নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ময়রাওয়ালা বড়ই ত্যাদর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০


শহীদুল ইসলাম প্রামানিক

ধুত্তোরি ছাই পাই কি না পাই
গোয়াল বাড়ির দধি
এক চুমুকে খেয়ে ফেলতাম
পেতাম হাঁড়ি যদি।

গপ্-গপা-গপ্ গিলে ফেলতাম
মিষ্টি-মন্ডা-ছানা
খাওয়ার সময় থামবো নাতো
যতই করুক মানা।

খস্-খসা-খস্ মিষ্টিগুলো
চিবিয়ে নিয়ে মুখে
পানি দিয়ে গিলে ফেলবো
ঢেকুর তুলবো সুখে।

মনে মনেই খাচ্ছি মিষ্টি
মিছাই নাড়ছি মুখ
কল্পনাতেই মিষ্টি খেয়ে
পাচ্ছি অনেক সুখ।

এমন সময় মুখ নেড়েছি
সেইটা দেখে ভাই
ময়রাওয়ালা বলল হেঁকে
‘মিষ্টির পয়সা চাই’।

বললাম তারে, ‘কিসের পয়সা
খাইনি ছুঁইনি কিছু
তারপরেতেও পয়সার জন্যে
ঘুরছেন পিছু পিছু’?

বলল তখন ময়রাওয়ালা,
‘চেয়ে দেখেছিস যখন
তাতেই যে তোর মিষ্টি খাওয়ার
হয়েছে অর্ধেক ভোজন’।

‘তাড়াতাড়ি দে টাকা দে
করিস না বদনাম
খাসনি দেখে পুরো চাই নি
চাচ্ছি অর্ধেক দাম’।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

সুমন কর বলেছেন: এতো খাবারের নাম, সকাল সকাল শুনলে কি ভালো লাগল !!! ক্ষুধা বেড়ে যায় !!

ছড়া ভালো হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

প্রামানিক বলেছেন: এখনও দুপুর হয় নাই। আপনি ইচ্ছা করলে এখনও মিষ্টি মন্ডা খেতে পারেন। ধন্যবাদ ভাই সুমন কর।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুনেছি ঘ্রান নিলেই নাকি অর্ধেক ভোজন হয়ে যায়। এখন দেখছি তাকিয়ে দেখলেও তা' হয়। ভাগ্য ভালো যে ময়রা অর্ধেক দাম দাবী করেছে! হাঃ হাঃ হাঃ। সুন্দর ছড়া।
ধন্যবাদ প্রামানিক ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। আপনার লেখা রম্য রচনার মত রাসালো মন্তব্যর করার জন্য খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

শাহাদাত হোসেন বলেছেন: আহা মিষ্টি এটা আমার প্রিয় কিন্তু খাইতে গেলে কি জানি খাইতে পারিনা।চমৎকার ছড়া ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসেইন। মিষ্টি না খেতে পারলে দেখলেও অর্ধেক দাম দিতে হবে। শুভ্চেছা রইল।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছড়া।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

জনৈক অচম ভুত বলেছেন: আপনার ছড়া পড়ে মিস্টি খাওয়ার মতোই মজা পেলাম। :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জনৈক আচম ভূত। খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আপনার কবিতা পড়ে হঠাৎ মিষ্টির লোভ বেড়ে গেল ! অসাধারণ কবিতা, ধন্যবাদ আপনাকে

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিল মোহাম্মদ মামুন। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

হামিদ আহসান বলেছেন: হা হা হা .......দারুন ছড়া ৷

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

আমি মিন্টু বলেছেন: ছড়া ভালো লেগেছে । :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: মনে মনেই খাচ্ছি মিষ্টি
মিছাই নাড়ছি মুখ
কল্পনাতেই মিষ্টি খেয়ে
পাচ্ছি অনেক সুখ।



তাইলে পয়সা চাইয়া খ্রাপ করে নাই। ভালই করছে। হেহঃ ;)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। এই তো আপনি বুঝতে পেরেছেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

ঘনায়মান মেঘ বলেছেন: কল্পনার জন্যে টাকা? দারুন লাগল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: জী ভাই, খাই নাই ছুঁই নাই কল্পনা করেছি তাতেও টাকা লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: +

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: না খেয়েও পয়সা দিতে হবে?
মগের মুল্লুক নাকি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: অনেক সময় এরকম ঘটনাই দেশে ঘটে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

মৃদুল শ্রাবন বলেছেন: ওরেব্বাস এযে দেখছি আস্ত সুকুমার রায়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই, মাথাই আমার এত বুদ্ধি নাই! অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে বেশ ভালোই ধরা কাইছিলেন দেখছি =p~

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: এরকম ধরা তো আপনিও মেলা খাইছেন। ধন্যবাদ

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন:

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: এইডা আবার কিসের চা? ভিতরে দেখি গাছগাছালি।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: অনেকদিন পর এলাম। আপনার ছড়াগুলি খুব মিস করি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকবর উদ্দীন ভূঁঞা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

উল্টা দূরবীন বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: খাসা হয়েছে

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

এম.এ.জি তালুকদার বলেছেন: প্রামানিক ভাই,ব্লগে থাকলে আমার ব্লগে সাড়া দিন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এমএজি তালুকদার। দু'দিন ছিলাম না। আজ এসেছি। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

রানা আমান বলেছেন: খুব মিষ্টি একটি লেখা ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

কাবিল বলেছেন:




গপ্-গপা-গপ্ গিলে ফেলতাম
মিষ্টি-মন্ডা-ছানা
খাওয়ার সময় থামবো নাতো
যতই করুক মানা।

চমৎকার।

মিষ্টি আমার খুব পছন্দ। নিজের বাড়িতেই মিষ্টি চুরি করে খেয়েছি।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: তাই নাকি! এই জিনিষটার প্রতি লোভ সবারই। ধন্যবাদ

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মিষ্টির মত মিষ্টি একটা ছড়া জন্য অনেক ভাল লাগা।

লাইক!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চন্দ্ররথা রাজশ্রী। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.