নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সরকারীদের বেতন বেড়েছে
পণ্য দ্বিগুণ টাকা
বাজার করতে গিয়ে রে ভাই
পকেট হলো ফাঁকা।
পিয়াজ কিনতে মিয়াজ মিয়া
মাথায় দিল হাত
এই কয়দিনে বাজার মূল্য
বিশাল বড় তফাৎ।
মুদী দোকানীও বেজায় খুশি
বেতন বৃদ্ধি শুনে
দাম বাড়িয়ে গদীর পরে
দ্বিগুণ মুনাফা গুণে।
কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস
আরো বিপদ কৃষক ভাইদের
যাদের নির্ভর চাষ।
আয় বাড়েনি ব্যয় বেড়েছে
পড়ছে তারা ফাঁদে
বাজার মূল্যের চিপায় পড়ে
মুহুর্মুহু কাঁদে।
বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁপছে সাড়া বিশ্ব।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: ১ম হইছি মনে হয় চা পাওনা। ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: এ বিষয়ে আগেও লিখেছিলেন। এটিও ভালো হয়েছে।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: একই ধরনের অনেক লেখা আছে তো হতেও পারে। ধন্যবাদ ভাই সুমন কর।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নির্মম বাস্তবতা।
ধন্যবাদ প্রামানিক ভাই।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ।প্রামাণিক ভাই, কেমন আছেন??
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?
৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
কাবিল বলেছেন:
বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁপছে সাড়া বিশ্ব।
+++++++++
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভ্চেছা রইল।
৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
বিদ্যুৎ বলেছেন: খুব ভাল হইছে। বাস্তবতা খুব নিষ্ঠুর এবং নির্দয়। ভাল থাকবেন সব সময়।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্যুৎ। সুন্দর কথাই বলেছেন বাস্তবতা খুব নিষ্ঠুর এবং নির্দয়।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
এম.এ.জি তালুকদার বলেছেন: খোদার রহমতে ভালো আছি।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: আপনার লেখা গ্রাম গঞ্জের মানুষের জীবন কাহিনী আমার খুব ভাল লাগে। আপনি লিখতে থাকেন। ধন্যবাদ
৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
বাকপ্রবাস বলেছেন: আছে যাদের বাড়তি সুযোগ
কেবল তাদের বাড়ে
যাদের নেই নুনে ভাতে
বোঝা তাদের ঘাড়ে
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাক প্রবাস। সুন্দর ছন্দ মন্তব্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
আম আদমি বলেছেন: প্রামানিক ভাইয়ের লেখা বরাবরই দারুন।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আম আদমি। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন: আগে মনে হয় লিখেছিলেন এই বিষয় নিয়ে..........।ভাল লাগলো । ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: জি ভাই এই বিষয়ে আরো লেখা আছে। ধন্যবাদ
১১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: অসাধারণ,
আপনার লেখা আমার সবসময়ই ভাল লাগে,
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই পারভেজ উদ্দিন হৃদয়। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৪
উল্টা দূরবীন বলেছেন: দারুণ। ভালো লাগলো।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৭
নীলপরি বলেছেন: বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁপছে সাড়া বিশ্ব।
কবিতার বক্তব্যের সাথে সহমত । ভালো লাগলো ।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
মিজানুর রহমান মিরান বলেছেন: বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁপছে সাড়া বিশ্ব।
বাস্তব....
০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
শায়মা বলেছেন: বড় আরো হচ্ছে বড়
গরীব হচ্ছে নিঃশ্ব
ব্যবধানের মাইনকা চিপায়
কাঁপছে সাড়া বিশ্ব।
মজার সত্য!
০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
শায়মা বলেছেন: কত কথা কবিতায় ছড়িতায় বলো
মন্তব্যেতে কেনো একই কথা বলো???
০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
প্রামানিক বলেছেন: এখানেই আমার বিশাল দুর্বলতা। আসলে আমার মাথায় কিছু নেই, কোন মন্তব্যে কি বলবো কিছু খুঁজে পাই না। তাই সবাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা দিয়ে যাই।
ফাঁকা ফাঁকা শুণ্য মাথায় ছড়া কবিতার কথাগুলো কিভাবে কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। যখন কোন কিছু লেখি, লেখার পরে মাঝে মাঝে নিজেও আশ্চার্য হই। আমার মাথা থেকে এসব কিভাবে বের হলো।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
শায়মা বলেছেন: আমিও আশ্চর্য্য হই!!!!! আমার নানারকম লেখার পরে বসে বসে ভাবি এইসব আমি ছিলাম!!!!!!!!!!!! নাকি আমার মাথায় ভুত ভর করেছিলো!!!!!!!! কসম ভাইয়া আমি নিজেই মাজে মাঝে ভাবি মানে নিজের লেখা চিনতে পারিনা। বিশেষ করে ইনস্ট্যান্ট কাব্যগুলো!!!
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
প্রামানিক বলেছেন: আসলে কাব্যের কথাগুলো যে স্বর্গ থেকে আসে সেটা লেখার পরেই বোঝা যায়। এটা শুধু আমার আপনার বেলায় নয় সব কবির বেলায় একই ঘটনা ঘটে।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিঃস্ব
ভাই আমার মতো অর্ধবেকারদের অবস্থা সবসময় খারাপ।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: অর্ধবেকারদের অবস্থাা খারাপ হলে যারা পুরো বেকার তাদের অবস্থা তো আরো খারাপ। ধন্যবাদ
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু যাদের আয় বাড়েনি
তাদের গলায় ফাঁস
আরো বিপদ কৃষক ভাইদের
যাদের নির্ভর চাষ।
আয় বাড়েনি ব্যয় বেড়েছে
পড়ছে তারা ফাঁদে
বাজার মূল্যের চিপায় পড়ে
মুহুর্মুহু কাঁদে।
ভাই দিলের কথাখান ছড়ায় বাইধা দিছেন। ধন্যবাদ অনেক অনেক।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। আমাদের অনেকের দুঃখই খুব কাছাকাছি। তাই একজনের দুখের কথা বললে দেখা যায় আরেকজনের সাথে কিছু না কিছু মিলে যায়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২০| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬
হাসান মাহবুব বলেছেন: পুরাই বাটে পৈড়া গেছি।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
প্রামানিক বলেছেন: খালি বাটে না ভাই মহা বাটে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:১৩
শাহাদাত হোসেন বলেছেন: ১ম হইছি মনেহয়! ছড়া চমৎকার ।