যান
আলাল মিয়া সেইটা কেনার
রসীদ এনে দ্যান।
প্রতি ফ্যানে চার’শ টাকা
বাড়তি লেখা ছিল
বড় কর্তা রিসিট দেখেই
অমনি টাকা দিল।
যেই ঘরেতে নামাজ পড়ে
সেইখানেতে চুরি
এমন নামাজি সারা বিশ্বে
আছে ভুরি ভুরি।
হে বিধাতা! তোমার প্রতি
যার দিলে নাই ভয়
সেই নামাজির নামজগুলো
আদৌ কবুল হয়?
(ছবি নেট)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
প্রামানিক বলেছেন: আমার চোখে বাস্তব একটা ঘটনা দেখে খুব খারাপ লেগেছিল তার পরিপ্রেক্ষিতে ছড়াটি লেখা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এমন নামাজীদের নামাজ কখনো কবুল হতে পারে না।
সুন্দর সচেতনতামূলক ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
প্রামানিক বলেছেন: ভাই কি আর বলবো, বাস্তবে এমন একটা ঘটনা দেখার পরে আশ্চর্যই হয়েছিলাম। ধন্যবাদ হেনা ভাই।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: লোক দেখানে এমন নামাজ অনেকেই পড়ে, তবে কবুল হয় কিনা আল্লাহই ভাল জানেন!
চমৎকার প্রতিবাদময় কবিতায় ভাল লাগা!
শুভ কামনা জানবেন!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে। যারা টুপাইস খায়, তারা মসজিদ মাদ্রাসাও মানে না।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওজু করতে করতে বাঁ হাতে ঘুষের টাকা নিয়ে পাঞ্জাবীর পকেটে ঢোকাতে দেখেছেন প্রামানিক ভাই? আমি নিজের চোখে দেখেছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
প্রামানিক বলেছেন: না ভাই এই ঘটনা চোখে পড়ে নাই, তবে মসজিদের ফ্যান কিনতে প্রতি ফ্যানে চারশত টাকা বাড়তি খেতে দেখেছি।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
ছড়ায় ৯.৮০/১০।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। শুভ্চেছা রইল।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
তার আর পর নেই… বলেছেন: হয় কিনা সেটা জানা যাবে না, কিন্তু পড়তে ভালো লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
প্রামানিক বলেছেন: তাদের নামায কবুল আদৌ হয় কিনা সে প্রশ্ন উপরওয়ালাকে করা হয়েছে এই জবাবটা মানুষের দেয়ার ক্ষমতা নেই, তবে বাস্তব চুরির ঘটনা দেখার পরেই ছড়াটি লেখা। ধন্যবাদ
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
বিভাজন বলেছেন: তাওতো নামাজ পড়ে অনেকে।একদিন এমন সময় আসবে মসজিদে কুকুর ঢুকে পায়খানা করে আসবে, পরিষ্কার করার কেউ থাকবে না।হাই! এমন যেন না দেখে মরি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: নামাজি দিন দিন হ্রাস পাচ্ছে। মসজিদ ঘরে একদম নামাজি থাকবে না এরকম পরিবেশ হয়তো একদিন আসবে তবে সেটা অনেক দূরে। ইনশ-আল্লাহ আমাদের জীবনে এমন ঘটনা হয়তো হবে না।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ঠিক ই বলেছন,
আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা শুধু লোক দেখানো র জন্যই নামাজ পড়ে,
মসজিদ এ গিয়ে তারা সবসময় ছিল্লাছিল্লি করে
নিজেদের ক্ষমতা জাহির করার অনধিকার চর্চা করে
চমৎকার পোস্ট, পোস্টে ++++++++++
ধন্যবাদ
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: সারা জীবন তো অনেক ভাবেই ইনকাম করে থাকে তারপরেও মসজিদের টাকা চুরি করতে হবে কেন? এইটা আমার মাথায় আসে না।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কল্লোল পথিক বলেছেন: বাহ!এতো দেখি কর্পোরেট চোর।
ছড়া সুন্দর হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
প্রামানিক বলেছেন: জী ভাই এরা আসলেই কর্পোরেট চোর। টুপাইস ইনকামের সময় তাদের হুশ থাকে না।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
সোজোন বাদিয়া বলেছেন: হে বিধাতা! তোমার প্রতি
যার দিলে নাই ভয়
সেই নামাজির নামজগুলো
আদৌ কবুল হয়?
-সময়হীন প্রশ্ন। সুন্দর একটি ছড়ার মাধ্যমে করার জন্য কৃতজ্ঞতা জানবেন।
আচ্ছা, আমরা কবে জানতে পারব কারটা কবুল হচ্ছে আর কারটা হচ্ছে না? ওই নামাজিরা কি কোনোদিন কোনোভাবে জানতে পারবে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
প্রামানিক বলেছেন: নিয়ম অনুযায়ী নাময কবুল হওয়ার অনেক শর্তের মধ্যে হালাল রুজীও একটা শর্ত। মসজিদের ফ্যানের টাকা চুরি করে খাওয়াটা নিশ্চয় হালাল রুজীর মধ্যে পড়ে না। তারপরেও কবুল হওয়া আর না হওয়া ব্যপারটা উপরওয়ালার উপর নির্ভর করে। প্রশ্নটা উপরওয়ালাকেই করা হয়েছে।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
অন্তু নীল বলেছেন: চমৎকার লাগলো।
এরকম আল্লামা তালগাছবাদীর সংখ্যা বাংলাদেশে শত শত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই। নামাযের অজু করতে বসে ঘুষ খায় এমন অনেক লোক আছে।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: নৈতিক অসংগতি দারুন ভাবে তুলে ধরেছেন প্রামানিক ভাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোটা ফ্রেমের চশমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
কালনী নদী বলেছেন: নামায পড়তেই হবে, একজন চোর, বাটপার আর ঈমানদার- সবার জন্য নামায ফর্জ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। নামায পড়ার কারণে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। আমীন।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: কঠিন সত্য প্রকাশ করে ফেলেছেন। +।
সুন্দর হয়েছে !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
স্পয়লার এ্যালার্ট বলেছেন: জুম্মাবার আর রমজান মাসে সাইনবোর্ড নামাজী ভালোই চোখে পড়ে। ছড়ার জন্য ধন্যপ্লাস।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই স্পয়লার এ্যালার্ট। বাংলাদেশে সাইনবোর্ড নামাজীর অভাব নাই।
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
সায়ান তানভি বলেছেন: চমৎকার ছড়া, গুরুত্বপূর্ণ বিষয়ে দারুন ছড়া লিখেছেন
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সায়ান তানভি। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
শাহাদাত হোসেন বলেছেন: এখন আর আল্লাহর খুশির জন্য কেউ নামাজ পড়েনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: সত্য কথা বলেছেন ভাই। এখন অনেকেই লোক দেখানো নামায পড়ে। ধন্যবাদ
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
দিগন্ত জর্জ বলেছেন: চমৎকার বিষয় তুলে এনেছেন ছন্দের মাধ্যমে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিগন্ত জর্জ। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
নীলপরি বলেছেন: ছবি এবং ছড়া দুটোই অনবদ্য ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছড়ায় কিছু সত্য ধরা। অসাধারণ কাজ। +
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এমন একজনকে অামি চিনি, যিনি মসজিদ থেকে ফ্যান চুরি করেছিলেন । উল্লেখ্য, ঐ মসজিদে তিনি নামাজও পড়েন ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: দারুণ একটি ঘটনার উল্যেখ করেছেন। ধন্যবাদ
২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, আমরা গর্বিত,
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অর্ধ চন্ত্র অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
আপনার সব ছড়ায় ছড়িয়ে যায় মানুষ ও সমাজের যতো অসংগতি । চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো আপনার ছড়ার রেশও ছড়িয়ে পড়ে পাঠকচোখে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচছা রইল।
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
শেখ মফিজ বলেছেন: চোর না শুনে ধর্মের কথা ।
অবশ্য মর্ডান চোর , চুরি করে ধর্মকর্ম ও করে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
প্রামানিক বলেছেন: জী ভাই এরকম মাডার্ন চোরে দেশ ভরে গেছে। ধন্যবাদ
২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ ভাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
মিজানুর রহমান মিরান বলেছেন: খুবই সত্য কথা। এরকম অহরহ হয়, হচ্ছে, দেখছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: জী ভাই, আপনি ঠিকই বলেছেন, আমার চোখেও এরকম একটা ঘটনা পড়েছে।
২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
বিজন রয় বলেছেন: নামাজির ছড়া।
++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
যাহা রিজিকে লেখা আছে, তা নিতেই হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর বিষয় ভিত্তিক ছড়াখানি প্রামানিক ভাই ভাল লাগা রেখে গেলাম। তবে নমাজ পড়ার বিকল্প নাই, নামাজ পড়তে হবে একদিন নামাজ চোরকে চোরির পথ থেকে ফিরেয়ে আনতে পারে ।নামাজ যেহেতু ধর্মের মূল তাকে বাদ দেওয়ার কোন সুযোগ অাছে কি ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
প্রামানিক বলেছেন: নামজের মাধ্যমে চোরেরা হেদায়েত হোক এ্টাই কামনা করি। ধন্যবাদ
৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৫
ফেরদৌসা রুহী বলেছেন: যেই ঘরেতে নামাজ পড়ে
সেইখানেতে চুরি
এমন নামাজি সারা বিশ্বে
আছে ভুরি ভুরি।
চোরের মনে শুধুই চুরির চিন্তা। তারা আল্লাহর ঘরকেও বাদ দেইনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। আপনি ঠিকই বলেছেন চোরেরা সবসময় চুরির চিন্তা করে ভাল মন্দ চোখে দেখে না।
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চোর চোরই ! সে নামাজী হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী-মিনিস্টার হোক বা একজন ধর্মগুরুই হোক না কেন - তার প্রধান পরিচয়ই হলো সে একটি চোর ! আরেকজনের হক লুন্ঠন করার মাধ্যমে সে ইতোমধ্যেই তার অন্তরকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে ! বর্তমানে আমাদের সমাজে এই সকল তস্করগুলো অনেক মানমর্যাদা পেলেও তার বিবেক এবং অন্তর কিন্তু সিলগালা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে যাতে তার অন্তরে কোনো সু বা ভালো বিষয়ে প্রবেশ না করতে পারে ! সুতরাং এই সকল তস্করগুলো যতই ধর্ম কর্ম পালন করুক, তার মন সারাক্ষণ চিন্তা করে কিভাবে ধান্ধাবাজি, দূর্নীতি, ধাপ্পাবাজি করে টু পাইস কামানো যায় ! সে তার মসজিদ, মন্দির বা গির্জাকেও এই কুচিন্তার বাইরে রাখতে পারে না ! অন্তরে সিলগালা মারা এই সকল আদমের ভালো মন্দের নির্ধারণ হচ্ছে অন্য কোথাও যা বোঝার ক্ষমতা এই সমাজের অনেক নির্বোধেরই নেই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
প্রামানিক বলেছেন: আপনি মূল্যবান কথাই বলেছেন। যারা কুচিন্তা করে তাদের কাছে মসজিদ মন্দির নাই। ধান্ধাবাজির সময় সব একাকার করে ফেলে। শুভেচ্ছা রইল।
৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
টোকাই রাজা বলেছেন: ভাই Belive it or not, আমাদের অফিসে বড় স্যারেরা এরকম। আবার তারা হজ্জ করেও এসেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
প্রামানিক বলেছেন: ভাই টোকাই রাজা, আপনি ভাল কথাই বলেছেন। আপনার অফিসের মত অনেক অফিসেই এরকম স্যার আছে। আমিও নিজের চোখে এরকম ঘটনা দেখেছি। ধন্যবাদ আপনাকে
৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
অভ্রনীল হৃদয় বলেছেন: বরাবরের মতো চমৎকার হয়েছে ছড়া। সেই সাথে বাস্তবতা ও তুলে ধরেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: যেটুকু চুরি করে সেটুকু নামাজ পড়ে ক্ষমা চেয়ে নেয়, ব্যাটা আলালের বুদ্ধি আছে বলতে হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
প্রামানিক বলেছেন: দারুণ কথাই বলেছেন। ব্যাটা চোর হলেও বুদ্ধি আছে।
৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
প্রামানিক বলেছেন: সকাল বেলার চা মন্দ না।
৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ ভাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো জিজ্ঞাসা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই ঘরেতে নামাজ পড়ে
সেইখানেতে চুরি
এমন নামাজি সারা বিশ্বে
আছে ভুরি ভুরি।
হে বিধাতা! তোমার প্রতি
যার দিলে নাই ভয়
সেই নামাজির নামজগুলো
আদৌ কবুল হয়?
সেইজন্যেই তো আজ সেই নামাজীদের জন্যে ইসলামের বদনাম হচ্ছে!!!
কাব্যে দারুন অসঙ্গতি সুন্দর ভাবে তুলে ধরায় +++++++++++++++