নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অপরাধী কে শাস্তিটা কার?

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৪


শহীদুল ইসলাম প্রামানিক

নর-নারীদের পাপের ফসল
জারজ সন্তান যারা
তাদের দেখে নাক সিটকায়
করছে সমাজ ছাড়া।

অবুঝ শিশুর নাই কোন দোষ
দোষটি জন্ম দাতার
তাদের কোন শাস্তি হয় না
শাস্তি হয় যে মাতার।

বিশ্ব জুড়ে দাম পায়না
জারজ সন্তান বলে
কথায় কথায় তুচ্ছ করে
একটা কিছু হলে।

কার পাপেতে শাস্তি তাদের
প্রশ্ন আসে যখন?
আকাশ পানে তাকিয়ে থাকি
আহাম্মকের মতন।

কার পাপেতে শাস্তি কাদের
কিছুই নাহি বুঝি?
বিশ্ব জুড়ে এই শস্তিটার
মিছাই অর্থ খুজি।

গরু ছাগল পশু পাখিদের
জারজ সন্তান নাই
বুদ্ধিবৃত্ত মানব সমাজে
শুধুই দেখতে পাই।

সভ্য জাতি মানব সমাজে
জারজ সন্তান পেলে
সৃষ্টির সেরা সেই সন্তানকে
দিচ্ছে রাস্তায় ফেলে।

মরছে কত আস্তাকুঁড়ে
কিংবা বদ্ধ ঘরে
মারছে কত পেটের সন্তান
লোক সমাজের ডরে।

এই যদি হয় সভ্য সমাজ
অসভ্য আজ কারা
মানুষ হয়ে মারছে মানুষ
পশু নয়কি তারা?

(ছবি নেট)

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: চা দেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: সেগুন বাগিচা আসেন চা রেডি।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

বিজন রয় বলেছেন: মনস্তাত্ত্বিক ছড়া।
+++++

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

বিজন রয় বলেছেন: অবুঝ শিশুর নাই কোন দোষ
দোষটি জন্ম দাতার
তাদের কোন শাস্তি হয় না
শাস্তি হয় যে মাতার।


ঠিক কথা।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৯

সোজোন বাদিয়া বলেছেন: খুবই সুন্দর হয়েছে, বিশেষভাবে সমাজের জ্বলন্ত একটি সমস্যা যেভাবে তুলে ধরেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজোন বাদিয়া। আমাদের সমাজে নিষ্পাপ শিশুগুলোর উপর এরকমই বিচার হয়।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৩

আমিই মিসির আলী বলেছেন: খুবই মানবিক একটা বিষয় তুলে ধরেছেন।
বুড়া শয়তান গুলার আকমের ফল নির্বোধ শিশুকে ভোগ করতে হয়।

ভালো লাগলো লেখা।
++++++++

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই, শিশুরা নিরাপরাধ হয়েই যন্ত্রণা ভোগ করে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ব্যক্তিগত মতঃ বৈজ্ঞানিক দিক থেকে দেখলে কেউই জারজ সন্তান নয়। তবে সামাজিক দৃষ্টি আলাদা।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: সমাজের উচ্ছৃঙ্খলতা রোধের জন্যই ধর্মীয়ভাবে অবৈধ মেলামেশা বন্ধ করা হয়েছে। কিন্তু যারা অপরাধ করে তারা এর শাস্তি ভোগ করে না শাস্তি ভোগ করে নিষ্পাপ শিশু। ধন্যবাদ

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: বাস্তবচিত্র ফুটিয়ে তুলেছেন। পাপীর পাপের শাস্তি নিস্পাপ শিশুর ওপর আরোপের কোন মানে হয় না।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: পাপীর পাপের শাস্তি নিস্পাপ শিশুর ওপর আরোপের কোন মানে হয় না।

চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ ভাই।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪১

উল্টা দূরবীন বলেছেন: বরাবরের মতই অসাধারণ। খুব ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

মুসাফির নামা বলেছেন: দারুন লিখেছেন। কয়েকদিন যাবৎ ভাবছিলাম আমি এ বিষয় নিয়ে লিখব।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। এসব অপরাধ নিয়ে লেখা দরকার। সময় করে লিখে পোষ্ট দিবেন। লেখালিখির মাধ্যমে সমাজকে সচেতন করা দরকার।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সত্যিই আমরা কেউ কেউ পশুদের চাইতেও পশু! ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: লোক লজ্জার ভয়ে আমরা অনেক কিছুই করে থাকি। বিবেকবান প্রাণী হয়েও আমরা অবিবেচকের মত কাজ করে থাকি। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০১

কল্লোল পথিক বলেছেন:





ছড়ার ছন্দে তুলে এনেছেন বর্তমান সমাজের এক নতুন অপরাধ চিত্র।
ধন্যবাদ ভাইয়া।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। বর্তমানে এ অপরাধ বেড়ে গেছে। এ অপরাধ নিয়ন্ত্রণে আনা দরকার।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০০

সুমন কর বলেছেন: কঠিন সত্য বলে ফেলেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: সমাজে এখন এই অপরাধটা বেড়ে গেছে। অথচ যে অপরাধ করে তার শাস্তি হয় না শাস্তি হয় নির্দোষ শিশুদের। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: সমাজের বাস্তব চিত্র। ধন্যবাদ প্রামানিক ভাই।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭

কালনী নদী বলেছেন: সত্যিই অবাক হয়ে যাই যখন সমাযের এত কঠিন একটা বিষয় আপনি ছড়ার মাধ্যমে খুব সুন্দর করে তুলে দড়েন। আমাদের সবাইকেই একদিন হিসাবের দাড়িপাল্লায় উঠতে হবে, সেই ভেবে সত্যি আতঙ্কিত হই আবার ভালোও লাগে যে অমানুষদেরও বিচার হবে।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: হিসাবের কাঠগড়ায় সবাইকে হয়তো দাঁড়াতে হবে। কিন্তু পৃথিবীর বুকে এত মানবতার বিবেক থাকা সত্বেও এটা কোন ধরনের বিচার একজনের অপরাধে নিরাপরাধকে শাস্তি ভোগ করতে হয়? এটাই তো আমার মাথায় ধরে না।

১৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:০০

সচেতনহ্যাপী বলেছেন: এই যদি হয় সভ্য সমাজ
অসভ্য আজ কার??

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

প্রামানিক বলেছেন: সেইটাই তো কথা। মানুষ নিজেদেরকে সভ্য বলে দাবী করে অথচ তারাই বেশি অসভ্য কাজ করে। মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ আপনাকে।

১৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



ভালোবাসার সন্তান হয় সবচয়ে ঘৃনিত?

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন চাঁদগাজী ভাই, ভালোবাসার সন্তান হয় সবচেয়ে ঘৃণিত।

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো।
প্লাস থাকছে

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চন্দ্ররথা রাজশ্রী। মন্তব্যের জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: এসব ভাবলে বড্ড খারাপ লাগে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
ইউরোপ অ্যামেরিকায় অনেকেই আছে যারা জানে না তার বাবার পরিচয়। খোদ জাস্টিন বিবারের বাবা নেই মানে তার মা অবিবাহিত।
এটা আমাদের উপমহাদেশে দেখা যায়। আসলে মানুষকে মানুষ হিসেবে দেখলেই ল্যাঠা চুকে যায়

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

এই যদি হয় সভ্য সমাজ
অসভ্য আজ কারা
মানুষ হয়ে মারছে মানুষ
পশু নয়কি তারা?

+++++++++++++++++++++

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, এই ছন্দ মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: সঠিক বলছেন

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

কাবিল বলেছেন: হাচা কতা ।
ভাল হইছে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

রানা আমান বলেছেন: আপনার লেখা খুবই ভালো লাগে আমার । এবারো তার ব্যাতিক্রম নয় ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: একটি নৃশংস চিত্রের সুন্দর ছড়া ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অবুঝ শিশুর নাই কোন দোষ
দোষটি জন্ম দাতার
তাদের কোন শাস্তি হয় না
শাস্তি হয় যে মাতার।



আপনার প্রতীবাদের ভাষা এত সুন্দর। সুন্দর মনের বলে সম্ভব। প্রিয় কবিকে স্যালুট।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এস আরেফীন ভুঁইয়া। আপনি আমার পুরানো লেখাগুলো পড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.